নির্বাচন করবেন না শামীম ওসমান

39

শেখ মোঃ সেলিমঃ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিবেন না বলে আগাম ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উক্ত সভায় তিনি বলেছেন, আমি আগামীবার নির্বাচন করবো না। আমি এটা ডিক্লেয়ার দিয়ে দিলাম। আমার আগামীতে নির্বাচন করার কোন টার্গেটও নেই। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সংসদ সদস্যরা আমাদের কাজ করবো। আমাদের দেশ বাংলাদেশ হলে নারায়ণগঞ্জ আমাদের মাতৃভূমি। এই নারায়ণগঞ্জেই আমাদের জন্ম। আমাদের নারায়ণগঞ্জে সেনাবাহিনীর প্রায় ২৭ একর জায়গা আছে। আমি চেষ্টা করছি যে, এই ২৭ একর জায়গায় ওয়ার্ল্ড ক্লাস স্কুল এন্ড কলেজ এবং একটি ইউনিভার্সিটি তৈরি হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক প্রার্থী মোহসিন মিয়া প্রমুখ।