১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 57

বক্তাবলীবাসীকে আলোর দিশারীর সভাপতি সোহরাব ভূইয়ার ঈদ শুভেচ্ছা 

নিউজ প্রতিদিন ডট নেট:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী ইউনিয়নসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো.সোহরাব ভূইয়া।

বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন আলোর দিশারীর সভাপতি ও আলোকিত বক্তাবলীর সিনিয়র সহ-সভাপতি এবং মেসার্স মদিনা স্যানিটারীর ব্যবস্থাপনা পরিচালক মো.সোহরাব ভূইয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন,ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। জাতি ধর্ম,বর্ণ সকল ভেদাভেদ ভূলে  মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল আযহা এটাই কামনা। সেই সাথে বক্তাবলীর ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

মো. সোহরাব ভূইয়া আরো বলেন,পবিত্র ঈদুল আযহার উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ বৈশ্বিক মহামারী দূর করে দিন। আমীন!!

নিরাপদ দূরত্ব বজায় রাখুন,ঘরে থাকুন, সুস্থ থাকুন।

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়-মনির মাস্টার

নিউজ প্রতিদিন ডট নেট:  মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।

এক শুভেচ্ছা বার্তায় মনির মাস্টার বলেন,পবিত্র ঈদুল আযহার উসিলায় সৃষ্টিকর্তা যেন দেশ থেকে এ বৈশ্বিক মহামারী দূর করে দেন। আমীন!!

নিরাপদ দূরত্ব বজায় রাখুন,ঘরে থাকুন, সুস্থ থাকুন।

ফতুল্লা ও বক্তাবলী বাসীকে রাসেল প্রধানের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডট নেট:  ফতুল্লা থানা মৎস্যজীবী দলের পক্ষ থেকে ফতুল্লা ও বক্তাবলী বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো.রাসেল প্রধান।

শুভেচ্ছা বার্তায় মো.রাসেল প্রধান বলেন, ‘ঈদ সাম্যের ‘ঈদ সম্প্রীতির ‘ঈদ সকলের’ পবিত্র
ঈদুল আযহায় সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে কাঁদেকাঁদ রেখে উদযাপন করি পবিত্র ঈদূল আযহা।

রাসেল প্রধাণ আরো বলেন,পবিত্র ঈদুল আযহার উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ বৈশ্বিক মহামারী দূর করে দিন। আমীন!!

নিরাপদ দূরত্ব বজায় রাখুন,ঘরে থাকুন, সুস্থ থাকুন।

বক্তাবলী বাসীকে নাজিরের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডট নেট বক্তাবলীর পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন বক্তাবলী ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদূল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মো.নাজির হোসেন বলেন, সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।

পবিত্র ঈদুল আযহার উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এ বৈশ্বিক মহামারী দূর করে দিন। আমীন!!

ঘরে থাকুন, সুস্থ থাকুন,নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

ফতুল্লা ও বক্তাবলী বাসীকে শওকত চেয়ারম্যানের ঈদুল আযহার শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডট নেট : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ  সম্পাদক আলহাজ্ব মো. শওকত আলী ফতুল্লা ও বক্তাবলীবাসীসহ এবং মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযহা। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি আরো বলেন, এবার পবিত্র ঈদুল আযহা এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।

শওকত আলী বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহায় আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনাভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নিই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ। এই প্রত্যাশায় বক্তাবলী ও সমস্ত দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক!!

