ফতুল্লা পোষ্ট অফিস সড়কটি দেখার কী কেউ নেই?

353

নিজস্ব প্রতিবেদক : ফতুল্লায় শত কোটির টাকার উন্নয়ন কার্যক্রম চালু থাকলেও পোষ্ট অফিস সড়কের সংস্কার প্রকল্পটি আলোর মুখ দেখছে না। ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ যেন আর শেষ হচ্ছে না। কয়েকবার উক্ত সড়কের ব্যাপারে স্থানীয় এমপি শামীম ওসমান অঙ্গীকার করলেও রহস্যজনক কারনে বছর পেরোলেও সড়কটির মেরামতের উদ্যোগ নিচ্ছে না কোন সংস্থা। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়,ফতুল্লা পোষ্ট অফিস রোডটি দীর্ঘদিন যাবত চলাচল অযোগ্য হয়ে পড়ে আছে। বর্ষা এলে এই দুর্ভোগ আরো ভয়াবহ আকার ধারন করায় এ সড়কে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে স্থানীয়দেও দূভোর্গ আরো বৃদ্ধি পাবে। এ ব্যাপারে সাংসদ শামীম ওসমানের হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় ভূক্তভোগী মহল।

এলাকাবাসীর অভিযোগ, এ ব্যাপারে স্থানীয় এমপি শামীম ওসমানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ধর্না দেয়া হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। অথচ আশপাশ এলাকায় শত কোটি টাকার উন্নয়ন কাজ চললেও উক্ত সড়কের সংস্কার কাজের প্রকল্পটি বাস্তবায়নে কোন সংস্থাই আগ্রহ দেখাচ্ছে না। উক্ত সড়কের মেরামতের ব্যাপারে ইতিমধ্যে জেলা পরিষদের প্রকৌশলী ও এলজিইডি দপ্তরে যোগাযোগ করা হলেও কারো কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। তবে এই সড়কের বর্তমান চিত্র অনেক ভয়াবহ। প্রায় প্রতিদিন এই সড়কে দূঘর্টনা ঘটছে। পায়ে হেটে এই সড়ক দিয়ে চলাচল যে কষ্টসাধ্য হয়ে পরেছে। এই সড়কের দুই পাশে ছোট বড় কয়েকশ শিল্প প্রতিষ্ঠান ও কয়েক হাজার বসত বাড়ি রয়েছে। যে কারনে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ন। কিন্তু রহস্যজনক কারনে এই সড়কের সংস্কার না হওয়ায় স্থানীয়দের দূভোর্গ চরম পর্যায়ে চলে গেছে। এই দূভোর্গ নিরসনে সাংসদ শামীম ওসমানের দৃষ্টি আকর্ষন করেছে স্থানীয়রা।