৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 169

ফতুল্লায় নাশকতা মামলায় গ্রেফতার ৬ জনসহ আসামী হলেন যারা!

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের গোপন বৈঠকে হানা দিয়ে দলটির ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বৈঠক থেকে পালিয়েগেছে মহানগর যুবদলের আহ্বায়ক ও নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার মধ্যরাতে ফতুল্লার কাশিপুর এলাকায় বিএনপি নেতা হারুন অর রশিদের রিকশার গ্যারেজে বসা গোপন বৈঠকে এ অভিযান চালায় পুলিশ। বুধবার সকালে ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল বাদী হয়ে খোরশেদকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা করেছে।

ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতরা হলেন- হারুন অর রশিদ, পল্টু, মিলন, শাহিন,লুৎফর রহমান ও নবী হোসেন। পুলিশ ঘটনাস্থল হতে কয়েকটি ককটেল, লাঠিসোটা ও ইটপাটকেল উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বিএনপি নেতা হারুন অর রশিদের রিকশার গ্যারেজে বসে খোরশেদের নেতৃত্বে ঢাকা- মুন্সিগঞ্জ সড়ক অবরোধসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গেলে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেল ফাটিয়ে পালিয়ে যেতে থাকে। পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে।

তিনি জানান, মামলার পলাতক আসামিরা হলেন- মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ছাড়াও মাইনুল হোসেন রতন, রশিদুর রহমান রশু, মোখলেছুর রহমান মিয়া,শাহীন আলম, জাহিদ হাসান, এ্যাডঃ আলমগীর হোসেন, খন্দকার মনিরুজ্জামান মনির, জনি, রাশেদুল বসু, নিজাম উদ্দিন, আমানুজ্জামান, মিজান, আমজাদ সিকদার, সৈকত হোসেন ওরফে খোপা ইকবাল, আমিনুল ইসলাম, শাহীন মুন্সি, ডালিম মেম্বার, মমিন, বড় জনি, আসলাম মিয়া, ছাদেক, মজিবুর রহমান, আমজাদ হোসেন সিকদার, রকিব উদ্দিন সুমন, হামিম মিয়া, হাবিবুর রহমান, মাসুদ হাসান সুমন, সেলিম মিয়া, সম নুরুল ইসলাম, রমিজ উদ্দিন রঞ্জু, আসলাম মুন্সি, লিটন, আবু সাইদ মুন্না, মাসুদ রানা, জনিসহ অজ্ঞাত ৫০ জন।

আব্দুল হামিদ আবারো রাষ্ট্রপতি নির্বাচিত

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি পদে একজন মাত্র প্রার্থী থাকায় ভোট হচ্ছে না এবারও। আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৯৯১ সালের পর এই প্রথম কেউ দুই মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

বুধবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

সিইসি জানান, আগামী ২৩ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারেন আব্দুল হামিদ। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবন যাচ্ছেন সিইসি।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল হামিদ একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি আইন ১৯৯১ এর ৭ ধারা অনুযায়ী আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে আবদুল হামিদের পক্ষেই তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে কোনটাকে গ্রহণ করা হয়েছে-এমন প্রশ্নে সিইসি বলেন, ‘আমরা রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষ থেকে তিনটি মনোনয়নপত্র পেয়েছি। প্রথম মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন সংসদ সদস্য ওবায়দুল কাদের এবং সমর্থক সংসদ সদস্য তোফায়েল আহমেদ। প্রথম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর টিকে যাওয়ায় পরের মনোনয়পত্রগুলো পরীক্ষা করার প্রয়োজন হয় না। এখানে প্রথমটিই টিকে গিয়েছে।’

দ্বিতীয় মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন, সমর্থক ছিলেন সংসদ সদস্য আ স ম ফিরোজ। তৃতীয় মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং সমর্থক সংসদ সদস্য আতিউর রহমান আতিক।

১৮ ফেব্রুয়ারিকে ভোটের দিন ধরে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেন সিইসি। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয় ৫ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য সময় নির্ধারিত হয় ৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে ফেরার পর থেকে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আসছেন রাষ্ট্রপতি। আর সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তের বাইরে কারও রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে আসার সুযোগ নেই। কারণ, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না সংসদ সদস্যরা।