# ঘরে থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

বক্তাবলী মধ্যনগর গ্রামের শীর্ষ মাদক সন্ত্রাসী হালিম গ্রেফতার

নিউজ প্রতিদিন : ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকার মধ্যনগর গ্রামের শীর্ষ মাদক সন্ত্রাসী ও ফতুল্লা থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হালিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

২৩ জুলাই (বৃহস্পতিবার) বাদ আছর বক্তাবলী মধ্যনগর এলাকা থেকে  ফতুল্লা মডেল থানার এ এস আই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী  হালিমকে গ্রেফতার করে।

জানা যায়,হালিম বক্তাবলী এলাকার মধ্যনগর গ্রামের মৃত সেকান্দরের ছেলে। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী ও ভুমিদস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার এ এস আই তাইজুল ইসলাম বলেন, বক্তাবলী এলাকার বিতর্কিত ব্যক্তি হালিমকে ওয়ারেন্ট মামলায় গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনকারী জিয়াউলকে নারায়ণগঞ্জ ছাড়ার হুমকি দিলো ওসি কামরুল

শায়েখ আহমাদুল্লাহ’র কাছে ক্ষমা না চাইলে জামাত/বিএনপি কর্মী বলে নাশকতার মামলা দেয়ার হুমকী! 

নিউজ প্রতিদিন : নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানার ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের বিতর্কিত খতিব ও ভূল ফতোয়া প্রদানকারী লা মাজহারী মতাদর্শের প্রবক্তা শায়েখ আহমাদুল্লাকে খতিব পদ থেকে অব্যাহতি প্রদান ও নামাজের পর সম্মিলিত মোনাজাত চালুর দাবীতে সংবাদ সম্মেলন করায় জিয়াউল হক ভূইয়াকে ১ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে নতুবা নারায়ণগঞ্জ ছাড়ার হুমকি দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক।

নইলে জামায়াত বিএনপির কর্মী বলে নাশকতার মামলায় জড়িয়ে দিবে বলে জানান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য প্রদানকারী জিয়াউল হক ভূইয়া। মামলা ও হয়রানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভূমি পল্লী জামে মসজিদের সাবেক সদস্য জিয়াউল হক ভূইয়া ও জাহাঙ্গীর হোসেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে জিয়াউল হক ভূইয়া সাংবাদিকদের জানান,মঙ্গলবার রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাঈদ আমাকে ও জাহাঙ্গীর হোসেনকে চা খাওয়ার কথা বলে সিদ্ধিরগঞ্জ থানায় ডেকে নেন। পরে ওসি কামরুল ফারুকের রুমে নিয়ে যান। ওসি ক্ষিপ্ত হয়ে বলেন,তুই ১ ঘন্টার মধ্যে শায়খ আহমাদুল্লাহর নিকট ক্ষমা চাইয়া মিলেমিশে থাকবি। তুই ১নং ওয়ার্ড যুবদল করছ। তোর ঘরে বিধবা বোন আছে। তোরে জামাত বিএনপি নাশকতা মামলায় চালান কইরা দিমু সহ অল্লীল ভাষায় গালিগালাজ করে। আমার সাথে যাওয়া জাহাঙ্গীর হোসেন কে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন,আমি কখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলামনা। আহমাদুল্লাহর অনুসারী আলমগীর হোসেন গংদের বিরুদ্ধে গত ২ মে ২০২০ ইং তারিখ জিডি নং ৮৩ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করি। এরপর হতে আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে আহমাদুল্লাহ।

কারন আমরা দুইজন ভূল ফতোয়া প্রধান কারী আহমাদুল্লাহ এর বিরুদ্ধে থানায় সহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছি। ওসি কামরুল ফারুকের মিথ্যা মামলার হুমকিতে পরিবার পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় শহরের সিনামন হোটেলে সংবাদ সম্মেলন করেন জিয়াউল হক ভূইয়া। পাঠকদের সুবিধার্থে সাংবাদিক সম্মেলনের তথ্য পূনরায় তুলে ধরা হলো।

ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের স্থায়ী কমিটির সদস্য জিয়াউল হক ভূইয়া লিখিত বক্তব্য পেশ করেন। সংবাদ সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আঃ রহিম। সভাপতিত্ব করেন মাওলানা দ্বীন ইসলাম আনছারী।

