আলোচনা আর কবিতা পাঠের মধ্য দিয়ে “কবিয়াল” এর অভিষেক

220

নিজস্ব প্রতিবেদকঃ “কবিয়াল” সাহিত্য,-সংস্কৃতি ও সামাজিক পর্ষদ এর অভিষেক হয়েছে।শুক্রবার কবি বাপ্পি সাহার সভাপতিত্বে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ টার্মিনাল ভি আই পি কনফারেন্স হলে সৃষ্টি, সুন্দর ও কল্যাণে ‘কবিয়াল সাহিত্য – সংস্কৃতি ও সামাজিক পর্ষদ’র এর অভিষেক, নবগঠিত কমিটি ঘোষণা ও সাহিত্য আড্ডার মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সুরকার এস এ শামীম, কবি ইয়াদী মাহমুদ্, কবি ও সংগঠক দীপক ভৌমিক,কবি বাতেন বাহার,কবি সোহাগ সিদ্দিকি,কবি ও সম্পাদক নাহীদা অাশরাফী,কবি ও সংগঠক তৌহিদুল ইসলাম কনক, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব এর সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটু, ছড়াকার ও গল্পকার জাহাঙ্গীর ডালিম,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু,দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন,কবি তাহমিনা শিল্পী,কবি মাহবুবা ফারুক,কবি শ্যমলী খান,কবি আশেকে খোদা, ফারুক আহম্মেদ, সমতটের কাগজ এর সম্পাদক দামাল জামাল।

প্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান পর্ব শুরু করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন কবি মাসুদ রানা লাল একে একে ফুল দিয়ে সম্মানিত অতিথিকে ফুল ও উওরিও দিয়ে বরন করা হয়, যারা কবিতা পাঠ করছেন তারা হলেন, লুৎফর রহমান মিয়া ভাই,মানব কল্যান পরিষদের সভাপতি এম এ মান্নান ভূইয়া, মিথুন খান, শফিকুল ইসলাম আরজু, শহিদুল্লাহ শিশির, মো:আলাল, জান্নাতুল ফেরদৌস, সোলেয়মান ইমরান, নিরব রায়হান,ইকবাল হোসের রোমেছ,হোসেন ফরহাদ,পরশ সাইফুল্লাহ,কবিয়াল নিয়ে গান পরিবেশন করেন হাবিবুর রহমান হাবিব। যারা যারা উপস্থিত ছিলেন কবি ও গল্পকার মোহম্মদ আল-মনির, দৈনিক সংবাদ চর্চার সস্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সাহিদ দেলোয়ার,বদরুল আলম,মোঃ মিজানুর রহমান,মাসুদ রানা,রমজান মাহমুদ,হুসাইন আদনান,মনজুর আহম্মেদ,মনিরা আক্তার,সুকুমার চন্দ্র মন্ডল,হামিদ কাফি,রুহুল আমিন,অপু ভূইয়া,খাইরুল ইসলাম,আল মামুন,মোঃবরকত উল্লাহ,সাংবাদিক জাহাগীর হোসেন,সালাউদ্দিন আমির,মোঃ আনোয়ারুল হক,সাংবাদিক আল আমীন তালুকদার,শারার যুয়ারের অর্পন,আলতাফ হোসেন রায়হান,মোঃ রাসেল মৃধা,এমডি সোহেল,আলিফ মাহমুদ,সোবহান মাসুদ,নিরব রায়হান,মোঃ সাইফুল ইসলাম, নাজমুন নাহার নাসরিন,সুমন সরকার,সোলায়মান ইমরান সহ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি সাদ্দাম মোহাম্মদ।

এক নজরে “কবিয়াল”সাহিত্য-সংস্কৃতিও সামাজিক পর্ষদ এর কমিটি-

সভাপতি : বাপ্পি সাহা সিনিয়র সহ সভাপতি : সাইফুল্লাহ মাহমুদ টিটু সহ সভাপতি : শফিকুল ইসলাম আরজু ” : আব্দুর রহিম ” : শহীদুল্লাহ শিশির ” : আবুল কালাম আজাদ ” : গিয়াস উদ্দিন খন্দকার ” : মাহমুদুল হাসান ” : সালাম মিয়া ( প্রবাসী) সাধারণ সম্পাদক : মাসুদ রানা লাল যুগ্ম সাধারণ সম্পাদক : সাদ্দাম মোহাম্মদ সহ সাধারণ সম্পাদক : মুন্নি রুনা সাংগঠনিক সম্পাদক : মঞ্জুরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক: রুহুল আমিন অর্থ সম্পাদক : মিজানুর রহমান দপ্তর সম্পাদক : এম আর সেলিম প্রচার ও প্রকাশনা সম্পাদক :সোলায়মান ইমরান সহ প্রচার ও প্রকাশনা : জান্নাতুল ফেরদৌস তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক : মাসুদ রানা সাংস্কৃতিক সম্পাদক : ইকবাল হোসেন রোমেছ সমাজ কল্যাণ সম্পাদক : এনামূল হক প্রিন্স সাহিত্য সম্পাদক : অপু ভূইয়া নারী ও শিশু বিষয়ক সম্পাদক : সানজিদা আফরিন গবেষণা সম্পাদক : স্বপন রেজা শিক্ষা বিষয়ক সম্পাদক : মৃত্যুঞ্জয় দও সদস্য : ফরিদ আহম্মেদ বাঁধন ফরিদা ইয়াসমিন সুমনা শেখ হাবিবুর রহমান সুমন সরকার তাসলিমা আক্তার পারভিন জাকির আহম্মেদ রিয়া খান আক্তারুজ্জামান লুবনা আক্তার রবিউল ইসলাম রাসেল মৃধা উপদেষ্টা মন্ডলীতে আছেন ইয়াদী মাহমুদ্ দীপক ভৌমিক বাতেন বাহার এস এ শামীম সুভাষ সাহা রনজিৎ মোদক জাহাঙ্গীর ডালিম মহম্মদ আলমনির ভিপি আলমগীর মানিক চক্রবর্তী মোঃ আলাল। অনুষ্ঠানে কবি মোঃ আলালের লেখা ‘বায়ান্ন থেকে একাত্তর’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।