Photo Sense’ এর কেন্দ্রীয় ফোরাম গঠন

70

“মোবাইল দিয়েই শুরু হোক ফটোগ্রাফি’র হাতেখড়ি’ – স্লোগান নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় ফেইসবুক গ্রুপ `Photo Sense’ এর কেন্দ্রীয় ফোরাম গঠন করা হয়েছে। সৌরভ ভূইয়াঁ কে কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী ও শারমিন আক্তার মুক্তা, মিনহাজ শিমুল, সাকিয়া সুলতানা জুহি, মেহবুবা মম কে কেন্দ্রীয় সাংগঠনিক সদস্য করে ফোরাম গঠন করা হয় ।

`Photo Sense’ এর প্রধান সমন্বয়কারী সৌরভ ভূইয়াঁ বলেন, আমাদের তরুণ প্রজন্মের প্রায় সকলের হাতেই এখন অনেক ভালো মানের ক্যামেরা সংযুক্ত মোবাইল থাকে কিন্তু তার যথাযথ ব্যবহার করা হচ্ছে না। আবার অনেকেই মোবাইল দিয়েই অনেক চমৎকার ছবি তুলতে পারলেও উদ্দীপনার অভাব রয়েছে। তরুণ প্রজন্মকে ফটোগ্রাফি’র প্রতি আরো বেশি আগ্রহী করে তুলতেই এই গ্রুপটি করা হয়েছে।”

অল্প কয়েকদিনেই গ্রুপটির প্রায় ৭০০০ হাজার সদস্য হয়েছে এবং প্রতিদিনই দারুণ দারুণ সব ছবি পোস্ট করা হচ্ছে।

মেহবুবা মম জানান, মোবাইল দিয়ে ফটোগ্রাফিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা অতি শীঘ্রই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফোরাম গঠন করার পরিকল্পনা নিয়েছি এবং মোবাইল ফটোগ্রাফির উপরে ওয়ার্কশপ ও আলোকচিত্র প্রদর্শর্ণী আয়োজন করবো।

আপনারা যারা আগ্রহী, তাদের কে আমাদের সাথে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

ফেইসবুক লিংক : https://www.facebook.com/groups/phothosense/