নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রো্ববার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের দ্বিতীয় তলায় রিটার্নিং অফিসারে অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.সেলিনা হায়াৎ আইভী, বিএনপি দলীয় প্রার্থী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান ইসমাইল, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, জাসদ (ইনু) এর মোসলেম উদ্দিন আহম্মেদ এবং ইসলামী ঐক্যজোটের আজহারুল হক।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা তিনদিনের মধ্যে ঢাকা বিভাগীয় আপীল বিভাগে আপীল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্ণিং অফিসার নুরুজ্জামান তালুকদার।
মনোনয়নপত্র যাচাই বাছাইকালে আওয়ামীলীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে উপস্থিত মনোনয়নে প্রস্তাবকারী প্রতিনিধি আব্দুর রাসেদ রাশু জানান, বর্তমান পরিস্থিতে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে এবং সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।
এদিকে বাছাইকালে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিবাচন সুষ্ঠু অবাধ করতে আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বলেন, বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের ২২ ডিসেম্বর নির্বাচন পর্যন্ত কর্ম থেকে বিরত রাখারও আবেদন জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ উল্লেখ্য করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মনোনয়নপত্র বাছাই শেষে রিটানিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আচরণবিধি লঙ্গণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যখন যা প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যপারে আইনশৃংখলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দুই দিনে যাচাই বাছাই শেষ হওয়ার পর কাউন্সিলর পদে ১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ জন এবং মেয়র পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ার পর এখন ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ টি আসনে ৩৭ জন এবং মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারনা শুরু করতে পারবেন।