১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 11

তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান ঋতুর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিউজ প্রতিদিন ডটনেট : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইয়াবা সেবনের এই ভিডিও ছড়িয়ে পড়ে। নজরুল ইসলাম ঋতু দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের মধ্যে বসে তিনি (নজরুল ইসলাম ঋতু) ইয়াবা সেবনের আসর বসিয়েছেন। একজন তাকে গ্যাসের দিয়াশলাই দিয়ে আগুন দিচ্ছেন আর চেয়ারম্যান ইয়াবা সেবন করছেন। পাশে আরও একজনকে বসে থাকতে দেখা যায়।

জানা গেছে, নজরুল ইসলাম ঋতু গত ইউপি নির্বাচনে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে ৫ হাজার ২৮ ভোটে পরাজিত করে দেশের মধ্যে প্রথম তৃতীয় লিঙ্গের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

যুগান্তকারী এই ঘটনার পর তার নাম উঠে আসে পাঠ্যবইয়ে। জাতীয় শিক্ষাক্রম-২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইয়ের সম্প্রদায় অধ্যায়ে চেয়ারম্যান ঋতুর ছবিসহ তার পরিচয় উঠে আসে।

বক্তাবলী থেকে মহিউদ্দিন মেম্বার ও হৃদয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান

নিউজ প্রতিদিন ডটনেট : শওকত চেয়ারম্যানের নির্দেশে বক্তাবলী থেকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন মেম্বার ও হৃদয়ের প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী সমাবেশে যোগদান।

৪ জানুয়রি বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তারা যোগদান করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাইয়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, না:গঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাত।

এর আগে গত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সমাবেশে শরীফুল হকের শোডাউন

নিউজ প্রতিদিন ডটনেট : প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী সমাবেশে চমক দেখিয়েছে ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য আবু মোঃ শরীফুল হক।

৪ জানুয়রি (বৃহস্পতিবার) দুপুরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে সমাবেশ যোগদান করেন। নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সোয়া ৩টায় পৌঁছান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাইয়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ -২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৪আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫আসনের সাংসদ সেলিম ওসমান, নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাত, এর আগে গত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নারায়ণগঞ্জ স্মার্ট সিটি হবে-প্রধানমন্ত্রী

আবদুর রহিম. মো. আবুল কালাম ( নারায়ণগঞ্জ) আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জের সাথে দেশের অনেক ইতিহাস জড়িত। নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের অনেক অবদান রয়েছে। নারায়ণগঞ্জের উপর দিয়ে মেট্রোরেল নির্মাণ করা হবে।

লিংক রোড ছয়লেনে উন্নতি করা হয়েছে, শহর-বন্দরবাসীর জন্য নাসিম ওসমান সেতু করে দেয়া হয়েছে। পঞ্চবটী-মোক্তারপুর ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছে। নিজের টাকায় পদ্মা সেতু করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা ক্ষমতায় এসেছি বলেই এতো কিছু করতে পেরেছি। বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল সোয়া ৩টায় শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৌঁছান তিনি। এরআগে গত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে চক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে। আমাদের বিরুদ্ধে যতো ষড়যন্ত্র হোক না, আমাদের শক্তি দেশের মানুষ। তিনি দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার আহবান জানান।

নারায়ণগঞ্জ স্মার্ট সিটি হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জকে আমরা স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব। এ ছাড়া নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আমরা নির্মাণ করে দিচ্ছি। নারায়ণগঞ্জে তিনটি মেট্রোরেল তৈরি করার পরিকল্পনা আছে। নারায়ণগঞ্জবাসীর জন্য আমরা তিনটি মেট্রোরেলের লাইন তৈরি করব। এমআরটি লাইন ১, ২ ও ৪। এমআরটি লাইন ওয়ান ঢাকা থেকে নারায়ণগঞ্জের উপর দিয়ে মেট্রোরেল চলবে। এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন ২ ও ৪ এগুলো সবই যাবে নারায়ণগঞ্জের উপর দিয়ে। এছাড়া আমরা নারায়ণগঞ্জ স্পেশালি ইকনোমিক জোন করবো।

