জয়ের হস্তক্ষেপে কমছে সর্বনিম্ন কলরেট

87

যেকোনো অপারেটরে অফনেট বা অননেট তুলে দিয়ে কলরেট প্রতি মিনিট সর্বনিম্ন ৪৫ পয়সা করা হচ্ছে। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গত সপ্তাহে এক বৈঠকে অভিন্ন কলরেট মিনিট প্রতি সর্বনিম্ন ৫০ পয়সা নির্ধারণের সিদ্ধান্ত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পরে আবার বৈঠকের কার্যবিবরণীতে এই রেট ৪৫ পয়সা উল্লেখ করা হয়।তাছাড়া সর্বোচ্চ রেট প্রতি মিনিটের জন্যে এক টাকা ৫০ পয়সা নির্ধারণের আলোচনা হলেও সেটি আগের মতোই দুই টাকা রয়ে গেছে।ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চলতি সপ্তাহেই অপারেটরদেরকে চিঠি দিয়ে নতুন হার কার্যকরের নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসির সংশ্লিষ্ট দপ্তর।বর্তমানে একই অপারেটরে কথা বলা বা অননেটের সর্বনিম্ন দর ধরা হয়েছে ২৫ পয়সা এবং অফনেট বা অন্য অপারেটরে কথা বলার জন্যে সর্বনিম্ন ৬০ পয়সা নির্ধারণ করা রয়েছে। ধারণা করা হচ্ছে, অভিন্ন কলরেট নির্ধারণের ফলে গ্রাহক স্বস্তি পাবে।