‘এটা পুরুষদের খেলা, অভিনয় করার জায়গা নয়’

58

মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষে আবারও আলোচনায় নেইমারের পড়ে যাওয়া।রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই নেইমারের ঘন ঘন পড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।২ জুলাই, সোমবার মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে আবারও আলোচনায় ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।নিজে এক গোল করার পাশাপাশি আরেক গোলে সহায়তা করে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেছেন নেইমার। ম্যাচ শেষে যেখানে তাকে প্রশংসার বন্যায় ভাসানোর কথা সেখানে নেইমারকে নিয়ে চলছে নিন্দার ঝড়। আর এই নিন্দা হচ্ছে, নেইমারের ‘অভিনয়’ তথা ফাউলের শিকার হলে অযথাই বারবার পড়ে যাওয়ার কারণে।নেইমারের বারবার পড়ে যাওয়ার এমন ঘটনায় রীতিমত বিরক্ত মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসারিও। তার মতে, নেইমারের অভিনয়ের জন্যই বারবার খেলা থেকে ছিটকে গেছে মেক্সিকো।ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ওসারিও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একজন খেলোয়াড়ের পেছনে এত সময় নষ্ট করাটা ফুটবলের জন্যই অপমানজনক। রেফারির বারবার থেমে যাওয়ার কারণে দ্বিতীয়ার্ধে আমরা আমাদের নিজস্বতা হারিয়েছি। শুধু তাই নয়, আমাদের খেলোয়াড়রা গতি হারিয়েছে।’মেক্সিকো কোচ ওসারিও মনে করেন, ফুটবল পুরুষের খেলা। সেখানে তার এমন অভিনয় মানায় না। এ নিয়ে তার ভাষ্য, ‘নেইমারের একটা ফাউলের পেছনেই চার মিনিট সময় নষ্ট করা হলো। এটা ভালো কোনো উদাহরণ হয়। যেসব মানুষ, শিশুরা খেলাটি দেখেছে বিষয়টি তাদের জন্যও ‍লজ্জার। এটা পুরুষের খেলা, অভিনয় করার জায়গা নয়।’