বিএনপি কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ সামনের দিকে যায় আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ পেছনের দিকে নিয়ে যায়‌। আমরা ক্ষমতায় থাকতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিলাম। বিএনপি ক্ষমতায় এসে পিছিয়ে দিয়েছে। ২০০৯ সাল থেকে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও মাথাপিছু আয় বৃদ্ধি করেছে আওয়ামী লীগ সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৮ এর নির্বাচনে বিএনপি ২০ দলীয়ভাবে ও আমরা মহাজোট হয়ে নির্বাচন করি। আমরা ২৩৩ সিটে জয় লাভ করেছিলাম। বিএনপি পায় শুধু ৩০ টি সিট। বাকিগুলো জোটের মিত্ররা পেয়েছিল। এ নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচন ঠেকাতে আগুন সন্ত্রাস শুরু করে। ২০১৪ এর নির্বাচন যাতে না হয় সে লক্ষে ২০১৩ থেকেই তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছে। মানুষকে পুড়িয়ে ফেলেছে। মানুষকে হত্যা করেছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই জ্বালাও পোড়াও, মানুষ খুন করাই হলো বিএনপির একমাত্র গুণ। দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই তাঁর শেষ নির্বাচনী সভা।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কই, বিএনপি নাই, লাল কার্ড খেয়ে বিএনপি পালিয়ে গেছে। খেলা হবে, আগামী ৭ জানুয়ারী ফাইনাল খেলা হবে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, দূর্নীতির বিরুদ্ধে। বিএনপির আন্দোলন ভূয়া, অবরোধ ভূয়া, হরতাল ভূয়া, মানুষে মানে না ভূয়া। একদফা ভূয়া।

প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জে মেট্রোরেল দাবি শামীম ওসমানবলেন, নেত্রীর কাছে চাওয়ার কিছু নেই। আপনি সব দিয়েছেন। আমার নারায়ণগঞ্জের মানুষ মেট্রোরেলে উঠতে চায়। সন্তান কখনও মায়ের কাছে চায় না। মা সন্তানের আবদার এমনিতেই পূরণ করে দেয়।

শামীম ওসমান বলেন, আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম, বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা ৮১ সালে বাংলাদেশে এসে আমাদের স্বপ্ন দেখাতে শুরু করে। ৭৫ সালে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করার পরও খুনিরা থেমে যায়নি, খুনিরা আমাদের নেত্রীকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছিল। খুনি জিয়ার দল বিএনপির সন্ত্রাসীরা খুনি তারেক রহমানের নির্দেশে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। ওরা বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, হাসপাতালে আগুন দিচ্ছে।

একটা সাইকো লন্ডনে বসে আছে। আমাদের দাবি থাকবে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, ওই খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ করা। বিএনপিকে একটা সময় রাজনৈতিক দল ভাবতাম, এখন আর ভাবি না। কারণ, ৫০০ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, ট্রেনে একটা মা আর তার সন্তানকে একসাথে পুড়িয়ে মারা, একটা মৃত পুলিশকে চাপাতি দিয়ে কোপানো – এটা আর যাই হোক রাজনীতি হতে পারে না। দেড় হাজার গাড়ি পুড়িয়েছে কয়েক দিনে! আমাদের কর্মকান্ড যদি ওনাদের পছন্দ না হয়, নিজের একটা গাড়ি রাস্তায় এনে পুড়িয়ে দেখাক! তাহলে বুঝবো ওনাদের দেশপ্রেম কতটুকু!

সমাবেশের সভাপতিত্ব করে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১আসনের সাংসদ বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এমকেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড.খোকন সাহাসহ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়, স্থানীয় নেতৃবৃন্দ।

 

নারায়ণগঞ্জে প্রশাসনের সঙ্গে সভা করলেন ইসি আলমগীর

নিউজ প্রতিদিন ডটনেট : উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়েকটি স্থানে ব্যালটে ভোট হয়েছে, সব জায়গায় এভাবেই নির্বাচন করেছি। কেউ বলার সুযোগ পাবে না যে, আগের রাতে ভোট পড়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৮ তারিখ থেকে উৎসব শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। ভোটারদের মাঝে আমেজ আসতে কিছুটা সময় লাগবে। তারা প্রার্থীদের কথা শুনবেন।

মন্ত্রী ও এমপিদের প্রভাব অন্য প্রার্থীদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, কোথাও যদি বাঘ থাকে এবং তার চেয়ে ছোটখাটো কোনো প্রাণী যদি থাকে, সেখানটা তো ভারসাম্যহীন হয়ে যায়। পুলিশ ও ম্যাজিস্ট্রেট আছে। তারা এসব দেখবে। মাঠ সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। কেউ যেন কাউকে বাধা না দেয়।

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে ইসি আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করা হচ্ছে। নিরাপত্তার জন্য কারও অস্ত্র লাইসেন্স করা থাকলে তা নিয়ে নিলে তো তাকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। এখন আমরা তাকে নিরাপত্তা দেব না, নির্বাচনকে নিরাপত্তা দেব। লাইসেন্স করা অস্ত্র থাকলেও কেউ অবৈধভাবে অস্ত্র প্রদর্শন যেন করতে না পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কারা এজেন্ট হবেন, সেই তালিকা আগে থেকে দিতে হবে। কোনো এজেন্টকে বের করে দেওয়া যাবে না। এজেন্টদের সই ছাড়া কোন রেজাল্ট ডিক্লেয়ার করা যাবে না। কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট যেন থাকে, তা নিশ্চিত করতে হবে।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, র‍্যাব ১১ এর অধিনায়ক (সিও) তানভীর মাহমুদ পাশাসহ জেলা নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হরতাল সমর্থনে নারায়ণগঞ্জে বিক্ষোভ,সড়ক অবরোধ

