৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 232

হবিগঞ্জে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

হবিগঞ্জের বাহুবলে শিক্ষক আটকের জের ধরে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় আহতদের হবিগঞ্জ সদরস হাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় উত্তেজিত ছাত্ররা থানা ভাঙ্গচুর করে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বাহুবলের দীননাথ স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই শিক্ষককে আটক করে পুলিশ। এতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘন্টার সংঘর্ষে এলাকাটি রণক্ষেত্র পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে শিক্ষকসহ ছয় জনকে আটক করে পুলিশ। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মনরিুজ্জামান জানান, আন্দোলন শেষে ছাত্ররা থানার মোড় দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে থানায় হামলা চালেিয় পুরো থানা ভাঙচুর করেছে। এতে পুলিশও আহত হয়।

কুরআনের জ্ঞানই চূড়ান্ত জ্ঞান-ড.এনায়েতুল্লাহ আব্বাসি পীর সাহেব জৈনপুরী

মানব জাতির হেদায়াতের জন্য দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তায়ালা কুরআনুল কারিম নাজিল করেছেন। যাতে গোটা মানব জাতীয় সকল সমস্যার সমাধান রয়েছে। আর কুরআন থেকে সকল সমস্যার সমাধান বাহির করতে পারে ইলম পিপাসু হক্কানী আলেম ওলামা। যাদের মানদন্ড হল ইলম। গত কাল ১৩ই অক্টোবর শাহ জালাল ও শাহ পরান (র) স্বরনে আয়োজিত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষিনারায়ন স্কুল মাঠে ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুফতী ড.এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি পীর সাহেব জৈনপুরী একথা বলেন।। ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে ইসলামি মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী এবং দেশ বরেন্য ওলামায়ে কেরাম। পীর সাহেব জৈনপুরী আরো বলেন,আল্লাহ তায়ালা হজরত আদম (আ) কে সৃষ্টি করে তাকে ইলমের মাধ্যমে শ্রেষ্টত্ব দ্বান করলেন।ফেরেস্তারা নূরের তৈরী তাদের সম্মান বেশী হওয়ার কথা ছিল কিন্তু মাটির তৈরী আদমকে শ্রেষ্টত্ব দেওয়া হয়েছে তার ইলমের কারনে। মানবজাতিকে যুগের সকল সমস্যার সমাধান নিতে হবে কুরআন হাদীস থেকে আর এর দ্বারাই তারা দুনিয়ায় শান্তি আর আখেরাতে মুক্তি পেতে পারে। আমরা আজ কুরআননের জ্ঞান থেকে বহু দূরে । তাই আজ আমাদের মধ্যে নানা মতভেদ যদি কুরআনের ইলম আমাদের হৃদয়ে বিস্তার করতে পারতাম তা হলে আমরা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারতাম। ইলমটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনিতরাই অর্জন করতে পারে এই জন্য সহিহ নিয়ত ওই খলাসের পূর্নতা থাকাটা আবশ্যক।

আল্লাহ তায়ালা যার ভাল চান তাকে দ্বীনের বুঝ দান করেন-ড.এনায়েতুল্লাহ আব্বাসী।

স্টাফ রির্পোটারঃ আল্লাহ তায়ালা যার ভাল চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আর আল্লাহ তায়ালা যাকে দ্বীনের বুঝ দান করেন সে ব্যক্তিই কেবল সফল এবং সৌভাগ্যবান। গত সোমবার বাদ আসর মারকাযু তাহরিকে খাতমিন নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসায় তাখাছসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (ফতুয়া বিভাগ)উচ্চতর গবেষনা বিভাগ উদ্বোধনী অনুষ্ঠানে অত্রমাদ্রাসার মহা পরিচালক শাইখুল হাদিস আল্লামা ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ াাব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর একথা বলেন। তিনি আরো বলেন, ইলম ও ফিকহের অধিকারী গণই মুলত উলিল আমর আল্লাহ তায়ালা যাদেও আনুগত্যকে ওয়াজিব কওে দিয়েছেন। তাই তাকলীদ বা মাযহাব চতুষ্ঠের কোন একটি অনুসরন করাটাই কুরআন সুন্নাহ বর্হিভুত কোন কাজ নয়।ইফতা বিভাগের সবক অনুষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদেরকে তিনি ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা, মনোযোগ বিশেষ করে এখলাছ বা নিয়াত বিশুদ্ধ করার নসিহত করেন। উল্লেখ্য মক্তব থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পরিচালিত প্রতিষ্ঠানটিতে ফতুয়া বিভাগ চালু  হওয়াতে ফিকহ ও ফতুয়ার উপর উচ্চতর গবেষনার দবআর উন্মুক্ত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মাঃ ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী,মাঃ মোশাররফহোসাইন,মাঃ বারাতুল ইসলাম এবং মাঃ ঞাফেজ আঃ হাফিজ প্রমুখ। অনুষ্ঠানশেষে পীর সাহেব জৈনপুরী হুজুর দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন।