বাংলাদেশে ১৯৯১ সালে বিএনপি সরকারে আসার পর একবার ভোট হয়েছিল রাষ্ট্রপতি পদে। এরপর থেকে আওয়ামী লীগের আমলে সাহাবুদ্দিন আহমেদ, বিএনপি পরের আমলে প্রথমে বদরুদ্দোজা চৌধুরী এবং পরে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হন। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করেন। ২০১৩ সালে তিনি ইন্তেকাল করলে আবদুল হামিদ কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। পরে আবদুল হামিদ নির্বাচিত হন। তাদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংবিধান অনুযায়ী একজনের পক্ষে দুই মেয়াদে রাষ্ট্রপতি হওয়া সম্ভব। আর আবদুল হামিদই প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর দুই মেয়াদে নির্বাচিত হলেন।

অবশ্য এর আগে ৯১ সালের পর বিএনপি সরকারের দ্বিতীয় আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাত বছর রাষ্ট্রপতি ছিলেন। এর মধ্যে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পরের দুই বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন জরুরি অবস্থা জারির সুবাদে।

সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি পদটি আলঙ্করিক হলেও জাতীয় নির্বাচনের আগে এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি যোগায় পদটি। আর ভোটের বছর নানা হিসেব নিকেশ করেই আগাতে হয়েছে আওয়ামী লীগকে।

আবার রাষ্ট্রপতি সব সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রীর পরামর্শ মানতে বাধ্য হলেও নির্বাচনের পর প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত তিনি স্বাধীনভাবেই নিতে পারেন।

এবার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে আসার প্রেক্ষিতে এই পদের জন্য বেশ কয়েকজনের নাম এসেছিল গণমাধ্যমে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও যাদের নাম এসেছিল তাদের বিষয়ে চিন্তাভাবনাও করা হয়েছিল। তবে শেষমেশ আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদে রাখার বিষয়ে একমত হন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।

গত ৩১ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি করতে দলের মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বঙ্গভবনে গিয়ে এই সিদ্ধান্ত তার হাতে তুলে দেন।

পরদিন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ নির্বাচন কমিশন থেকে আবদুল হামিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা বঙ্গভবনে পৌঁছে দেন।

সেই মনোনয়ন ফরম পূরণ করার পর ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে তা জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেদিন তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে তিনিই (আবদুল হামিদ) এই মুহূর্তে গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। একটি দল করেও তিনি সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন।’

ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বা ২০০৭ সালে জরুরি অবস্থা জারির আগ পর্যন্ত সে সময়ের রাষ্ট্রপতির পক্ষ থেকে বিরূপ অভিজ্ঞতা হয়েছিল তাদের। এই বিবেচনায় এই পদে পরিবর্তন আনার কোনো ভাবনা গুরুত্ব পায়নি তাদের কাছে।

 

সরকারের খায়েশ পূরণ হবে না-খালেদা জিয়া

ডেস্ক নিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমাকে জেলে পাঠালেও সরকারের খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূরণ হবে না। বাংলাদেশে এখন ন্যায় বিচার নেই। আমি যেখানেই থাকি যেমন থাকি দেশবাসীকে কখনও ছেড়ে যাবো না। আল্লাহই আমার একমাত্র ভরসা। আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তত। জেল বা সাজার ভয় দেখিয়ে কাজ হবে না। আমি মাথা নত করব না।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগের দিন বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি। কোনো দুর্নীতি আমি করিনি। ন্যায় বিচার হলে আমার কিছু হবে না, আমি বেকসুর খালাস পাব। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের প্রতীক হয়ে থাকবে।’

এ সময় খালেদা জিয়া আরও বলেন, সমগ্র বাংলাদেশ আজ এক বৃহৎ কারাগার এ কারাগার থেকে আমরা মুক্ত হবো ইনশাল্লাহ।

তিনি ছাত্রজনতাকে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কোনো কর্মসূচিতে বাধা দেবেন না। সবাই সাবধান ও সতর্ক থাকবেন। এ দেশ কোনো ব্যক্তি বা দলের নয়।

বুধবার বিকেল ৫টা ৬ মিনিটের দিকে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/bnpbd.org এ বক্তব্য লাইভ দেখানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ওই মামলার প্রধান আসামি খালেদা জিয়া। রায়ের আগের দিন আজ সংবাদ সম্মেলন করলেন খালেদা জিয়া।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আগামীকাল ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। দিনটিকে নিয়ে রাজনীতির মাঠ সরগরম। জনমনে উদ্বেগ আর প্রশ্ন-কী হবে কাল? বিএনপি এ দিনটিকে ঘিরে বিভিন্ন প্রস্তুতির কথা জানিয়ে আসলেও রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলছে তল্লাশি।

ফতুল্লায় নাশকতা মামলায় গ্রেফতার ৬ জনসহ আসামী হলেন যারা!