নিউজ প্রতিদিন ডটনেট : বিএনপির ডাকা হরতালের পক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে এসব কর্মসূূচি পালন করে।

বিএনপির ডাকা হরতালের সমর্থনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-চট্টগ্রাম সড়কের মদনপুর, ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি এবং মহানগর যুবদলের নেতাকর্মীরা। ঢাকা-মোক্তারপুর সড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানান, অবৈধভাবে একতরফা নির্বাচনের যে চেষ্টা হচ্ছে তা কোনদিন সফল হবেনা। জনগণ আজ এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে, তারা রাজপথে নেমে এসেছে। জনগণকে নিয়ে এ সরকারের পদত্যাগ না ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীরা রাজপথ ছাড়বেনা।

ফতুল্লায় লিটনের নেতৃত্বে আনন্দ মিছিল

নিউজ প্রতিদিন ডটনেট :  সারাদেশের ন্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় ফতুল্লায় নৌকার পক্ষে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটনের নেতৃত্বে নৌকার পক্ষে বিশাল আনন্দ মিছিল ফতুল্লার সাহার সিটি এলাকা থেকে ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফতুল্লা পাইলট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত জননেতা একেএম শামীম ওসমানের নৌকার পক্ষে আনন্দ মিছিল বের করা হয়। আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে বিপুল ভোট প্রদান করে শামীম ওসমানকে নির্বাচিত করা হবে। কেননা শামীম ওসমানের বিকল্প কোন ব্যক্তি আজও পর্যন্ত সৃষ্টি হয়নি। শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনকে উন্নয়নের চাঁদরে ডেকে দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতার রক্ষায় আবারো শামীম ওসমানকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী রাসেল আহম্মেদ মাসুম, যুগ্ম সম্পাদক রফিক প্রধান, প্রচার সম্পাদক মিন্টু পাল, জাকির হোসেন বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন, রতন, আলামিন, মেয়াজ্জেম বাবু, পারভেজ, জয় ও লিমন প্রমুখ।

কুতুবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় প্রথমে কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। দ্বিতীয়টি ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ভুইঘড় হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে। এবং তৃতীয়টি ৭,৮,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলিগঞ্জ উচ্চ বিদ্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ শহীদ ডিপি বাদল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাউসার আহমেদ পলাশ,ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু,
ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক,কৃষি বিষয়ক সম্পাদক হাজী ইউনুস দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, কুতুবপুর ইউনিয় যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক,কুতুবপুর ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সালাউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন, ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সহ সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা !

নিউজ প্রতিদিন ডটনেট : আত্মহত্যার চেষ্টা করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নয়। তিনি মনে করেন, এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো।

তিনি আরো জানান, তানজিন তিশাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহানের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তানজিন তিশা। কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। এর জেরে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আত্মহত্যার চেষ্টা করেন এ অভিনেত্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেয়া হয়েছিল। আপাতত তিনি বিপদমুক্ত।

বাংলাদেশে নেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস !

নিউজ প্রতিদিন ডটনেট : মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন। বিষয়টি অবগত থাকলেও কিছু জানাতে রাজি হচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস। যদিও বেশ কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে গেছেন।

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সংলাপের উদ্যোগসহ নানামুখী ভূমিকায় বেশ আলোচনায় আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ দুপুরের পর থেকে হঠাৎ শোনা যাচ্ছে আলোচিত এ রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে গেছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়। সেই হিসেবে আমরাও…।

বিদেশি দূতদের অবস্থান বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়ার বিষয়ে সেহেলী সাবরীন বলেন, প্রটোকল অনুযায়ী আমরা যেটা অনুসরণ করি- বাংলাদেশে যারা বিদেশি মিশন প্রধান বা রাষ্ট্রদূত আছেন তারা যখন স্টেশন লিভ করেন তারা আমাদের প্রটোকলকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে যান। একইভাবে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়াটারকে জানাতে হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয় তার নামটা প্রকাশ করতে হয়। এটা একটা কূটনৈতিক প্রক্রিয়া।
মার্কিন রাষ্ট্রদূতের বর্তমান অবস্থানের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির কাছে জানতে চায় ঢাকা পোস্ট। তিনি কোনো মন্তব্য করেননি।

মার্কিন রাষ্ট্রদূত ছুটিতে বাংলাদেশের বাইরে যাওয়ার তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। তবে কোথায় গেছেন তা নিশ্চিত করেনি সূত্রটি।

অবশ্য ঢাকার শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সস্ত্রীক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়ে গেছেন।