৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 232

নাসিক নির্বাচনে চলছে ভোটের সমিকরণ

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শুরু হয়েছে ভোটের সমিকরণ। প্রথমবারের মতো নাসিক নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে একারণে ভোটের হিসেবও নতুন করে কষতে শুরু করেছে ভোটারা। যদিও এখনো নির্বাচনে জমে ওঠেনি। মূলত আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী মার্কা না পাওয়ায় নির্বাচনী মাঠে নামেনি আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। তবে উভয় দলের নেতাকর্মীরা এবারের নির্বাচন গুরুত্বের সাথে নিয়েছে। বিএনপি এবারের নাসিক নির্বাচনকে রাজনৈতিক ইস্যু তৈরী করতে ছক আকঁতে শুরু করেছে। নির্বাচনে যদি কোন ধরনের কারচুরি কিংবা বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয় তা হলেই বিএনপি নতুন ইস্যু নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে আন্দোলণ শুরু করবে। তবে আওয়ামী লীগও দলীয় প্রার্থী বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। স্থানীয় নেতাদের বিরোধ মিটাতে কাজ শুরু করে দিয়েছে। স্থানীয় নেতাদেও সাথে খোদ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। এছাড়া দলের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি টিম নারায়ণগঞ্জে এসে শামীম ও আইভী পন্থি নেতাদের সাথে বৈঠক করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দিয়েছে। তবে এবারের নির্বাচনে ভোটের হিসেব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নতুন করে ভোটের হিসেব কষতে শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। সূত্রমতে, আওয়ামী লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করতে স্থানীয় নেতাদেও নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় নেতারা। কোন বিরোধ যেন আওয়ামী লীগের প্রার্থীও নির্বাচনী প্রচাওে ব্যঘাত সৃষ্টি করতে না পাওে সে ব্যাপারে কঠোর ভাবে সতর্ক কওে দিয়েছে কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আইভী দলীয় সমর্থন পায়ার পর শামীম পন্থি নেতারা কিছু হলেও ক্ষুদ্ধ হন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম পন্থি নেতারা আইভীর পক্ষে কাজ করবে। তবে নেতাদেও দাবি, আমরা আইভীর পক্ষে নয়, আমরা নৌকা প্রতীকের জন্য নির্বাচনী মাঠে নামবো। নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে আনোয়ার হোসেন আইভীর পক্ষে নামলে সকল বিরোধের জল্পনা কল্পনার অবসান হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। সকলে মান অভিমান ভুলে এক কাতারে এসে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নামতে যাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে শুক্রবার আনোয়ার হোসেন ও মহানগর আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা আইভীর পক্ষে জোরালোভাবে মাঠে নামতে যাচ্ছেন। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্ধর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদও আইভীর পক্ষে অচিরেই মাঠে নামবে। এ দু’জন নেতার ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে, দলীয় প্রার্থীও পক্ষে নামতে তারা প্রস্তুত রয়েছে। দলীয় প্রতীক বরাদ্ধ হলে এসব নেতারা নির্বাচনী মাঠে নামবে বলে জানাগেছে। ইতোমধ্যে আইভী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে বৈঠক করেছেন। অন্যান্য নেতাদের কাছেও আইভী যাবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানাগেছে। অপরদিকে, বিএনপির প্রার্থীর পক্ষে দলের সব নেতাকর্মীকে মাঠে নামার নিদের্শ দিয়েছে বিএনপি। গতকাল শনিবার বিকেলে মাওলানা ভাসানী মিলনায়তনে জেলা ও শহর বিএনপি নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়সহ একাধিক কেন্দ্রীয় নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক থেকে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে নামার নিদের্শ দেয়া হয়েছে। যারা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান করবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাই কমান্ড। বিএনপি মনে করছেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিরোধ থাকায় এর সুবিধা বিএনপি নিবেন। এর এ জন্য দলের সব নেতাকর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দিয়েছে কেন্দ্রীয় নেতারা।

নাসিক নির্বাচনে ধানের শীষের জোয়ার বইছে : এড.সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে তার জয় ঠেকানো যাবে না বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, এলাকায় এখন ধানের শীষের পক্ষে জোয়ার বইছে।

সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদেরকে এ কথা বলেন সাখাওয়াত। দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এই নির্বাচনে সাখাওয়াত পেয়েছেন ধানের শীষ।