বিএনপি নেতা নুর হোসেনের মায়ের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক প্রকাশ

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.নুর হোসেনের মায়েরমৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়নগঞ্জ- ৪আসনের সাবেক সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ।

এক শোক বানীতে মরহুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। আজ শুক্রবার(৭ অক্টোবর) সকালে বিএনপি নেতা নুর হোসেনের মাতা ইন্তেকাল করেন এবং বাদ জুম্মা তাকে দাফন করা হয়।

ফতুল্লায় বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী সজিব গ্রেফতার

ফতুল্লায় গোলাগুলির পর এক রাউন্ড তাজা গুলি, তিনটি খোলাগুলি, ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সজিব (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী সজিব সস্তাপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে। সে সস্তাপুর এলাকার একটি বস্তিতে চায়ের দোকানদারী করতো বলে জানাগেছে।

ফতুল্লা মডেল থানার এএসআই রাশেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালালে গ্রেফতারকৃত সজিব আমাদের লক্ষ করে গুলি ছুরে। একপর্যায়ে পুলিশও সন্ত্রাসীকে উদ্দেশ্যে করে পাল্টাগুলি করে। পরে সন্ত্রাসী সজিবকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এসময় সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি খোলাগুলি, ও বেশ কয়েক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সন্ত্রাসী সজিবের নামে ফতুল্লা মডেল থানায় মাদক ও অস্ত্রসহ মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফতুল্লা মডেল থানার সিনিয়র এএসপি শরফুদ্দিন আহমেদ।

তীরে এসে তরী ডোবাল বাংলাদেশ

২৭১ রানে চার উইকেট। এরপর স্কোরবোর্ডে ৩ রান যোগ করতেই তিন উইকেটের পতন। বাংলাদেশের পরাজয়ের শঙ্কাটা মূলত তখনই জেগেছিলো টাইগারপ্রেমীদের মনে। হলোও তাই। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিততে জিততে সফরকারীদের কাছে ২১ রানে হেরে গেলো বাংলাদেশ।

ইংলিশদের দেওয়া ৩১০ রানের জবাবে শুরুটা দুর্দান্ত হয়েছিলো বাংলাদেশের। ওপেনিং জুটিতে ইমরুল কায়েসের সঙ্গে ৪৬ রানে জুটি গড়ে টাইগারদের ভিত মজবুত করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। জেমস ভিন্সের বলে জ্যাক বলের হাতে ধরা পড়ার আগে তামিম করেন ১৭ রান।

এরপর ১১ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন সাব্বির রহমান। মাঝে ইমরুলের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি ব্যাটহাতে ধারাবাহিক ব্যর্থ মুশফিকুর রহিমও এ দিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। দলীয় ১৫৩ রানে আদিল রশিদের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২ রানে ফেরেন তিনি।

এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান। এ দিন শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলে টাইগারদের জয়ের স্বপ্ন দেখান। তবে ইমরুলের সঙ্গে ১১৮ রানের জুটি গড়ে দলীয় ২৭১ রানে বিদায় নেন সাকিব।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করে ইংল্যান্ড। দলের পক্ষ্যে সর্বোচ্চ ১০১ রান করেন বেন স্টোকস। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয় ভালো।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় ও জেমস ভিন্স মিলে ৭ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে বিদায় করে ৪১ রানের জুটি ভাঙেন পেসার শফিউল ইসলাম। তার বলে তুলে মারতে গিয়ে মিডঅনে মাশরাফিকে ক্যাচ দিয়ে ফেরেন ফিন্স (১৬)।

ভিন্স ফিরলেও ভয়ংকর হয়ে উঠছিলেন রয়। তবে ইনিংসের দ্বাদশ ওভারে এসে রয়কে সাজঘরের পথ দেখান সাকিব আল হাসান। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅফ বাউন্ডারির কাছে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন রয় (৪১)।

পরের ওভারে সাব্বিরের সরাসরি থ্রোয়ে রানআউট নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা জনি বেয়ারস্টো (০)। ইংলিশ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের বল মিডঅফে পাঠিয়ে দিয়েই রানের জন্য দৌড় দিয়েছিলেন। কিন্তু দ্রুত বল তুলে বুলেট গতির থ্রোয়ে স্টাম্পের বেল ফেলে দেন সাব্বির।

