সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে গৃহবধূকে ধর্ষণঃ গ্রেফতার-১
সোনারগাঁয়ে আসামীদের গ্রেফতারে ওসি’র পুরস্কার ঘোষনা
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামের সৌদি প্রবাসী আনিছুর রহমানের মেয়ে ও তৃতীয় শ্রেনীর ছাত্রী আনিছা আক্তারের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের তথ্য প্রদানকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষনা দিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি সোমবার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, তথ্য দাতার ঠিকানা গোপন রাখা হবে।
মাদকের প্রসঙ্গে তিনি বলেন, মাদককের সঙ্গে আমার কোনো পুলিশ সদস্য যদি জড়িত থাকে তাকে ২৪ ঘন্টার মধ্যে থানা থেকে প্রত্যাহার করা হবে। প্রতিটি পরিবার থেকেই মাদক নিমূল করতে হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খ-অঞ্চল সাজিদুর রহমান বলেন, আনিছা হত্যার সঙ্গে যেই জড়িত হোক কিংবা যেখানে থাকুক দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুর রউফ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী মুজিবুর রহমান, ইউপি সদস্য মজিবুর রহমান, মোহাম্মদ আলী, মোশারফ, হোসেন, আইয়ুব আলী মেম্বার, সুরাইয়া বেগম বৈদ্যেরবাজার ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
বানিজ্যমন্ত্রীর সাথে এমপি সেলিম ওসমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদকঃ তৈরি পোশাক শিল্পে বহিরাগতদের অনুপ্রবেশ ও তাদের অনৈতিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এক্ষেত্রে প্রয়োজনে বিকেএমইএ, বিজিএমইএ, বাণিজ্যমন্ত্রণালয় ও শ্রম-মন্ত্রণালয় যৌথভাবে সঠিক পরিকল্পনা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি।
বক্তাবলিতে রাজনীতির নামে শোসন করা হচ্ছে – শ্রমিকলীগ নেতা পলাশ
সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় রাখার পাশাপাশি বক্তাবলী এলাকার শিক্ষা আন্দোলনকে ত্বরাণ্বিত করাসহ সমাজ সেবায় সম্পৃক্ত থাকার অঙ্গিকারে পালিত হল বক্তাবলী এলাকার অন্যতম সামাজিক সংগঠন “আলোকিত বক্তাবলীর” চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। ৬ মে ২০১৮ খ্রিস্টাব্দ রোজ রোববার রাত ৯:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের স্পাইস গার্ডেনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট আল আমীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেন, ফতুল্লার বক্তাবলিরতে রাজনীতির নামে যুবকদের শোসন করা হচ্ছে। মানদাতি আমলের রাজনীতি যুব সমাজকে ধমিয়ে রাখতে পারবে না। শিক্ষিত যুবকরা সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের কল্যানে এগিয়ে আসছে। তারাই আগামীতে নেতৃত্বে আসবে। আলোকিত বক্তাবলী সামাজিক সংগঠন তেমনি একটি দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, সুবিধা বঞ্চিত বক্তাবলীর যুব সমাজ আজ জাগ্রত হয়েছে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের প্রচেষ্ঠায় বক্তাবলীকে আজ সামাজিক উন্নয়নে রূপান্তরিত করছে। তারা উচ্চ শিক্ষা লাভ করে দেশের সরকারি ও বে-সরকারি গুরুত্বপূর্ন দায়ীত্ব পালন করছে। একটা সময় তারাই তাদের এলাকার উন্নয়ন করে একটি সুন্দর একটি বক্তাবলী প্রতিষ্ঠিত করবে এই আশাবাদ ব্যক্ত করে যে কোন সহযোগীতার কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংবাদচর্চা পত্রিকার সম্পাদক নেয়ামত উল্লাহ, শ্রমিক নেতা এ্যাড হুমায়ুন কবির, শাহাদাৎ হোসেন সেন্টু,কবির হোসেন রাজু ,ইঞ্জিঃ মাঈন উদ্দীন, মোঃ মাঈন উদ্দীন,শহিদ, শোহরাব, সাইদুর, মামুন, দেলোয়ার, সারোয়ার,সাফায়েত উল্লাহ, নাজমুল,রিপন, মোতালেব, মনির হোসেন, আকবর,জসিম ,আলী হোসেন,আক্তার হোসেন, নাজমুল, রিয়াদ, মনির,মোঃ সুমন ও মোঃশরীফ প্রমুখ।
ভারতে নামাজ পড়ার সময় ‘জয় শ্রীরাম’ বলে হামলা
