যে কোনো ধর্ম মানলেই কি পরকালীন মুক্তি সম্ভব?

33

কোনো মুসলিম ব্যক্তি যদি ধর্ম সম্পর্কে এই আকিদা পোষণ বা বিশ্বাস করে যে, ‘যে কোনো একটি ধর্ম মানলেই হবে।’ অর্থাৎ আল্লাহ তায়ালা সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন। জাহান্নাম থেকে দূরে রাখবেন। তাহলে এই অবস্থায় সে কি মুসলমান থাকবে? অথবা তার এই অবস্থার ওপর শরিয়তের হুকুম কী?

এ বিষয়ে ইসলামের ব্যক্তব্য হলো- পরকালের মুক্তি এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম মানার দ্বারা সম্ভব নয়। বিষয়টি অসংখ্য স্পষ্ট আয়াত ও সহিহ হাদিসের বর্ণনা দ্বারা সুপ্রমাণিত। যেমন -আল্লাহ তায়ালা বলেন, ‘আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করবে তবে তা তার থেকে গৃহিত হবে না। আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’। [আল ইমরান : ৮৫]। সুতরাং যে কোনো ধর্ম মানলেই হবে, এমন আকিদা পোষণ করা কুফুরি। যদি কেউ এ ধরনের আকিদা পোষণ করে তাহলে তার কর্তব্য হচ্ছে খাঁটি অন্তরে তাওবা করে তা থেকে সরে আসা এবং ইসলামই একমাত্র আল্লাহ পাকের মনোনীত ধর্ম এবং ইসলাম মানার দ্বারাই শুধু আখেরাতে মুক্তি পাওয়া যাবে- এ কথা বিশ্বাসে ফিরে আসা। [আলে ইমরান : ৮৫, রুহুল মায়ানি : ৩/২৮৯]