৬৩ রানেই ৩ উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে পড়ে সফরকারীরা। তবে বেন ডাকেট ও বেন স্টোকস সেই চাপ সামাল দেন। শুধু তাই নয়, বাংলাদেশের জন্য এই জুটি ভয়ঙ্কার হয়ে উঠছিলো।

কিন্তু ডাকেটকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন শফিউল ইসলাম। আউট হওয়ার আগে ৭৮ বলে ৮ চারের সাহায্যে তিনি করেন ৬০ রান। অন্যদিকে, ক্রিজের অন্যপ্রান্ত আগলে রেখে শতক পূর্ণ করেছেন স্টোকস। ১০০ বলে ৮ চার ও ৪টি ছক্কায় তিনি সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত অধিনায়ক জশ বাটলারের ৬৩ রানের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ৩০৯ রান করে ইংল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও সাকিব আল হাসান প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোশাররফ হোসেন রুবেল, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল:
জস বাটলার, জেসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি ও জ্যাক বল।

সমাজকে মাদকমুক্ত করতে পড়া-লেখার পাশাপাশি খেলা-ধুলার কোন বিকল্প নেই-মতিউর রহমান চেয়ারম্যান

সমাজকে মাদকমুক্ত করতে পড়া-লেখার পাশাপাশি খেলা-ধুলার কোন বিকল্প নেই। ছাত্র ও যুবকদের যত বেশি খেলাধুলায় মনোযোগি করা যাবে তত বেশি সত্য ও ভালো পথে তাদের নিয়ে আসা যাবে বলেছেন আলীটেক ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মো: মতিউর রহমান।

শুক্রবার বিকালে মুক্তারকান্দি স্কুল মাঠে মুক্তারকান্দি মুসলিম ক্লাব এর উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল শেষে পুরুষ্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুক্তারকান্দি পঞ্চায়েত প্রধান মো: নূর ইসলাম মাতবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বক্তাবলী ইউপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান প্রধান,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, আলীরটেক ইউপি,র ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আওলাদ হোসেন,বক্তাবলী ইউপি,র ৬নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌাধুরী,৪নং ওয়ার্ড সদস্য মোঃ ওমর ফারুক,বক্তাবলী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও এভার শাহীন গ্রুপের চেয়ারম্যান মো: আল আমীন ইকবাল, বিশিষ্ট শিল্পপতি মো: আব্দুল মালেক, আলীরটেক গ্রাম উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, এস. বি ফ্যাশন লি: চেয়ারম্যান এস বি শাহীন সরকার । টুর্নামেন্টটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন আলীটেক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মো: ইকবাল মাহমুদ। এবং সহযোগিতায় ছিলেন,মোঃ জনি,মোঃ জসিম খাঁন,মোঃ বিল্লাল, ইয়াসিন,আকাশ,অন্তর,রনি হিমেল,আক্তার,অপু,আরিফ,ইমাম হাসান,নুর আলম,আবু সাইদ,স্বপন,ইকরাম,রায়হান,নাঈম,বাবু,আক্তার মৃধা ইন্নামিন এবং আঃ রহমান প্রমূখ।

চেয়ারম্যান আলহাজ্ব মো: মতিউর রহমান আরো বলেন, আগামী প্রজন্ম’কে আধুনিক যুগের শিক্ষা এবং বিশ্বমানের শিক্ষায় গড়ে তোলতে হবে। আজকের শিক্ষার্থীরাই হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা। এই দেশটাকে পরিবর্তন করে একটি আধুনিক বাংলাদেশে রুপান্তরিত করতে চাই। তাহলেই দারিদ্রতার অবসান ঘটিয়ে উন্নত জাতী হিসেবে গড়ে উঠবো। ফাইনাল খেলায়, গোপালনগর ইয়াং স্টরকে ২-৩ গোলে পরাজিত করে আলীরটেক ফুটবল টাচ্।

বক্তাবলী ইউপি সদস্য রাসেল এর বিরুদ্ধে ঘাটলা নির্মাণের লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউপির নং ওয়ার্ড সদস্য মোঃরাসেল চৌধুরীর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে

বক্তাবলী ইউপির নং ওয়ার্ডের প্রায় ৫৪ জন ব্যক্তির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,দুর্নীতি দমন কমিশন নারায়নগঞ্জ প্রেস ক্লাবে জমা দিয়েছে