দিল্লির উপকন্ঠে গুরগাঁওতে মুসলিমরা যাতে উন্মুক্ত সরকারি জমিতে নামাজ পড়তে না-পারে, সে জন্য আন্দোলনে নেমেছে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। একে ঘিরে এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়াচ্ছে। এই ঘটনার সূত্রপাত গত ২০ এপ্রিল (শুক্রবার)।
গুরগাঁওয়ের অভিজাত এলাকা সেক্টর ৫৩-তে বিস্তীর্ণ এলাকাজুড়ে সরকারি একটি মাঠ রয়েছে, সেখানেই জুমার দিনে নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় ৫ শতাধিক মুসলিম। গুরগাঁওয়ের ওই মাঠে বহু দিন ধরেই নামাজ পড়া হচ্ছে। কিন্তু সেদিন সেখানে নামাজে বাধা দেয়ার জন্য হঠাৎ করে জড়ো হয় বেশ কিছু যুবক।
আশপাশের ওয়াজিরাবাদ ও কানহাই গ্রামের ওই হিন্দু যুবকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে নামাজের জন্য আসা ব্যক্তিদের ব্যঙ্গ করতে থাকে, তাদের নামাজ পণ্ড করারও চেষ্টা করে। পরে ওই ঘটনার একটি ভিডিও ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে হরিয়ানা পুলিশ নড়েচড়ে বসতে বাধ্য হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভিডিও থেকে চিহ্নিত করে হামলাকারী ছজন যুবককে গ্রেফতারও করা হয়। পরে তারা অবশ্য সবাই জামিনে ছাড়া পেয়ে যান। এর পরই সোমবার গুরগাঁওতে ‘সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতি’’ নামে একটি সংগঠন জেলা প্রশাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখায়।
তাদের দাবি ছিল, গুরগাঁওতে হিন্দু-অধ্যুষিত এলাকার আশপাশে যে সব খোলা জমি আছে সেখানে মুসলিমদের নামাজ পড়া নিষিদ্ধ করতে হবে।
বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা, হিন্দু জাগরণ মঞ্চ, ভারত বাঁচাও অভিযান, অখিল ভারতীয় হিন্দু ক্রান্তি দল ইত্যাদি মোট বারোটি কট্টরপন্থী হিন্দু সংগঠন একজোট হয়ে এই সমিতিটি গঠন করেছে।
হিন্দু ক্রান্তি দলের নেতা রাজীব মিত্তাল বলছেন, এখানে আসলে দুটো সমস্যা আছে। প্রথমে তো মুসলিমরা নামাজ পড়ার নাম করে সরকারি জমি দখল করে নিচ্ছে। আর আমাদের যে হিন্দু ছেলেরা নিজেদের ধর্মীয় অধিকার রক্ষার জন্য লড়ছে তাদেরও গ্রেফতার করা হচ্ছে। সোমবারের বিক্ষোভে অংশ নিয়েছিলেন সুবেহ সিং ভোরা, যিনি স্থানীয় একটি গ্রামের সরপঞ্চ ছিলেন।
তিনি বলছেন, মুসলিমদের কেন খোলা মাঠে এসে নামাজ পড়তে হবে? তারা তো তাদের মসজিদে গেলেই পারে! কিন্তু জুনায়েদ শেখ নামে যে উর্দু শিক্ষক ৫৩ সেক্টরের মাঠে সাপ্তাহিক নামাজের আয়োজন করেন, তিনি বলছেন গরিব মানুষের কাজের ফাঁকে দূরের মসজিদে যাওয়ার সময় হয় না বলেই তারা এই উন্মুক্ত জায়গায় আসেন।
আমাদের একটা মসজিদ পাঁচ কিলোমিটার, আর অন্যটা এখান থেকে আট কিলোমিটার দূরে। অটো বা রিক্সা ভাড়া দিয়ে অত দূরে কি প্রত্যেক শুক্রবারে যাওয়া সম্ভব? বলছেন তিনি।
স্থানীয় পুলিশের সম্মতি নিয়েই কাছের অন্য একটি মাঠ থেকে সরে এসে ২০০৭ সাল থেকে মুসলিমরা এখানে নামাজ পড়ছেন বলেও তিনি দাবি করেছেন। তবে পুলিশের সম্মতি ছিল মৌখিক, তার জন্য কোনও লিখিত অনুমতিপত্র তাদের নেই।
গত শুক্রবার (২৭ এপ্রিল) তারা এই মাঠে নামাজ পড়েছেন পুলিশি পাহারায়। তবে আগামিকাল (৪ঠা মে) আবার জুম্মার নামাজের সময় কোনও গন্ডগোল বাঁধে কি না, এই ভয়ে তটস্থ হয়ে রয়েছেন তারা অনেকেই।
গত কয়েক বছরে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা আর সাম্প্রদায়িক উত্তেজনার যে একের পর এক ঘটনা গটে চলেছে, গুরগাঁওয়ে নামাজ পড়া নিয়ে এই অশান্তি আর বিক্ষোভ তাতে সর্বশেষ সংযোজন।
দুই ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা
নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিরাজুল হককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সিরাজুল হক ছয়বার ইউপি চেয়ারম্যান ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার উপজেলার সায়দাবাদ ফেরিঘাট থেকে ভাড়া মোটরসাইকেলযোগে নিজ এলাকা বাঁশগাড়ী যাওয়ার পথে আড়াকান্দা এলাকায় দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে পরে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা সাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তৃব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় পথে মারা যান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে এই ঘটনার জের ধরেই হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি। পুলিশ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন বিএনপি প্রার্থী মঞ্জু
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা করেছেন। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় নগরীর মিয়াপাড়া রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনী কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন মঞ্জু।
দলীয় সূত্র জানিয়েছে, বেলা ১১টায় বিএনপি জরুরি সভা ও ১২টায় দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে।
মঞ্জু অভিযোগ করে বলেন, পুলিশ ও ডিবির সদস্যরা বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার নির্বাচনী প্রচারণায় যুক্ত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে আটক করেছে। এছাড়া আরও অনেক নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ফলে গোটা শহর জুড়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি ভয়াবহ হবে বলেও ডিবি পুলিশ হুমকি দিয়েছে।
এ পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক সব কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। আটককৃতদের মুক্তি এবং আতঙ্কমুক্ত পরিবেশ সৃষ্টি না করা পর্যন্ত বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে বলেও তিনি জানিয়েছেন।
চলতি মাসের ১৫ তারিখে খুলনা সিটি নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপির প্রার্থী মঞ্জুর পক্ষ থেকে রিটার্নিং অফিসারের কাছে ৯ দফা সুপারিশসহ একটি স্মারকলিপি দেয়া হয়েছিল। সেখানে খুলনার পাঁচ থানার ওসিসহ ‘দলবাজ’ পুলিশ কর্মকর্তাদের বদলি এবং নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিলেন এই মেয়র প্রার্থী।
কিন্তু নির্বাচন কমিশন একটি সুপারিশও বাস্তবায়ন করেনি বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন প্রার্থী মঞ্জু।
জঙ্গিবাদ ও মাদক নির্মূলে র্যাবের ভূমিকা প্রশংসনীয় – প্রধানমন্ত্রী
দেশে জঙ্গিবাদ ও মাদক নির্মূলে র্যাবের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এসবের বিরুদ্ধে সমগ্র জাতিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
র্যাব ফোর্সেসের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৩ মে) রাজধানীর কুর্মিটোলায় বাহিনীটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশজুড়ে একসময় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছিল উল্লেখ করে সরকারপ্রধান বলেন, অনেকে স্বার্থসিদ্ধির জন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করে। এটা বলে দিতে চাই, সন্ত্রাসী-জঙ্গিদের কোনো ধর্ম নেই। তারা জাতির শত্রু, দেশের শত্রু। জঙ্গিবাদ প্রতিরোধে র্যাবের বিশিষ্ট ভূমিকা ছিল। তাদের এ ভূমিকা প্রশংসনীয়।
কোমলমতি শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবক ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানকেও নজর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা তো ভুল পথ। এ ভুল পথে যেন ছেলে-মেয়েরা না যায়, সেজন্য সমগ্র জাতিকে সচেতন করতে হবে। জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালাতে হবে। এরইমধ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সেজন্য সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসিতও। অনেকে মনে করে, কিভাবে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফল কার্যক্রম পরিচালনা করছি। আমাদের বাহিনীগুলোর পাশাপাশি জনগণও সচেতন ভূমিকা রেখেছে।
