পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু আহম্মদ আল মামুন

206

পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু আহম্মদ আল মামুন। তিনি ঢাকা পুলিশ হেড কোয়ার্টার,ফেনী, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিসহ ৭০ জন অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। ০৫/০৪/২০ মঙ্গলবার সন্ধ্যায় পদোন্নতির খবর প্রকাশিত হয়। তিনি পুলিশের পোশাকে একজন সমাজকর্মী। ছাত্রজীবন থেকেই আবু আহাম্মদ আল মামুন মেধাবী ও সৎ। পুলিশ বিভাগে চাকরিতে আসার পরেই পুলিশের পেশাগত দায়িত্ব পালনে জনগণের সেবার বিষয়টি নিজের মেধা ও প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করেন। এ পুলিশ কর্মকর্তা মনে করেন, অপরাধমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মের নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর জোর দেওয়া দরকার। অপরাধমুক্ত সমাজ গঠনে আইনের প্রয়োগের মধ্যেই শুধু নিজেদের সীমাবদ্ধ না রেখে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থী ও জন সাধারণের সচেতনতা বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশপ্রেমে আকৃষ্ট হয়ে কোনরকম বিনিময় ছাড়া জনসেবামূলক ও জনসচেতনতায় কাজ করছেন। এ বিষয়টি সামাজিক আন্দোলন হিসেবে ছড়িয়ে দিতেও ফেসবুকেও ‘স্টুডেন্টস গার্ডিয়ানস অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামে একটি ফ্যান পেজ খোলেন আবু আহাম্মদ আল মামুন। স্কুলের পাঠ্যসূচির বাইরে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পেজটিও উপ-আনুষ্ঠানিক বলে মনে করেন অনেকেই। এ উদ্যোগের ধারাবাহিকতায় অপরাধ প্রতিরোধে ময়মনসিংহ ও এর আশেপাশের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করছেন। শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সমাজের সর্বস্তরের লোকজন সবাই থাকছেন সচেতনতামূলক এ মতবিনিময় সভায়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সব বয়সী শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন বিষয় সর্ম্পকে প্রচার করা হচ্ছে। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে অন্যায়ের বিপক্ষে, ন্যায় ও সুন্দরের পক্ষে।সমাজ সচেতনতায় কাজ করে যাওয়া এ পুলিশ অফিসারের গ্রামের বাড়ি গাইবান্ধায়। বুয়েট থেকে স্নাতকধারী এই পুলিশ কর্মকর্তা ব্যক্তিজীবনে এক কন্যা সন্তানের জনক। ২২ তম বিসিএস’র মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। বিভিন্ন উপজেলা ও শহরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কর্মশালার আগে চাকরিসূত্রে বাগেরহাট, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনীর, ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন, যৌন হয়রানি, মাদক, কিশোর অপরাধ, যৌতুক প্রথা, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন তিনি। ময়মনসিংহে যোগদানের পর এখানেও সমাজ সচেতনতামূলক সভা শুরু করেন। আবু আহাম্মদ আল মামুন পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণেও বেস্ট ইন একাডেমিক ও বেস্টম্যান কাপ অর্জন করেন। সামাজিক আন্দোলনের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০১৬ এ আইজি’স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ পাওয়ারও কৃতিত্ব রয়েছে তার।