তক্ষক পাঁচারকারীর ৬ মাসের জেল

90
OLYMPUS DIGITAL CAMERA

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লায় এক তক্ষক পাঁচারকারীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহমান (৪৫) বরিশালের হিজলা থানার গঙ্গাপুর এলাকার মৃত মোজাফফর মৃধার পুত্র। সে রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম মনিরামপুর মোল্লাপাড়া এলাকার মাহবুব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সোমবার বিকেল ৩ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা মুন্সিখোলা চেকপোষ্টে তল্লাশী চালিয়ে খাচায় থাকা একটি তক্ষকসহ আব্দুর রহমানকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার এএসআই স¤্রাট জানান, আব্দুর রহমান মুন্সিগঞ্জ থেকে তক্ষক নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেলে পাগলা মুন্সিখোলা চেকপোষ্টে তল্লাশী চালিয়ে কাপড়ে মোড়ানো একটি খাচায় থাকা একটি তক্ষকসহ রহমানকে আটক করা হয়।
ইউএনও আফরোজা আক্তার চৌধুরী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৪ (খ) ধারা অনুযায়ী আব্দুর রহমানকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।