যথাযথ মযার্দায় আলোকিত বক্তাবলীর উদ্যোগে বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস পালন।

74

যথাযথ মযার্দায় আলোকিত বক্তাবলীর উদ্যোগে বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যোদ্ধে ২৯ নভেম্বর বক্তাবলী পরগনায় পাক হানাদার বাহিনী কতৃক নিহত ১৩৯ জন শহীদের স্মরণে বৃহস্পতিবার(২৯ নভেম্বর) সকাল ৯টায় আলোকিত বক্তাবলীর পক্ষ থেকে শোক র‍্যালী ও কানাইনগরস্থ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,আলোকিত বক্তাবলীর উপদেষ্টা ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শওকত আলী,আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন,সাধারণ সম্পাদক মো.আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মো.বাদল হোসেন ববি,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া,আলোকিত বক্তাবলীর সাবেক আহবায়ক মো.মাশফীকুর রহমান শিশির,‌সা‌বেক সহ‌যোগী নির্বাচন ক‌মিশনার মো.‌সোহরাব ভূইয়া,এবি ফ্রেন্ডসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন।


আরো উপস্থিত ছিলেন,মো.মনির হোসেন,মহ‌সিন খান,মো.জনি,মো.আক্তার,আরিফ, ইব্রা‌হিম,মো.সুজন,সাগর,আবু ছা‌লেহ,কামরুল, জুবা‌য়ের,লিখন,রিয়াদ,নয়ন,রতন,ক‌য়েকশত সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্য‌ক্তিবর্গ।