ফতুল্লায় ইউপি সদস্যসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

44

ফতুল্লায় ইউপি সদস্যসহ আন্তঃজেলা সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা (ঢাকা মেট্রো-থ-১৩-০০৭৪) উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত গভীর রাতে ফতুল্লার তুষারধারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, পটুয়াখালির বাউফল বিশাল এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে ইউপি সদস্য শানু (৪৫), নড়াইল নরাগাতি থানার কালিনগর এলাকার কাজি হারুন অর রশিদের ছেলে কাজি তরিকুল ইসলাম (৩৬) ও মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ চরমশোয়ারার মঞ্জিল মিয়ার ছেলে মামুন (৩০)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল জানান, ঢাকা ও নারায়ণগঞ্জের সিএনজিচালিত অটোরিকশা চালকদের কৌশলে বোকা বানিয়ে অটোরিকশা ছিনতাই করে চক্রটি। পরে মুক্তিপণ দাবি করে চাহিদা অনুযায়ী টাকা আদায় করে অটোরিকশা ফেরত দেওয়া হতো। বিশেষ করে বাউফল ইউপি সদস্য শানু ছিনতাইচক্রের মূলহোতা। তার নেতৃত্বে একটি বড় চক্র রয়েছে।