সাখাওয়াত বলেন, আমাকে বিজয়ী করতে তার দল এবং ভোটাররা একজোট। তিনি বলেন, নারায়ণগঞ্জে এখন বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে।

এই নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই সরকারি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ করে আসছিলেন সাখাওয়াত। প্রতীক বরাদ্দ পাওয়ার পরও একই অভিযোগ তুলেন তিনি। তবে অভিযোগ করলেও কেন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেননি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কি এখন বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরবো, নাকি নির্বাচনের জন্য মানুষের কাছে ভোট চাইবো?।

২২ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে নারায়ণগঞ্জে মোট সাত জন মেয়র প্রার্থী প্রতীক বরাদ্দে পেলেও মূল লড়াই হবে বিএনপির সাখাওয়াত হোসেন খানের ধানের শীষ এব্ং আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভীর নৌকার মধ্যে।

নারায়ণগঞ্জে ট্রলার ডুবিতে নিহত-১,আহত-৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার কালীপুরা এলাকার নূর মোহাম্মদ কমান্ডারের ছেলে। সে ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করতো।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকাতে মেঘনী নদী পারাপারে সময়ে একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে অপর একটি ট্রলারের সংঘর্ষ ঘটে। ওই সময়ে ছয়জন পানিতে ডুবে যায়। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত ও ইকবালকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সরকার দলীয় প্রার্থীকে ছাড় দিচ্ছে রিটার্নিং কর্মকর্তা- এড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী একের পর এক নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছেন। অথচ তা দেখেও না দেখার ভান করছে নির্বাচন কমিশন। আমরা নিরপেক্ষ নির্বাচনের আশা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ পাবে। কিন্তু সরকার দলীয় প্রার্থী যেভাবে আচরণ বিধি লঙ্ঘন করছেন তাতে করে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনসাধারণের মধ্যে সংশয় তৈবি হয়েছে।

রবিবার বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন নগরীর টানবাজার, র‌্যালিবাগান, গলাচিপা, তল্লা ও ইসদাইর এলাকায় দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং উঠান বৈঠক করেছেন বলে জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সোমবার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত (নারী) কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্ধের পরই প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিএনপি ও আওয়ামী লীগ প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় নামার ঘোষণা দিয়েছে।

নারায়ণগঞ্জে সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত-২

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালায় রাস্তা পারাপারের সময় লেগুনা গাড়ির চাপায় রবিবার সন্ধ্যায় ১ শিশু ও ১ বৃদ্ধ মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।

সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও তার নাতনী উক্ত কেওঢালায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে মেঘনাগামী স্বদেশ পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যায় বলে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে।

গত ৬ মাসে এ নিয়ে উক্ত কেওঢালায় শুধু রাস্তা পারাপারের জন্যই ৫ জন মারা গেছে বলে জানা গেছে। মহাসড়কে ৩ চাকার যানবাহন নিষিদ্ধ করার কারণে রাস্তা পার হয়ে গন্তব্যে যাবার জন্য অন্য যানবাহন ধরতে হয় বিধায় জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে রাস্তা পার হতে হয়, আর তাই একের পর এক এ দূর্ঘটনা ঘটেই চলেছে বলে স্থানীয়দের দাবী।

এদিকে এ ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান ‘সোনারগাঁয়ের সাদিপুর, সনমান্দী, বারদী, বন্দরের মদনপুর ও ধামগড় ইউনিয়নের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে এবং মহাসড়কে ৩ চাকার যানবাহন নিষিদ্ধ করার কারণে যে কোন গন্তব্যে যেতে কেওঢালায় রাস্তা পার হয়ে অন্য গাড়িতে উঠতে হয় বিধায় এ দূর্ঘটনা ঘটছে।

নিত্যদিন প্রায় হাজারো শিক্ষার্থী স্কুল ও কলেজে গমন করে এবং প্রায় বিশ হাজার শ্রমিক আদমজী ইপিজেড, ওপেক্স সিনহা গার্মেন্টস, কাঁচপুর বিসিক, রহিম স্টিল, বন্দর স্টিল, পারটেক্স, সুরুজ মিয়া গ্রুপ, জামালউদ্দিন টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাঃ, বেঙ্গল, গাজীপুর পেপার মিলস, এসকিউ কেবলস, চৈতি গার্মেন্টস সহ অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমের জন্য যায়।

