রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সভা

38

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া মারুফ শারমিন স্মৃতি পাঠাগারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রূপগঞ্জ থানার কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ  মোজাম্মেল হক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ’গ’ অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এমদাদুল হক , হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা মোঃ শহিদুল্লাহ ভুইয়া, কমিশনার বিএম আতিকুর রহমান, আনোয়ার হোসেন, রাসেল সিকদার , সরোয়ার হোসেন রাছেল, মাহাবুবুর রহমান মেহের, ইঞ্জিনিয়ার মনির , অলিউল্লাহ মিজি, তাইজদ্দিন, মান্নান ভুইয়া, মোফাজ্জল হোসেন ভুইয়া, শিল্পি আহম্মেদ, রুজিনা, লিলি আক্তার, শাহানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাদক ও জঙ্গি নির্মূল করতে প্রশাসনের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও  যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া মাদক ও জঙ্গি নির্মূল করা শুধু কমিউনিটি পুলিশের বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়।