বক্তাবলী ফরায়েজী জামায়াতের সিনিয়র সহ সভাপতি ওয়ারিশ সরদারের ইন্তেকাল

101

বক্তাবলী ফরায়েজী জামায়াতের সিনিয়র সহ সভাপতি,সমাজসেবক ও রাজনীতিবিদ রাজাপুর গ্রাম নিবাসী আলহাজ ওয়ারিশ সরদার রবিবার ৪ জুন রোজ সকাল ১১টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৮৮) বছর। মৃত্যুকালে ৪ ছেলে,৩ মেয়ে নাতি নাতনী,বন্ধু বান্ধব,আতœীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

বাদ আছর রাজাপুর বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গনে জান্যাা নামাজ শেষে রাজাপুর কবরস্থানে দাফন করা হয়।

ওয়ারিশ সরদারের জানাযা নামাজে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী,বালুচর ইউপি চেয়ারম্যান ও বাইশময়ালী প্রধান আবু বক্কর সিদ্দিক,স.ম নুরুল ইসলাম,অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মিলন মেহেদী, সুলতান মাহমুদ মোল্লা,মঈনুল ইসলাম রতন,লোকমান হোসেন,সদর থানা বিএনপি সভাপতি আব্দুর রহমান, হাসান আলী,আলাউদ্দিন বারী,দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন,আশিক মাহমুদ সুমন,বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি সুমন আকবর,সাধারন সম্পাদক এড,আল আমিন সিদ্দিকী আগুন,সাংগঠনিক সম্পাদক মন্জুর আলী মন্জু, কামাল হোসেন বেপারী,নুর আলম বেপারী,হাজী দেলোয়ার হোসেন,নুরু মিয়া,কাশেম খান,সৈকত হোসেন,মোঃ আমির হোসেন,সৈয়দ হোসেন , মাওলানা মোখতার হোসাইন, জামাল হোসেন,নুর হোসেন,আবুল হোসেন,সফর আলী,মোঃ ওহাব মাদবর,মোকতার হোসেন,এমএ সাইদ,কালাচান বেপারী,আব্দুস ছালাম,আফাজউদ্দিন চেয়ারম্যান,আলিমউদ্দিন,মতিউর রহমান ফকির,নুরু মিয়া,নুর হোসেন,কামাল হোসেন,আব্দুল কাদির ফকির,এম এ মতিন,ছাত্রদল নেতা শাহ জাহান আলী,জুয়েল আরমান , শরিফ হোসেন মানিক সহ আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পাটির নেতা কর্মী ও সর্বস্তরের জনগন।

জানাযা নামাজ পৃর্বে মরহুমের পুত্র লোকমান হোসেন তার পিতার সামাজিক কর্মকান্ড করা কালীন ভুল ভ্রান্তি হলে ক্ষমা ও দোয়া চান।