১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 183

নারায়নগঞ্জ চাষাড়ার বিজয়স্তম্ভে বক্তাবলী ইউনিয়ন বিএনপির শ্রদ্ধাঞ্জলী

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ চাষাড়ার বিজয়স্তম্ভে শহীদের বেদীতে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পন করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি।

পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আকবর আলী সুমন ,সাধারন সম্পাদক অ্যাড.আল আমিন সিদ্দিকী,দপ্তর সম্পদক মো.আবুল কালাম আজাদ,পিয়ার হোসেন ‍পিন্টু,সাইফুল ইসলাম খাঁন, মো: শামীম প্রধান,বরকতুল্লাহ,মো: শাহ আলীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটিকে ওসি ফতুল্লার ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টারঃ ফতুল্লা প্রেস ক্লাবের নতুন কমিটির সাথে মত বিনিময় করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ও ওসি(অপারেশন) মজিবুর রহমান। এসময় প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান।এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্,যুগ্ম সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,সাবেক সহ-সভাপতি রুহুল আমিন প্রধান,ক্রীড়া সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, প্রচার সম্পাদক জি এ রাজু, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,মনির হোসেন, সেলিম মুন্সি, এ আর মিলন, সাংবাদিক এমদাদ হোসেন প্রমুখ।

আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে-মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে। শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

.
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে হানাদার মুক্ত দিবসের আলোচনায় সভায় চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভি বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ হয়েছে বলেই আজকে আমরা লাল সবুজের পতাকা নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারছি। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এমনকি তিনি প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করে দিচ্ছেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হাজেরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব প্রমুখ।

রূপগঞ্জে ২০ ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুটের অভিযোগ

রূপগঞ্জ প্রতিনিধিঃ বিশ ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ্যরা। অভিযুক্তরা লুট করা স্বর্ণালংকারসহ মালপত্র ফেরত দিবেন বলে আশস্থ্য করলে পরে ফেরত দেয়নি। এ ঘটনায় শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আবিদ হাসান।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

রূপগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র শহর জেরুজালেমকে যুক্তরাষ্ট কর্তৃক ইসরাইলের রাজধানী স্বীকৃতির প্রতিবাদে ইসলামী অন্দোলন বাংলাদেশ তারাবো পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিশ্বরোড গোল চত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

দেশকে ভালোবাসার সহজ উপায় ইতিহাস জানান-ড.জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ  বিজ্ঞানমনস্ক লেখক ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জাফর ইকবাল শিক্ষার্থীদের উপদেশ দিয়ে বলেছেন, ‘দেশকে ভালোবাসার সহজ একটি উপায় হচ্ছে দেশের ইতিহাস সম্পর্কে জানা।’ ‘দেশকে ডিফাইন করা না গেলেও মানুষ দেশকে ভালোবাসে। যারা দেশকে ভালোবাসতে পারে না তাদের জন্য আমার মায়া হয়, করুণা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সরকারি তোলারাম কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা ভাবতে পারো কেবল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, আসলে তা নয়। ২৫ মার্চ রাত থেকেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এই দেশের পাঁচ কোটি তরুণ। এই তরুণেরা আগামীতে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, ২০৪১ সালে উন্নত বাংলাদেশে স্বপ্ন দেখছি তা একমাত্র এই তরুণদের ওপরই নির্ভর করছে। ’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরা ভালোভাবে গণিত কষলে, একটু বিজ্ঞান সম্পর্কে জানলে, আরেকটু মন দিয়ে লেখাপড়া করলে দেশ বড় হবে। দেশকে বড় করার দায়িত্ব এখন তোমাদের।’

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।’ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপিকা রওনক জাহান, অ্যাসোসিয়েট প্রফেসার জীবন কৃষ্ণ মোদকসহ অনেকে।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :  শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সকালে সেখানে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও। প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান।

এক হাজার নারীকে দিনব্যাপি ফ্রি চিকিৎসা প্রদান

রূপগঞ্জ প্রতিনিধিঃ গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংক ও আল-রাফি হাসপাতালের যৌথ উদ্যোগে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার দিনব্যাপি গোলাকান্দাইল আল-রাফি হাসপাতালে ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার এক হাজার নারী গ্রাহককে ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়।

ইসলামি ব্যাংক রূপগঞ্জ শাখার ম্যানেজার জসিম ভূইয়ার সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলামিষ্ট, গবেষক, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম। এসময় আরো বক্তব্য রাখেন ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম ভূইয়া, গোলাকান্দাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, কালের কণ্ঠের এসএম শাহাদাত, নিজামউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের খবরের ইমদাদুল হক দুলাল, মীর শফিকুল ইসলাম, এস এম রোবেল মাহমুদ, আতাউর রহমান সানি, রোবেল সিকদার, এম এইচ বিজয় প্রমুখ।