সোনারগাঁয়ের বারদীতে অবস্থিত লোকনাথ বক্ষ্মচারীর আশ্রমে আগত হাজার হাজার ভক্তকূল আশ্রমে পৌছানোর জন্য কেওঢালার অত্র রাস্তাটকেই সহজ বলে বেছে নেয়। কিন্তু ভাল যানবাহন না থাকার কারণে সকালে কর্মস্থলে যাবার সময় হাজারও শ্রমিককে যানবাহনের অভাবে হিমশিম খেতে দেখা যায়। যার ফলে প্রায়ই শ্রমিকদের দেরীতে কর্মস্থলে পৌছানোর মাশুল হিসেবে বেতন কাটা যাচ্ছে এবং বেশী ভাড়া গুনতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ‘এলাকার মানুষের জীবনমানের উন্নততর করণে ও দূর্ঘটনার ঝুঁকি থেকে সবাইকে রক্ষার্থে মদনপুর থেকে বারদী রুটে লেগুনা সার্ভিসের দাবী জানাচ্ছি। তাহলে গন্তব্যে পৌছার কাজটি কিছুটা সহজ হবে এবং রাস্তা পার হবার মাধ্যমে দূর্ঘটনার বিষয়টি তখন হ্রাস পাবে বলে আমরা মনে করি।’

জেলা পরিষদ নির্বাচনে আনোয়ারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একমাত্র চেয়ারম্যান প্রার্থী ক্ষমতাসীন দল মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সভাকক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের দিন চেয়ারম্যান পদে এই একক প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া।

তিনি বলেন, একক প্রার্থী হওয়ায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যা্ন হিসেবে আনোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী ঘোষণা করা হবে।

বক্তাবলীতে মহিলা মাদক ব্যবসায়ী ও পতিতা সর্দারণী সুফিয়াসহ ৪ জন আটক

বক্তাবলীর মহিলা মাদক ব্যবসায়ী ও পতিতা সর্দারণী সুফিয়ার বাড়ীতে পতিতা দিয়ে দেহ ব্যবসা করার সময় ৩০ পিস ইয়াবা ও সুফিয়াসহ ৪ জনকে আটক করেছে বক্তাবলী নৌ-ফাঁড়ী পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টায় পতিতা সর্দারণী সুফিয়ার বক্তাবলীর রাজাপুর গ্রামের বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। বক্তাবলীর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স ও এলাকার যুবদের সহযোগিতায় শুক্রবার সুফিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় পতিতা আমেনা(২৫), খদ্দের বক্তাবলীর রাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে হান্নান(৩৩) রামনগর গ্রামের মৃতসোহরাবের ছেলে রাসেল এবং নিজ বাড়িতে দেহ ও মাদক ব্যবসার অভিযোগে ফারুকের স্ত্রী পতিতা সর্দারণী সুফিয়াকে আটক করে। এলাকাবাসী জানায়, রাজাপুর এলাকার প্রভাবশালী ফারুকের স্ত্রী সুফিয়া (৩৫) দীর্ঘদিন যাবত তার নিজ বাসভবনে শহর ও আশেপাশের পতিতা ও মাদক ব্যবসায়ী দিয়ে দেহ ও মাদক ব্যবসা করে আসছে। সুফিয়ার স্বামী ফারুক এলাকার প্রভাবশালী আওয়ামী নামধারী কিছু নেতাদের ছত্রছায়ায় এসব অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে কেউ তার প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। যদি নামধারী নেতাদের গ্রেফতার করা হয় তাহলে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা এলাকায় থাকবে না। ঘটনার সত্যতা স্বীকার করে বক্তাবলীর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক নিউজ প্রতিদিন ডট নেটকে বলেন,সুফিয়া নিজ বাড়িতে দেহ ও মাদক ব্যবসা করছে এমন অভিযোগ জানতে পেরে তার  বাড়িতে অভিযান চালিয়ে সুফিয়াসহ ৪ জনকে আটক করি। তিনি আরো বলেন,বক্তাবলীর যুবকরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এটা অব্যহত থাকলে বক্তাবলীতে কোন প্রকার মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ হতেদেয়া হবে না।

দুর্নীতির অভিযোগ সত্য নয়, আদালতকে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুর্নীতির অভিযোগ সত্য নয় বলে আদালতকে জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে আত্মপক্ষ সমর্থনে এ কথা বলেন বিএনপির প্রধান।

খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ৩২ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে পড়ে শোনান বিচারক। এরপর আদালত খালেদা জিয়ার কাছে জানতে চান এসব অভিযোগ সঠিক কি না?  জবাবে খালেদা জিয়া বলেন, এসব অভিযোগ সত্য নয়।

এরপর অভিযোগের বিষয়ে আদালতে কিছু লিখিত বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। এ পর্যায়ে আজকের কার্যক্রম মুলতবি করে পরবর্তী শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। ওই দিন খালেদা জিয়া তার আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্যের বাকি অংশ আদালতে উপস্থাপন করবেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে আদালতের কার্যক্রম শুরু হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানিতে অংশ নিতে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে পৌঁছান খালেদা জিয়া।

গত ১০ নভেম্বর আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা দুই সপ্তাহের সময় চান। পরে আদালত ২৪ নভেম্বর পর্যন্ত সময় দেন। কিন্তু ওই তারিখে তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করলে আদালত ১ ডিসেম্বর দিন ধার্য করেন।

ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-১

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ইতিমধ্যেই অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। যার প্রেক্ষিতে অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বিদেশী পিস্তল এবং ৩ রাউন্ড গুলিসহ মাহাবুব আলম লাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে ঐ সন্ত্রাসীর স্বীকারোক্তি মতে পিস্তল এবং ম্যাগাজিন ভর্তি গুলি উদ্ধার করা হয়। আটককৃত মাহাবুব আলম লাবু (২৮) সদর উপজেলার ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় এলাকার ইউনুছ আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেছেন, ফতুল্লা মডেল থানার এসআই কাজী এনামূল হক ও এএসআই কামরুল হাসান।

ফতুল্লা মডেল থানার এ এস আই কামরুল হাসান জানান, বুধবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় এলাকা থেকে সন্ত্রাসী মাহাবুব আলম লাবুকে আটক করা হয়। পরে লাবুর স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল এবং ৩ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তফিজুর রহমান আরো বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে এই বিশেষ অভিযান। নাসিক নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার আমাদের একমাত্র লক্ষ। তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের চলমান অভিযান আমাদের অব্যাহত থাকবে ।

এরআগে, নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে একাধিকবার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান অবৈধ অস্ত্র উদ্ধারসহ বৈধ অস্ত্র জমা নেয়ার দাবী জানিয়েছিলেন।

মালয়েশিয়ার সমুদ্রতীরে ৭৬৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার সমুদ্রতীরের পোর্ট ডিকসনের একটি নির্মাণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেদেশের ইমিগ্রেশন পুলিশ। ত‍ারা অবৈধভাবে দেশটিতে বসবাস করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

সোমবার পোর্ট ডিকসনের জিমাহ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।

বারমানা নেগেরি সেম্বাইলান রাজ্যের ইমিগ্রেশন পুলিশের পরিচালক হাপজান হুসাইনিকে উদ্ধৃতি করে জানিয়েছে, আটক হওয়া অভিবাসীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে জাল ভিসা ব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া বা মেয়াদপূর্তির পরেও মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

আটকদের ৭৬৭ জন বাংলাদেশ, ৮০ জন পাকিস্তান, ৫০ জন ভারত, ২২ জন ইন্দোনেশিয়া, ১৩ জন শ্রীলঙ্কা, তিনজন মিয়ানমার ও একজন নেপালের নাগরিক বলে বারনামার খবরে জানানো হয়।

সম্প্রতিকালে চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়া শ্রমিকদের নিয়োগ চুক্তি নবায়নের সুযোগ দেয় মালয়েশিয়া। কিন্তু তাতে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। এদিকে চুক্তি নবায়নের সুযোগ শেষ হতেই অবৈধ অভিবাসীদের আটকে অভিযান শুরু করেছে দেশটি।

এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, এ সব খবর ওরা সঙ্গে সঙ্গে জানায় না, কিছুদিন সময় নেয়। তবে মুখে মুখে কিছু তো ইনফরমেশন আমাদের কাছে আসে। তারপর আমরা যোগাযোগ করি। টেলিফোনের পরও ওরা (মালয়েশিয়ার কর্তৃপক্ষ) নিশ্চিত করে কোনো কিছু বলে ন‍া। ওরা হয়ত বলে তিনশ বা দুইশ’র মতো ধরেছি।

হাইকমিশনার আরও বলেন, যারা আটক হয়, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র থাকে না। ফলে তাদের মধ্যে কতজন বাংলাদেশি সেটা সহজে বলা কঠিন।