তার পথ চেয়ে
হাবীবাহ্ নাসরীন
আবেগের বানে ভেসে ভেসে আসা
প্রেম পূজারীর ফুল
তার পথ চেয়ে মনের দেয়ালে
কখন জমেছে ঝুল।
কখন নেমেছে অচেনা আঁধার
কখন নিভেছে আলো
তারাবোনা ওই আকাশি চাদর
তবু যেন জমকালো।
তবু যেন কিছু কিছু পিছুটান
অবিরাম ডাকে আয়
ফেলে আসা সেই প্রিয় খেলাঘর
আকাশের আঙিনায়।
রাতজাগা তারা কেড়ে নিল কারা
বেহিসেবী যত ভুল
পাপে পরিতাপে কখন পুড়েছে
হৃদয়ের উপকূল।
কার পথ চেয়ে সারাটি জীবন
স্রোতহীন জলে ভাসা
সেই বুঝি প্রেম, মায়াবিনী প্রেম
ঘাতকীনি ভালোবাসা।