‘বাবা-মাকে মনে রাখতে হবে, তার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, কী করছে, তা খেয়াল করার তারই দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এ ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, যেন শিক্ষার্থীরা বেশিদিন অনুপস্থিত না থাকে। অনুপস্থিত থাকলে কেন ছিল, কোথায় ছিল তার খোঁজ নিতে হবে।
মাদকের বিরুদ্ধেও সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, মাদক নিয়ন্ত্রণে এরইমধ্যে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ যদি মাদকে জড়িয়ে পড়ে, তবে সেটা যে তার পরিবারের জন্য কতোটা কষ্টের, তা ওই পরিবারই বোঝে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন সফলতা অর্জন করেছি, মাদকের বিরুদ্ধেও র্যাবকে অভিযান অব্যাহত রাখতে হবে। এরইমধ্যে তারা অনেক সফল অভিযান চালিয়েছে।
ফতুল্লা প্রেস ক্লাবে নিউজ প্রতিদিনের প্রতিষ্ঠা বাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম বলেছেন, সংবাদমাধ্যম হচ্ছ রাষ্ট্রে ৪র্থ স্তম্ভ।সংবাদ পত্রে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের অপরাধ দূর করা সহজ। নিউজ প্রতিদিন ডটনেট’র ২য় প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিক এবং পুলিশ একত্রিত হয়ে কাজ করলে সমাজের অপরাধ প্রবণতা কমিয়ে আনা অনেক সহজ। আর বস্তুনিষ্ঠু সংবাদই পারে সমাজের অনিয়ম, অপরাধ, দুর্নীতিকে প্রতিহত করতে।
নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ওসি(অপারেশন) মজিবুর রহমান, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, আমাদের নারায়ণগঞ্জ ডটকম’র সম্পাদক ও ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রিয়াদ মো: চৌধুরী, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরীফুল হক, নারায়ণগঞ্জ নিউজ ডটকমের সম্পাদক মো: মনির হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক জিএ রাজু, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, এ আর মিলন, নিউজ প্রতিদিন ডটনেটের বার্তা সম্পাদক মাহমুদুল হাসান,যুগান্তর স্বজন সমাবেশের জেলার কমিটির সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম, ফতুল্লা থানা প্রেস ক্লাবের সদস্য সচিব শেখ মো: সেলিম, সদস্য রবিন হোসেন, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, রাসেল,শিশির, নাজির হোসেন, জাহাঙ্গীর আলম ,হুমায়ুন কবির বাবু প্রমুখ।
মাদকাসক্ত নিরাময় কেন্দ্র “প্রয়াসে”র ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ মাদক নিরাময় কেন্দ্র “প্রয়াস” নারায়ণগঞ্জে ১৫ বছর ধরে গণসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও সহায়তায় নিরলস ভাবে কাজ করে চলেছে। প্রয়াসের ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনি সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রয়াসের জেনারেল ম্যানেজার কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা সোহেল হোসেন। বক্তব্য রাখেন চিকিৎসা পরামর্শক সাইফুল ইসলাম, মেনাপ্রশিক্ষক কিবরিয়া, বাবু, রুবেল,জনি,লিটন, মাসুম, রোমান, হৃদয় প্রমুখ।
আলোচনা সভা শেষে খেলায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বিভিন্ন মেয়াদে যারা সুস্থতা অর্জণ করেছেন তাদের ক্রেস্ট প্রদান করা হয় হয়। ক্রেস্ট গ্রহন করেন, সাজ্জাদ হোসেন, রিপন, আসলাম, হারুন,জুয়েল,আমীর, রুবেল,জনি,অন্তর,মনির, পাভল,নজরুল, জাকির, হৃদয়, নাদিম, সুরজ, বাবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াসের চিকিৎসা কর্মসূচি নিয়ন্ত্রন কর্মকর্তা দিলওয়ার হোসাইন।
উল্লেখ্য, প্রয়াস সমাজ থেকে মাদক প্রতিরোধ এবং মাদক নিরাময়ে দীর্ঘদিন ধরে জন সেচতনতা মূলক কর্মকান্ড করে আসছে। আর এসব কাজে অংশ নেয়া ইতোমধ্যে মাদার তেরেসা স্বর্ন পদকসহ একাধিক পুরস্কার অর্জণ করেছে। প্রয়াস এ পর্যন্ত ১৮শ মাদকাসক্তকে চিকিৎসা প্রদান করেছে, এর মধ্যে ১১শ জন স্বাভাবিক জীবন যাপন করছে।