মিনারা সুলতানার কবিতা

98

 

মানুষ হই
মিনারা সুলতানা

যান্ত্রিক শহরের যান্ত্রিকতায়
হারিয়ে ফেলেছি মানবিক অস্তিত্ব
তবে আয় আবার মানুষ হই।
প্রতিনিয়ত বুকের উপর বেড়েই চলেছে লাশের মিছিল।
সভ্য শহরে অসভ্যদের বাস।
শিরায় উপশিরায় প্রবাহমান বর্জ্য রক্ত
তবুও যেন অত্রিপ্ত আত্মা
কুড়ে কুড়ে খায় মানবদেহগুলোকে।
স্বপ্নগুলোর উপর চলে বুলডোজার
মুখ ভরে আসে রক্তবমিতে।
কলিজাটাকে ছিড়েও জেন শান্তি নেই
নির্মম চোখগুলো হাসে উপহাসের হাসি।