আন্তর্জাতিক লেখক দিবস-বাংলাদেশ লেখক সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ “শান্তির পৃথিবী চাই, এক পৃথিবীর স্বদেশ চাই” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রাইটার্স ক্লাব (ই ড ঈ) প্রতি বছরের ন্যায় আন্তর্জাতিক লেখক দিবস উদ্যাপনের সাথে সাথে তিনদিন ব্যাপি  বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ পালনের পরিকল্পনা গ্রহন করেছে। গত ১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ -এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় অনান্যও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব (ই ড ঈ) এর সাধারন সম্পাদক কবি নিশাত খান,  থাসাহিত্যিক  ইসহাক খান, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি ঝর্না রহমান, গবেষক আখতার উদ্দিন মানিক,শিশুসাইিত্যিক রহিম শাহ্, কবি বিলু কবীর , কবি মেহেরুন নেসা ইসলাম, পেন বাংলদেশ সেক্রেটারি সৈয়দা আইরন জামান, ছড়াকার সোহেল মল্লিক, কবি মুকুল রায়, কবি কামরুজ্জামান, কবি লিন্ডা আমিন , কবি নাহিদা আশরাফী, কবি ইউসুফ রেজা, কবি সুরাইয়া বেগম, ডা: আমিন উদ্দিন, কবি পুলক বড়ুয়া, কবি কাজী আনিসুল হক, কবি মাশরুবা লাকী, নাছিমা রহমান শিউলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সোহাগ সিদ্দিকী । ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ এর সারাদেশের প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি তৃণমূল লেখকদের সম্মিলন ঘটবে বলে উপস্থিত সকলে আশাব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতি ক্রমে সভায় ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, ৩১ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক নির্বাচিত হন কবি শেখ রবিউল হক। প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন কবি ফরিদ আহমদ দুলাল। সভায় বাংলাদেশ রাইটার্স ক্লাব সারাদেশের প্রবীণ ও নবীন সকল লেখককে এই সম্মেলনে অংশগ্রহণ করতে বিনীত অনুরোধ জানায়। বি:দ্র: ষোড়শ আন্তর্জাতিক লেখক দিবস ও বাংলাদেশ লেখক সম্মেলন ২০১৭ এর পূর্ণাঙ্গ কমিটির তালিকা, নিবন্ধন সহ বিস্তারিত শীগ্রই জানানো হবে।

গ্রাম পুলিশ দিয়ে থানা পুলিশ সহযোগীতা পেয়ে থাকেন-কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫টি ইউপির ৪২ জন গ্রাম পুলিশকে পরিচয়পত্র দিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে গ্রাম পুলিশদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে দেন ওসি কামাল উদ্দিন। অপরাধীদের তথ্য সরবরাহে গ্রাম পুলিশদের তৎপর করতে ফতুল্লা মডেল থানা এ ব্যবস্থা গ্রহণ করেছে।

এসময় ওসি কামাল উদ্দিন বলেন, গ্রাম পুলিশ দিয়ে থানা পুলিশ অপরাধ দমনে সার্বিক সহযোগীতা পেয়ে থাকেন। বর্তমান সময়ে গ্রাম পুলিশরা অবহেলিত। গ্রাম পুলিশদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি। সরকারী ভাবে গ্রাম পুলিশরা যে বেতন ভাতা পেয়ে থাকেন তা খুবই কম। তারপরও তারা আইনশৃঙ্খলা রক্ষায় শ্রম দিতে প্রস্তুত। তাদের আংশিক দাবির মধ্যে পরিচয়পত্র, বাইসাইকেল ও মোবাইল প্রয়োজন। এর মধ্যে পরিচয়পত্র তাদেরকে দেয়া হয়েছে। তৎপরতা বৃদ্ধিতে দ্রুতই ফতুল্লা মডেল থানার পক্ষ থেকে বাইসাইকেল ও মোবাইল দেয়া হবে। তিনি আরো বলেন, ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর, কাশিপুর, বক্তাবলীসহ ৫টি ইউপিতে ৪২ জন গ্রাম পুলিশ রয়েছে।

পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিদর্শক (তদন্ত) শাহ জালাল, পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান, পরিদর্শক (আইসিটি) গোলাম মোস্তফা, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, রিপোটার্স ইউনিটির সভাপতি নূর ইসলাম নূরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামার অনু, সংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংবাদিক আলামিন প্রধান, কামাল হোসেন প্রমুখ।