৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 17

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

১৩ জুন (মঙ্গলবার) দুপুরে নয়াপুর এলাকায় তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন তিনি।

জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দিতে যান হুমায়ুন কবির। তিনি ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে ছয়জন ‍যুবক আসেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে এক যুবক তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। তখন হুমায়ুন কবির দৌড়ে আত্মরক্ষা করেন।

চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ছয়জন যুবক এসে রাস্তার মধ্যে চার রাউন্ড গুলি ছুড়ে আমাকে হত্যার চেষ্টা করে। দৌড় দেওয়ার কারণে আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।

এ ঘটনায় অভিযুক্ত তায়েব শিকদার বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। আমি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করি। আমি চেয়ারম্যানকে সম্মান করি। তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হওয়া যাবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেয়ারম্যানকে গুলি ছুড়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

নারায়ণগঞ্জ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার’র ভূয়া ডাক্তার আটক

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ শহরে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে এক বছর সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়।

রোববার দুপুর ১টায় চাষাড়াস্থ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালান গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তারা।

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ৬নং কক্ষে চর্ম ও যৌনবিষয়ক ডাক্তার মো. সাইদুল ইসলামকে চিকিৎসা দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এতে ডাক্তার হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি প্রাকটিস করার কথা স্বীকার করেন।

পরে দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানমের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভুয়া এমবিবিএস প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিউজ প্রতিদিন ডটনেট: ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশুদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) নিয়ে আনার পর কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা আবু তাহেরকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ের জামাতা পরিচয় দিয়ে মুঠোফোনে জানায় এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, তদন্ত চলছে । তবে প্রাথমিক ভাবে জানতে পেরেছি বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করেই এই ঘটনা। আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

নিউজ প্রতিদিন ডট নেট’র সহসম্পাদক হলেন মাহমুদুল হাছান

নিউজ প্রতিদিন ডট নেট: জনপ্রিয় নিউজ পোর্টাল “ নিউজ প্রতিদিন ডট নেট’র সহ-সম্পাদক হলেন মধ্যনগর আদর্শ সমাজ কল্যাণ সংসদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহমুদুল হাছান। নিউজ প্রতিদিন ডট নেট এর পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন।

নিউজ প্রতিদিন ডট নেট এর সহ-সম্পাদক মাহমুদুল হাছান বলেন, নিউজ প্রতিদিন ডট নেট বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতেও আমাদের এই নিউজ পোর্টালটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে-ইনশাল্লাহ।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির অনুমোদন

নিউজ প্রতিদিন ডট নেট: ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

৩১ মে (বুধবার) বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. নুরুল আমিন মাসুম ও সদস্য সচিব মো. আবুল কালাম বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি অনুমোদন প্রদান করেন।

নবনির্বাচিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা হলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক – মানিক মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. দিলখোশ আলী, সাধারণ সম্পাদক – আফজাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি-মো. মোতালেব সরদার, সাধারণ সম্পাদক – আ. রহিম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক – আ. মোতালেব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক – মো. নুরু মাদবর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. ছলিম বেপারী, সাধারণ সম্পাদক – মো. রহমতুল্লাহ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. মাহবুবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক – মো. সেলিম সারোয়ার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি-মো. মফিজুল ইসলাম , সাধারণ সম্পাদক-মো. আলী আকবর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি-মো. লোকমান হোসেন , সাধারণ সম্পাদক-কাবাদ শেখ প্রমূখ।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. নুরুল আমিন মাসুম ও সদস্য সচিব মো. আবুল কালাম বলেন, ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতৃবৃন্দরা প্রতিটি ওয়ার্ডের গঠনতন্ত্র মোতাবেক পূনাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার পর অনুমোদন প্রদান করা হবে।

 

 

ফতুল্লার আওয়ামীলীগ নেতা হাকিম চৌধুরী জানাযা নামাজ সম্পন্ন

নিউজ প্রতিদিন: ফতল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা নামাজ আজ বৃহস্পতিবার (১১ মে) বাদ আসর কানাইনগর সোবহানীয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে কানাইনগর নীজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বাদ যোহর মাসদাইর গভঃগার্লস স্কুলের পাশে ১ম জানাযা অনুষ্ঠিত হয় এবং কানাইনগর স্কুল এন্ড কলেজ মাঠে বিকেলে ২য় জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদউল্লাহ বক্তব্য রাখেন। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ -সভাপতি নির্বাচিত হন। তিনি আজ সকাল ৭টায় মাসদাইর নীজ বাসভবনে ৮৭ বছর বয়সে মারা যান। মৃত্যু কালে তিন ছেলে চার মেয়ে স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মসজিদের সামনে কার্টনে নবজাতকের লাশ-চিঠি, সঙ্গে টাকা

নিউজ প্রতিদিন: টাঙ্গাইলের ঘাটাইলে রাইসকুকারের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ। মঙ্গলবার (০৯ মে) সকালে উপজেলার সিংগুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নবজাতকের মৃতদেহের কার্টনে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ চিরকুটের সাথে কার্টনে এক হাজার টাকাও ছিল।

মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। এমন সময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইসকুকার রাখা। রাইসকুকারের কার্টনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্য কিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ খুলতে সাহস পাচ্ছিল না। পরে মসজিদ কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি ফুটফুটে এক মৃত নবজাতক এবং পাশে একটি চিরকুট।’

বিষয়টি জানাজানি হলে নবজাতকটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. মাসুম সদস্য সচিব কালাম

ফতুল্লা থানা শাখার বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৮ মে (সোমবার) মো. এড. নুরুল আমীন মাসুমকে আহবায়ক ও মো. আবুল কালামকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ জন কারাগারে

নিউজ প্রতিদিন: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আরো ৯ জনের জামিন না মঞ্জুর করা হয়।

৮ মে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ নির্দেশ দেন।

আজাদ ছাড়া অপর ৯ জন হলেন আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ, সাতগ্রাম ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন আতাউর, যুবদলের সদস্য সচিব রিপন, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনি মিয়া, ফতেহপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন, ইমরান হোসেন, যুবদল আসাদুজ্জামান আসাদ।

গত ১১ ফেব্রুয়ারী পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর মামলা হয়। পুলিশের মামলায় ৫০ জনের নাম উল্লেখ ও আরো ৭০ জনকে বিবাদী করা হয়। পরে আজাদ সহ ১০ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত বিএনপি নেতা আজাদসহ ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।

আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করে জামিনের আবেদন করবো।

ছাত্রদলের সাত জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ ছাত্রদলের সাত জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

৭মে (রোববার) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে নাশকতার মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এসময় দোলনসহ ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক ফয়সাল শান্ত, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক শাহাদাতের জামিন বাতিল করে কারাগ্রারে প্রেরণের নির্দেশ আদালতের।