উপস্থিত ছিলেন মাওলানা মোহাববতুল্লাহ আঃ খালেক,মাহদী হাসান,ইমাম হোসেন,হাফেজ আব্দুল্লাহ,মাওলানা রফিকুল ইসলাম, আদনান পলক,মোঃ আলিফ,শফিকুল ইসলাম, কারী মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহিম বলেন,যে মোনাজাত এটা কোরআন হাদিস সমর্থিত যেমন ইব্রাহিম আঃ খোদ কাবাঘর নির্মানের পরেও দুইহাত তোলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। অবিলম্বে ভূল ফতোয়া প্রদানকারী শায়েখ আহমাদুল্লাহকে মসজিদ অব্যাহতি প্রদানের জোর দাবী জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.কামরুল ফারুকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

পঙ্গু হতে বসেছেন মাকুসদা: কাশীপুরে ফ্রেন্ডসশীপ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ!

নিউজ প্রতিদিন :ফতুল্লার কাশীপুরে ফ্রেন্ডসশীপ হাসপাতাল এন্ড ল্যাব নামের একটি বেসরকারী হাসপাতালের ভুল চিকিৎসায় মাকসুদা নামের এক রোগী পঙ্গু হতে বসেছেন। রোগীর স্বজনদের অভিযোগ, অদক্ষ সার্জন দিয়ে চিকিৎসার কারণে রোগীর বাম পা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। এতে ওই রোগী ক্রমেই পঙ্গুত্বের দিকে এগুচ্ছে।

ভুল চিকিৎসার শিকার হওয়ার রোগীর বাড়ি কাশীপুর হাটখোলা এলাকায়।
রোগীর স্বামী মফিজউদ্দিন জানান, পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে গত ২৯ জুন কাশীপুর ভোলাইল এলাকার ফ্রেন্ডসশীপ হাসপাতাল এন্ড ল্যাব নামের ওই হাসপাতালে মাকসুদাকে ভর্তি করানো হয়। বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২ জুলাই সন্ধ্যায় তার অপারেশন করানো হয়। অপারেশনের পর থেকে রোগী মাকসুদার বাম পা অবশ হতে শুরু করে। এ বিষয়ে প্রতিষ্ঠান মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, দু’য়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই অবস্থার মধ্য দিয়ে ৬ জুলাই রোগীকে ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ১৭ জুলাই পর্যন্ত রোগীর অবস্থার উন্নতি হয়নি। ধীরে ধীরে পা’টি আরও অবশ হচ্ছে।
মফিজউদ্দিন অভিযোগ করেন, হাসপাতাল যে ডাক্তার দিয়ে এনেস্থিয়া দেওয়ানো হয়েছে তিনি অদক্ষ। ওই ইনজেকশনের কারণে রোগী এখন দাঁড়াতেই পারছে না। আস্তে আস্তে কোমরও অবশ হয়ে যাচ্ছে।

এ বিষয়ে হাসপাতালে মালিক রিয়াজউদ্দিন মুঠোফোন বলেন, ডাক্তার বলছেন উনি (মাকসুদা) কয়েকদিনে মধ্যে সুস্থ হয়ে যাবেন। বাম পা’টি অবশ হওয়ার কারণে তাকে ফিজিওথেরাপী করানো হয়েছে।

তিনি আরও বলেন, আমি তিন-চারজন ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে ঠিক হয়ে যাবে। আসলে আমরা কিছু করি নাই। নার্ভের দূর্বলতার কারণে এসব হতে পারে।

আপনি কী পেশায় চিকিৎসক বা আপনার কী এমবিবিএস ডিগ্রী রয়েছে-প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি অবলীলায় স্বীকার করেন, ‘ না আমি ডাক্তার না।’

