বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

288

নিউজ প্রতিদিন ডটনেট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বক্তাবলী ইউনিয়ন শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি (রবিবার ) ২৮ জুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

২ বছরের মেয়াদী এই কমিটি ঘোষণা করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

নতুন ঘোষিত এই কমিটিতে নজরুল ইসলাম প্রধান সভাপতি এবং মো. নূর হোসেন সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান ফকির, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে রাসেল প্রধান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম আজাদ বেপারী, সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া।

কমিটিতে সহ-সভাপতি–নুর মোহাম্মদ নুরু, সহ-সভাপতি–আলী হোসেন মাদবর, সহ-সভাপতি–এড. আজিজ আল মামুন, সহ-সভাপতি–মজিবর মাদবর, সহ-সভাপতি–গিয়াস উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক–আল আমিন হৃদয়,যুগ্ম সাধারণ সম্পাদক–মো. দিদার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক–মো. আলমগীর হোসেন,সহ সাধারণ সম্পাদক-আফজাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক–সালাউদ্দিন মাল, সহ সাধারণ সম্পাদক–নবী হোসেন।

কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিষয়ভিত্তিক সম্পাদক ও সদস্য পদে দক্ষ, তরুণ ও অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে ধর্ম, আইন, যুব, ছাত্র, প্রশিক্ষণ ও শ্রমসহ নানা বিষয়ে আলাদা সম্পাদক রাখা হয়েছে যা রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও সু-সংগঠিত করবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

নেতৃত্বের মূল কাঠামোতে আইন, স্বাস্থ্য, ত্রাণ, প্রশিক্ষণ, ধর্ম, কৃষি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ আরও ২০টি উপ-পদে নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটির উল্লেখযোগ্য সদস্য হিসেবে আছে
মিলন মেহেদী, সুমন আকবর, লোকমান হোসেন, হাসান আলী, আলাউদ্দিন বারী, ইব্রাহিম আজাদ ইবলাম, আবু খায়ের, আলামিন ইকবাল, আমির হোসেন বেপারী, সলিমুল্লাহ হৃদয়, জাকির সর্দার, মহসিন বেপারী,হাজি দেলোয়ার কয়াল, কামাল হোসেন মাল, মতিউর রহমান, সলিম প্রধান, ইফতেখার আহমেদ রাজু, চুন্নু ফকির,আনোয়ার হোসেন (৮), মিজানুর রহমান, ওসমান গণি, হাজি ইদ্রিস আলী, আ. আলী সরকার, আব্দুল করিম-(০১), আ. করিম (৩), মো. সৈয়দ হোসেন সাঈদ, মো. আলী হোসেন (৬), আবেদ আলী, শাহ আলী, উজ্জল হোসেন।

কমিটিতে আরো রয়েছে সহ সাংগঠনিক সম্পাদক রয়েছে মীর আলমগীর হোসেন, ইউসুফ, আসাদুল্লাহ শেখ আওলাদ ফকির।দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান রনি, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. দিদারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, সহ প্রচার সম্পাদক মো. দিদার হোসেন প্রধান, যুব বিষয়ক সম্পাদক মো. মোচন প্রধান, ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর জুবায়ের, ক্রীড়া সম্পাদক রাহাত প্রদান, মো. মোখলেস-শ্রম বিষয়ক সম্পাদক, পিয়ার হোসেন পিন্টু -স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,দেওয়ান আহমেদ উল্লাহ- প্রবাসী কল্যাণ সম্পাদক, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন(৭), ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সালেক, সমবায় সম্পাদক সিরাজ মিয়া।

কমিটিতে আরো আছে, আব্দুল লতিফ মুন্সী-স্থানীয় সরকার সম্পাদক, জাকির হোসেন মুন্সী-কৃষি বিষয়ক সম্পাদক, জামান বেপারী-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, শাহ দ্বীন ইসলাম-স্বাস্থ্য সম্পাদক,অহিদ মিয়া-কোষাধ্যক্ষ।