প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

46

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে কওমি আলেমরা। ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস করায় কওমি অঙ্গনের আলেম-ওলামা এ গণসংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে বলে একটি বিশ্বস্তসূত্রে আওয়ার ইসলাম জেনেছে।

সূত্র মতে, ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করে জাতীয় সংসদে বিল পাস করায় ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ -এর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা যায়, ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপারে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ -এর নেতৃবৃন্দ নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কবে বা কোথায়  এ সংবর্ধণা অনুষ্ঠান আয়োজন করা হবে সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সবকিছুই নির্ভর করছে  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর বৈঠকের ওপর।

আগামী মাসের শুরুতে  ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’এর বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। গুরুত্বপূর্ণ এ বৈঠকটিতে  ‘আল হাইআতুল উলয়ার নীতিনির্ধারণী  নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।