সিদ্ধিরগঞ্জ ভূমি পল্লী মসজিদের ‘বির্তকিত’ খতিব আহমাদুল্লাহ’র অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ প্রতিদিন : সিদ্ধিরগঞ্জে আহমাদুল্লাহ নামের এক বির্তকিত খতিবের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশ এর নেতারা। তাদের দাবি, সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের বিতর্কিত ওই খতিব ভুল ফতোয়া দিয়ে একরোখা নীতিতে সহিংসতার সৃষ্টি করতে চাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তাকে লা মাজহাবী মতাদর্শের প্রবক্তা শায়েখ আহমাদুল্লাকে খতিব পদ থেকে অব্যাহতি দিয়ে নামাজের পর সম্মিলিত মোনাজাত চালুর দাবী জানান।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নগরীর সিনামন হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভূমি পল্লী জামে মসজিদ কমপ্লেক্সের স্থায়ী কমিটির সদস্য জিয়াউল হক ভূইয়া লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আঃ রহিম। সভাপতিত্ব করেন মাওলানা দ্বীন ইসলাম আনছারী।

এসময় আরও উপস্থিত ছিলেন-মাওলানা মোহাববতুল্লাহ আঃ খালেক,মাহদী হাসান,ইমাম হোসেন,হাফেজ আব্দুল্লাহ,মাওলানা রফিকুল ইসলাম, আদনান পলক,মোঃ আলিফ,শফিকুল ইসলাম, কারী মহিউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, যে মোনাজাত এটা কোরআন হাদিস সমর্থিত যেমন ইব্রাহিম (আঃ) খোদ কাবাঘর নির্মানের পরেও দুইহাত তোলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ইতিমধ্যে বির্তকিত বক্তব্য একপেশে মনগড়া ভূল ফতুয়া দিয়ে লা মাজহাবীদের প্রধান মুখপাত্র আহমাদুল্লাহ পল্লী আবাসন এলাকার শান্ত ও সুন্দর পরিবেশকে বিনষ্ট করে তুলছে। তিনি সরলমনা মানুষের ঈমান আকিদা নষ্ট করার জন্য সুকৌশলে কাজ করে যাচ্ছে।

বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন ধলেশ্বরী তীর’র বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন :  বক্তাবলী পরগণায় তিন হাজার ফলজ ও বনজ গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন – ধলেশ্বরীর তীরে । এরই অংশ হিসেবে ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচির প্রথম পর্ব উদ্বোধন করা হয়।

সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান।

প্রধান অতিথি আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ধলেশ্বরীর তীরে সমাজিক সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানাই তারা এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আলীরটেক ইউনিয়ন ইতিমধ্যে গ্রীনজোন ঘোষণা করা হয়েছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে এই সংগঠনটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচী ঘোষণা করেছে। আমি এই সংগঠনের যেকোনো কাজে পাশে থাকব।

সংগঠন এর সভাপতি ডা. এ কে শফিউদ্দিন আহমেদ মিন্টু বলেন, আমরা সামাজিক দায় বোধ থেকে দুটি ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ আঙ্গিনায় গাছের চারা রোপণ করা।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ধলেশ্বরীর তীরে একটি সামাজিক সংগঠন। আমরা বক্তাবলী পরগণার মানুষের জন্য কাজ করে যাবো। মুজিববর্ষ উপলক্ষে সরকারি কার্যক্রমের পাশাপাশি আমরাও এই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। সেই লক্ষ্যে আজ কর্মসূচীর প্রথম পর্বে আলীরটেক ইউনিয়ন এর ডিক্রীরচর ঈদগাঁ মাঠে বৃক্ষরোপণ শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, দপ্তর সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক রাকিব উদ্দিন, ক্রীড়া সম্পাদক আহাম্মদ আলী, কার্যকরী সদস্য আলী হোসেন, মিজান, মোঃ আলামিন, রাসেল প্রধান, রাশেদুল ইসলাম সুমন। এছাড়া ও উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ ও ফায়সাল চৌধুরী, মোক্তার হোসেন, শাকিল প্রমূখ।