মীনা উজ্জ্বলের কবিতা

37

“””ধ্রুবতারার চুম্বন”””
….মীনা উজ্জ্বল….

যে কথাগুলো– কথা হয়ে ওঠেনি সূর্যের দহনে
যে স্বপ্নগুলো– দেখা হয়নি ঘোমটা দেয়া ঘুমের আড়ালে
যে ব্যথাগুলো– জমে জমে ভরেনি আকাশের দেয়াল,
ভেবো না-
ভেবো না সে কথাগুলো, স্বপ্ন-ব্যথাগুলো
মিলিয়ে গেছে — শেষ নিশীথের ছায়ায়,
ধুতুরা’র বিষে
অতৃপ্ত প্রেতের ব্যকুল আর্তনাদে।

বাঁকা পথের মোড়ে মোড়ে উষ্ণতার কামনা
শুষ্ক উদ্ভ্রান্ত চোখে-মুখে উড়ে যাওয়া ধোঁয়া,
শিশিরের ভেজা মাঠে হেঁটে চলা অনুরাগ
উত্তুরে হাওয়ারা কী প্রবল বেগে ছুটছে!
দক্ষিন হতে ঐ শেষ দক্ষিনান্তে,
মেরুর শেষে।

সন্ন্যাসীর শঙ্খ ফুঁকে আকুল আহ্বান
দীঘির রূপালী চিতলে উতলা পথিক
নিভে থাকা শিখা’র ব্যকুলতা,
তোমরা আজ সব ভুলে গেছো,
তোমাদের নিবিষ্ট আত্মারা
আটকে গেছে কেন্দ্রে এঁটে বসা কম্পাসের
জ্যামিতিক জটিলতার।

আসলে কী–
সব কথা, কথা হয় না
সব ব্যথায় জল ঝরে না
সব স্বপ্নেরা রাজ্য গড়ে না,
কোনো এক ধ্রুবতারার নিমগ্ন চুম্বনে
কয়েদী প্রেমিকের প্রেমে
রয়ে যায়, বয়ে যায়
আর শুধুই সয়ে যায়
সয়ে যায় নিহারীকার রূপে।