মিনারা সুলতানার কবিতা

75

ভেঙ্গে যাক বৈষম্যের দেয়াল
……..মিনারা সুলতানা

আবার বৃষ্টি নামুক এক অসময়ের বৃষ্টি,
ঘুরে ঘুরে উড়ে উড়ে চলা
ঘন কাল মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরুক।
ধুয়ে মুছে যাক অসময়ের সকল কালো ছাপ।

শেষ রাতের তারাগুলো গোনা শেষে
আরও একটি ভোর আসুক,
নেমে আসুক কমলারাঙা সূর্যটা,
নরম আলোয় হারিয়ে যাক সকল আধার।

কোনো এক বৈশাখের বিকেলে
আবারো একাটি ঝড় আসুক,
ভেঙ্গে যাক শ্যাওলা জমানো বৈষম্যের দেয়াল।

অসময়ে বেড়ে ওঠা পরগাছারা
ঝরে পরুক জীবন হোক অরন্যময়।
দিনশেষে আকাশচারী পাখিটাও ঘরে ফেরে,
মাটির অতল গভিরে অন্ধকারে লুকিয়ে থাকা
সরীসৃপটাও বেরিয়ে আসে আলোর খোঁজে,
শেষ পথটাও নাগাল পায় নতুন পথের।