তানিয়া বিনতে অাকরামের কবিতা

235

মা

…..তানিয়া বিনতে অাকরাম

পাখিদের ডানা নিয়ে শীত এল গ্রামে,

ভোরের গন্ধ জুড়ে ফুলেদের নামে সূর্য কিরণ দিলে,

আলো এসে ঝরে, অযথাই, অকারণে মাকে মনে পড়ে।

মার হাতে বুনে রাখা লাল সোয়েটার,

এখনও তেমনি আছে আদর-বাহার,

দেরাজের এককোণে যত্নেই রাখা,

হাতে নিলে আজও দেখি মার মুখ আঁকা।

ক্লান্তিতে ভেঙ্গে এলে যুদ্ধের দিন,

মনে হয় মার হাত কপালে বিলীন,

‘ভয় নেই, আমি আছি, আমি তোর মা’

কানে কানে কার গলা? কেউ জানে না।