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের গোপন বৈঠকে হানা দিয়ে দলটির ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বৈঠক থেকে পালিয়েগেছে মহানগর যুবদলের আহ্বায়ক ও নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ শতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার মধ্যরাতে ফতুল্লার কাশিপুর এলাকায় বিএনপি নেতা হারুন অর রশিদের রিকশার গ্যারেজে বসা গোপন বৈঠকে এ অভিযান চালায় পুলিশ। বুধবার সকালে ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল বাদী হয়ে খোরশেদকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা করেছে।

ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতরা হলেন- হারুন অর রশিদ, পল্টু, মিলন, শাহিন,লুৎফর রহমান ও নবী হোসেন। পুলিশ ঘটনাস্থল হতে কয়েকটি ককটেল, লাঠিসোটা ও ইটপাটকেল উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বিএনপি নেতা হারুন অর রশিদের রিকশার গ্যারেজে বসে খোরশেদের নেতৃত্বে ঢাকা- মুন্সিগঞ্জ সড়ক অবরোধসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গেলে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ককটেল ফাটিয়ে পালিয়ে যেতে থাকে। পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে।

তিনি জানান, মামলার পলাতক আসামিরা হলেন- মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ছাড়াও মাইনুল হোসেন রতন, রশিদুর রহমান রশু, মোখলেছুর রহমান মিয়া,শাহীন আলম, জাহিদ হাসান, এ্যাডঃ আলমগীর হোসেন, খন্দকার মনিরুজ্জামান মনির, জনি, রাশেদুল বসু, নিজাম উদ্দিন, আমানুজ্জামান, মিজান, আমজাদ সিকদার, সৈকত হোসেন ওরফে খোপা ইকবাল, আমিনুল ইসলাম, শাহীন মুন্সি, ডালিম মেম্বার, মমিন, বড় জনি, আসলাম মিয়া, ছাদেক, মজিবুর রহমান, আমজাদ হোসেন সিকদার, রকিব উদ্দিন সুমন, হামিম মিয়া, হাবিবুর রহমান, মাসুদ হাসান সুমন, সেলিম মিয়া, সম নুরুল ইসলাম, রমিজ উদ্দিন রঞ্জু, আসলাম মুন্সি, লিটন, আবু সাইদ মুন্না, মাসুদ রানা, জনিসহ অজ্ঞাত ৫০ জন।

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত ইন্নার দম্ভক্তি

“ফতুল্লায় কোন সাংবাদিক নেই, সব পুলিশের ইনফরমা”এই মন্তব্য করেছে ফতুল্লা পোষ্ট অফিস মোড়ের টিভি ম্যাকার আলামিন অরুফে ইন্না। যার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে। ইতিপূর্বে এই আলামিন ওরফে ইন্না আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন পলাতক ছিলো। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে অভিযান চালায়। বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজ প্রতিদিন ডট নেট এ………….।

মুন্সীগঞ্জে অস্ত্রসহ ছিনতাই চক্রের সদস্য ৪ আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাত থেকে ভোর ৪টা পর্যন্ত পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গজারিয়ার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গজারিয়া উপজেলার নতুন চরচাষি গ্রামের ছলিমুল্লাহর ছেলে সানি সরকার (২৪), পারভেজ মিয়ার ছেলে শান্ত (২৫), রমজান মিয়ার ছেলে শাহ পরান (২৫) ও মো. সাগর (২৬)।

গজারিয়া থানার ওসি হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে ছিনতাই কাজে জড়িত এই চক্রের কাছ থেকে ৭টি পাসপোর্ট, ৭টি মোবাইল ফোন, ৮টি চার্জার, একটি চাইনিজ চাপাতি, ক্যামেরা, ল্যাগেজ, স্বর্ণের আংটি, হাতের চুরি, বিদেশি কসমেটিক সামগ্রী এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জব্দ করা মালামালসহ মামলা দিয়ে হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

রূপগঞ্জে নাশকতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে:এমপি গাজী

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রায়কে কেন্দ্র করে সারা দেশে বিএনপি জামায়াত যেভাবে নাশকতা চালাচ্ছে ৮ই ফেব্রুয়ারী মামলার রায়ের দিন রূপগঞ্জে কোন প্রকার নাশকতা চালানোর চেষ্ঠা করলে তা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শান্তি প্রিয় রূপগঞ্জ বাসিকে সাথে নিয়ে তার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি আজ রূপসী গাজী ভবণে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত “বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও রূখে দাও ”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বলেন,দুর্নীনিবাজ খালেদা জিয়ার মামলার রায়ের দিন বিএনপি জামায়াত রূপগঞ্জের মাটিতে আবার নাশকতা চালালে আমরা রাজ পথে থেকে এবার তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না তাদের শক্ত হাতে দমন করা হবে।

দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপি জামায়াত ২০১৪ সালের ৫ই জানুয়ারী নির্বাচনের পূর্বে এবং পরবর্তী সময়ে সারাদেশে বাসে অগ্নিসংযোগ করে যে ভাবে নিরীহ মানুষগুলোকে পুড়িয়ে হত্যা করেছে তাতে বিএনপি জামায়াত বাংলার জনগণের আস্থা হারিয়েছে।তাদের আর কোন দিন বাংলার জনগণ ভোট দেবে না।

এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী কাল খালেদা জিয়ার রায়ের আগে ও পরে সবাইকে রাজপথে প্রস্তুত থাকতে হবে। বিএনপি জামায়াতের অস্থিরতা দেশবাসির কাছে তুলে ধরতে হবে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহসভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,

উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল,আজমত আলী,হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদক রফিক মেম্বার,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া,সাংগঠনিক সম্পাদক নাদীম ভূইয়া,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ,ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ,গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রহমান ভূইয়া, যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী,সাধারণ সম্পাদক রিতা,

তারাব পৌর যুবলীগের সভাপতি,হাজী মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেল,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক বাবেল,যুবমহিলালীগের সভাপতি পারুল,সাধারণ সম্পাদক শিল্পী সহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা প্রমুখ।

বই মেলায় জাহাঙ্গীর ডালিমের “বৃষ্টি ভেজা কবিতা”

নিজস্ব প্রতিবেদকঃ চর্চাগ্রন্থ প্রকাশনা থকে অমর একুশে গ্রন্থমলো ২০১৮ প্রকাশতি হয়েছে কবি জাহাঙ্গীর ডালিমের একক কাব্যগ্রন্থ “বৃষ্টি ভেজা কবিতা” ।  ৩য় কাব্যগ্রন্থ কবিতার বই। প্রচ্ছদ করেছেন আহমদে শিপন। বইমলো স্টল নং ৪১১। কবি, সাহিত্য, সাংবাদকি একাধকি কাব্য গ্রন্থন্থের সম্পাদক ও প্রকাশক প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জরে তরুন কবি জাহাঙ্গীর ডালিমের ৪২টি কবিতা নিয়ে এবছর অমর একুশে গ্রন্থমেলায় “বৃষ্টি ভজো কবিতা” বইটি বের হয়ছে।

ধলেশ্বরী নদী থেকে ২০০ কেজি জাটকা জব্দ

ফতুল্লা প্রতিনিধি : ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশন।

গোপন সংবাদের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এমভি কোকো ১ ও আবে জমজম নামে দু’টি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকা গুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে জাটকা গুলো হস্তান্তর করা হলে জেলার ১১টি মাদ্রাসা ও এতিম খানায়  বিতরণ করা হয়।

কোষ্ট গার্ডের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

নাশকতার মামলায় আগাম জামিন পেলেন তৈমূর

উচ্চ আদালত থেকে নাশকতার মামলায় আগাম জামিন নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড: তৈমূর আলম খন্দকার। মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত মঙ্গলবার আদালত তার আগাম জামিন মঞ্জুর করেছেন।

নারায়নগঞ্জ শহর ও আশপাশে বিশৃংখলা সৃষ্টি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা, রেল পথ ও নৌ পথের ক্ষতি সাধন করার ষড়যন্ত্রের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়েরকৃত মামলায় তিনি ওই জামিন লাভ করেন।

মহামান্য হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মিসেস কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাই কের্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

অ্যাড. তৈমূর আলম খন্দকারের পক্ষে শুনানী করেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাড: জয়নুল আবেদীন। এ সময় তাকে সহায়তা করেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাড: আবেদ রাজা ও ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার।

জামিন পাওয়ার পর অ্যাড. তৈমূর আলম খন্দকার সাংবাদিকদের বলেন,বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা স্বৈরাচার আওয়ামী সরকারের একমাত্র হাতিয়ার। মিথ্যা মামলা করার জন্য বাংলাদেশের পুলিশের নাম গ্রিনিজ বুকে উঠবে। আইয়ুব-ইয়াহিয়া যে কায়দায় এ দেশের জনগণকে দমনের চেষ্টা করছে সে একই পদ্ধতিতে শেখ হাসিনা গণতন্ত্রের টুটি চেপে ধরছে। যা কোন দিনই সফল হবে না, ইনশাল্লাহ্।