অভিযোগপত্রে উল্লেখ্য যে,২০১২১৩ অর্থবছরের ইউপির রামনগর মধ্যপাড়া মনির মাদবরের বাড়ির খালের উপর সিড়িঁ ঘাটলা নির্মান প্রকল্পের রাজস্বখাতে ভাগ বরাদ্ধকৃত লাখ টাকা এবং ২০১৩১৪ অর্থবছরে রামনগর দক্ষিন পাড়া মৃত.জাফর হাজীর বাড়ির সামনে সিড়িঁ ঘাটলা নির্মান প্রকল্পের লাখ টাকা কোন প্রকার কাজ না করেই ভুয়া বিলের মাধ্যমে তা আত্মসাৎ করে রাসেল মেম্বার

উপরোক্ত বিষয়গুলো সরেজমিনে তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনে ওয়ার্ডবাসি উপরোক্ত প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন করেন

বিষয়ে ইউপির নং ওয়ার্ড মেম্বার রাসেল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,যে স্থানে সিড়িঁর ঘাটলা নির্মানের বরাদ্ধ এসেছে সেখানে জোরপূবর্ক রামনগরের মনির মাদবর সরকারী জমি দখল করে জনসাধারণের গোসল করার জায়গায় ফাউন্ডেশন করে টয়লেটের ট্যাংকি নির্মাণ করেছে। এবং রামনগর দক্ষিন পাড়া মৃত.জাফর হাজীর বাড়ির সামনে সিড়িঁ ঘাটলাটি বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সর্ম্পূন্ন করতে পারিনি পরের বছর কানাইনগর থেকে ডিক্রিচর রাস্তাটি প্রসস্থ করার কারনে সরকারী বেকু দিয়ে সিড়িঁ ঘাটলাটি ভেঙ্গে রাস্তার জন্য মাটি কাটা হয়।এই জন্য আমি সিড়িঁ ঘাটলাটি করতে পারিনি। এই বিষয়টি শওকত চেয়ারম্যানকে জানানো হয়েছে। এবং প্রকল্পের জন্য যে পরিমান টাকা বরাদ্ধ হয়েছিল সেটার কাজ হয়নি বলে পুরো টাকাগুলো আমি শওকত আলী চেয়ারম্যানের কাছে বুঝিয়ে দিয়েছি

সংবাদ মাধ্যমের অধিকার সমুন্নত দেখতে চায় জাতিসংঘ

জাতিসংঘ থেকে বিশেষ সংবাদদাতা, ২৭ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : জাতিসংঘ মহাসচিব বানকি মুনের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, বাংলাদেশে সংবাদমাধ্যমের অধিকার সমুন্নত দেখতে চায় জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সম্প্রতি বাংলাদেশে ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ করে দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এ কথা জানান।

বাংলাদেশের সাংবাদিক মুশফিজুল ফজল আনসারী জানতে চান, আজকের ব্রিফিংয়ে মুক্ত গণমাধ্যমের বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে। যেমন ২০১৫ সালের শুরুর দিকে বন্ধ করে দেয়া হয়েছিল নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি। এভাবেই বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের ভূমিকা কি? জবাবে ফারহান হক বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমরা বাংলাদেশে সংবাদ মাধ্যমের অধিকার সমুন্নত দেখতে চাই।

জীবন শিক্ষায় জালালুদ্দিন রুমির ১০ উক্তি

%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bfমাওলানা জালালুদ্দিন রুমি (১২০৭-১২৭৩) ত্রয়োদশ শতকের একজন ফার্সি কবি। ধর্মতাত্ত্বিক এবং সুফি দর্শনের শিক্ষক ছিলেন তিনি। রুমি খোরাসানের (বর্তমান আফগানিস্তান ) বলখ শহরে ১২০৭ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাদের পরিবার ছিল বিশিষ্ট আইনজ্ঞ ও ধর্মতত্ত্ববিদ পরিবার। তার পিতা বাহাউদ্দিন ওয়ালাদকে সমসাময়িক বিদ্বানরা ‘পণ্ডিতদের সুলতান’ বলে আখ্যায়িত করেছিল।

রুমির পিতা ছিলেন একজন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ, সুফি এবং অতীন্দ্রিয়বাদী যার সাহস, সাধুতা, অন্তরের মহত্ত্ব এবং ঈশ্বরের প্রতি দার্শনিক বা মৌল অভিগমনের পরিবর্তে সরাসরি আধ্যাত্মিকভাবে সমীপবর্তী হওয়ার বাসনা রুমিকে ভীষণভাবে প্রভাবিত এবং অনুপ্রাণিত করেছিল।%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-1

