সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র নয়নের ইন্তেকাল

93

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের জৈষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়ন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে নয়নের বয়স ছিলো ৪৫ বছর।

রোববার (৫ জানুয়ারী) দিবাগত রাত দিকে হ্নদযন্ত্রে ক্রিয়া আক্রান্ত হয়ে মরহুমের নিজ বাড়ি কাশিপুর খিলমার্কেটস্থ পেশকার বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আর মৃত্যুকালে নয়নের বাবা, মা স্ত্রী, দুই কন্যাসহ অসখ্য গুনগাহি রেখে যান।

মরহমের জানাযার নামাজ রোববার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাযায় শরিক হওয়ার জন্য পরিবার পক্ষ বিশেষভাবে অনুরোধ করছেন।

এদিকে সাইফউল্লাহ বাদলের বড় ছেলে নয়নের মৃত্যুতে ফতুল্লা থানা আওয়ামীলীগ ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষ হতে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের আত্মার মাগফিরিত কামনা করেন