রুমি যে যুগে জন্মগ্রহণ করেন তখন ভয়াবহ এক আলোড়ন চলছিল। অটোম্যান সাম্রাজ্য ভিতরে এবং বাইরে থেকে আক্রান্ত ছিল। ভিতরে ছিল খ্রিষ্টান আক্রমণকারীরা এবং অপর দিক থেকে চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনী। এই সামাজিক-রাজনৈতিক আলোড়ন রুমিকে তরুণকাল থেকে আতঙ্ক ও বিশৃংখলা দ্বারা দহন করেছিল।

ধর্মীয় বিরুদ্ধবাদীদের বিরোধিতা এবং সম্ভাব্য মোঙ্গল আক্রমণের আশঙ্কায় ১২১৯ খ্রিষ্টাব্দে মাত্র বার বৎসর বয়সে রুমি তার পিতাসহ বলখ ত্যাগ করেন। বাহাউদ্দিনের সিদ্ধান্ত সঠিক ছিল। এক বৎসর পরেই বলখ ধ্বংসস্তূপে পরিণত হয়।

পিতার সঙ্গে ভ্রমণের আরেক পর্যায়ে রুমি দামাস্কাস যান। সেখানে সে যুগের শ্রেষ্ঠ দার্শনিক ইবনুল আরাবির সাথে দেখা হয় তাদের। শোনা যায় ইবনুল আরাবি যখন রুমিকে তার পিতার পিছনে হাঁটতে দেখেন- তখন বলেছিলেন, ‘ঈশ্বরের কী মহিমা, একটি হ্রদের পিছনে এক সমুদ্র যাচ্ছে।’

আঠারো বছর বয়সে রুমি সমরখন্দের এক অমাত্যের কন্যা গওহর খাতুনকে বিবাহ করেন। সুলতান ওয়ালাদ ও আলাউদ্দিন তিলবি নামে তাদের দুটি পুত্র সন্তান হয়।%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-2

লারান্দা এবং আর্মেনিয়ার আরজানজানে কিছুদিন অবস্থান করার পর রুমির পিতা কোনিয়ার সুলতান আলাউদ্দিন কায়কোবাদ দ্বারা আমন্ত্রিত হন। তখন ১২২৯ খ্রিষ্টাব্দ। কোনিয়ায় বাহাউদ্দিন ওয়ালাদের জন্য বিশেষভাবে এক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয় এবং ১২৩১ খ্রিষ্টাব্দে তার মৃত্যু পর্যন্ত তিনি সেখানে শিক্ষাদান করেন। পরবর্তীকালে মাত্র চব্বিশ বৎসর বয়সে রুমি সেই বিদ্যাপীঠে তার পিতার উত্তরসূরী হিসাবে প্রতিষ্ঠিত হন।

এখানে রুমির ১০টি জনপ্রিয় উক্তি তুলে ধরা হলো। এগুলো আপনার জীবনের অনেক বড় শিক্ষণীয় বিষয় হতে পারে।%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-3

১. তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। শিক্ষাটা হলো- নিজের মূল্য বুঝতে হবে।

২. আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে। এটি যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে। শিক্ষাটা হলো- নিজের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে থাকুন।

৩. গতকাল আমি চতুর ছিলাম। তাই আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। শিক্ষাটা হলো- পরিবর্তনটা আপনি আনুন্য।

৪. শোক করো না। তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। শিক্ষাটা হলো- ইতিবাচক থাকুন।

৫. প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেওয়া হয়েছে।শিক্ষাটা হলো- নিজের আবেগ নিয়ে বেঁচে থাকুন।

৬. কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। শিক্ষাটা হলো- মনোযোগী থাকুন।

৭. আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা। শিক্ষাটা হলো- নিজের পথ নিজেই সৃষ্টি করুন।

৮. যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস। শিক্ষাটা হলো- আপনি যেমন তেমনই থাকুন।

৯. শোক প্রকাশ হতে পারে সমবেদনার বাগান। যদি সবকিছুতে নিজের হৃদয়টাকে উদার রাখতে পারেন, বেদনা আপনার শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। শিক্ষাটা হলো- ভালোবাসা ও জ্ঞানের জন্য নিজের যাত্রাটাকে নিরবচ্ছিন্ন রাখুন।

১০. আমার প্রথম প্রেমের গল্প শোনামাত্র তোমাকে খুঁজতে থাকি, কিন্তু জানি না ওটা কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে। শিক্ষাটা হলো- সবকিছুতে ভালোবাসা খুঁজতে থাকুন।