১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 16

ঈদুল আযহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন-আল আমীন সিদ্দিকী

নিউজ প্রতিদিন ডটনেটত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন এবং ফিরে আসুক জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি। নারায়ণগঞ্জ তথা বক্তাবলী সর্বস্তরের জনগণ ও বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতা- কর্মীদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আল আমীন সিদ্দিকী।

এক শুভেচ্ছা বার্তায় এড. আল আমীন সিদ্দিকী বলেন, কঠিন সময়ের মধ্যে দিয়ে দেশের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমার নেতা তারেক রহমান মিথ্যা মামলা দেশের বাইরে অবস্থান করছেন। তারপরও তিনি দেশের মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রকে পুনঃ উদ্ধারের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং দলকে সুসংগঠিত করছেন। পবিত্র ঈদুল আযহার মাধ্যমে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তিনি আরও বলেন, আসুন ঈদুল আযহার সুমহান ত্যাগের শিক্ষায় আলোকিত হয়ে সকল ভেদাভেদ ভুলে সবাই পরষ্পর আপন থেকে আরো আপন হয়ে যাই। সামাজিক ও ভ্রাতৃত্ববোধের বন্ধন অটুট ও সুদৃঢ় রাখি। ঈদুল আযহার এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত থাকুক। পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।

সেলিম ওসমানের সুস্থতা কামনায় জিকু’র উদ্যাগে দোয়া

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়াণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমানের দ্রত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও তরুণ সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

শনিবার (২৪ জুন) বাদ আছর নারায়ণগঞ্জ মাসদাইর সিটি কর্পোরেশন জামে মসজিদে নুরুজ্জামান জিকু’র উদ্যোগে উক্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বদর শাহ আল কাদেরী ও হাফেজ জাকারিয়া মোমেন। মিলাদ ও দোয়া শেষে মুসল্লীদের মাঝে নেওয়াজের প্যাকেট বিতরণ করা হয়।

গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নুরুজ্জামান জিকু নারায়নগঞ্জসহ দেশেবাসীর কাছে এবং দলমত নির্বিশেষে সকলের কাছে সেলিম ওসমানের জন্য দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহতালা যেন এমপি মহোদয়কে দ্রুত সুস্থতা দান করেন।,আমিন।

২৩ জুন শুক্রবার বিকালে হঠাৎ করেই তিনি অসূস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিকেএমইএ’র সকল সদস্য ও নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি গিয়াস, সম্পাদক খোকন

আবদুর রহিম : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন।

শনিবার (১৭ জুন) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আঃ সালাম আজাদ। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বি-বার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হোন।

অন্যদিকে, সম্মেলনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছিল।

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানসহ প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, সম্মেলনের পূর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিশ্চিত হয়ে গেলেও অফিসিয়ালভাবে সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সর্বশেষ ২০০৯ সালের ২৫ শে নভেম্বর শহরের আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে জেলা বিএনপি’ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনে তৈমূর আলম খন্দকারকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধরণ সম্পাদক করা হয়।

ফতুল্লায় সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসায়ীকে আনতে গিয়ে স্বামী-স্ত্রী আটক

নিউজ প্রতিদিন ডটনেটঃ ফতুল্লায় সাংবাদিক পরিচয় বহন করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের নিকট থেকে মাদক ব্যবসায়ী কে ছাড়িয়ে আনেত গিয়ে স্বামী-স্ত্রী নিজেরাই ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছেন। পরে তাদের কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড  প্রদান করেন ভ্রামমান আদালত।

আটককৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর এলাকার মোঃ ওকলে উদ্দিনের পুত্র জোহা মিয়া (৫০) তার স্ত্রী শামীমা খানম সনিয়া (৩১) ও একই থানার আলীগঞ্জ এলাকার তারা মিয়ার পুত্র মোঃ আরমান (৪০)। বুধবার দুপুরে তাদের কে আলীগঞ্জ এলাকা থেকে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকের পর অনৈতিক সুবিধা আদায়ে শামীমা খানম সোনিয়া ও জোহা মিয়া নিজেদের কে সাংবাদিক পরিচয় দিলেও তারা কোন পরিচয় দেখাতে পারেনি বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানায়।
জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে আরমান,শামীমা খানম সোনিয়া ও তার স্বামী জোহা কে আটক করে।

পরে ইয়াবা বহন ও সেবনের দায়ে নারায়নগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ রবিন মিয়া শামীমা খানম সোনিয়া ও তার স্বামী জোহা কে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন একই সাথে গাজাঁ সেবনের দায়ে আটককৃত আরমান কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন।

বিষয়টি স্বীকার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দরিদর্শক ফজলুল হক জানান, সকালে আরমান নামের এক যুবক কে গাঁজা খাওয়ার সরঞ্জাম সহ আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে নিয়ে আয়নু নামের শির্ষস্থানীয় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গেলে  ঘটনাস্থলে ছুটে আসে শামীমা ও তার স্বামী  জোহা মিয়া।

তারা নিজেদের কে সাংবাদিক পরিচয় দিয়ে আটককৃত আরমান কে ছাড়িয়ে নিতে চায় এবং আয়নু কে গ্রেপ্তারে বাধা প্রদান করেন।  এক পর্যায়ে তারা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরপর কর্মকর্তাদের উপর চড়াও হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করে ফেলে।

পরে শামীমার সাথে থাকা ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করে ১০ পিছ ও তার স্বামী জোহার মানিব্যাগ তল্লাশি করে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তিনি আরো জানান, আটকের পর তারা স্বীকার করে যে,সাংবাদিক পরিচয় বহন করে ফতুল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট থেকে নগদ অর্থের সুবিধা গ্রহন করে। তারা সাংবাদিক পরিচয় দিলেও কোন পরিচয় পত্র দেখাতে পারেনি।

ফতুল্লার বক্তাবলীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি ও শহীদ মিনার ভাংচুর

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ সদর উপ জেলার ফতুল্লা থানা বক্তাবলীর লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটের ঠিক সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালো কালির মাখিয়ে লেপটে দিয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতির ঠিক নীচে ভাষা শহীদদের প্রতিক শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা যায়, ১২ জুন (সোমবার) দিবাগত রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

স্থানীয়দের ধারনা মতে, বিএনপি জামায়াতের লোকেরা (আওয়ামী বিরোধী) এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, সাম্প্রদায়িক অপশক্তি গ্রুপ মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতিরপিতার প্রতিকৃতি ক্ষতিগ্রস্ত ও শহীদ মিনার ভাংচুর করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বক্তাবলীর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের বাছির সরদার এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান ফকির বলেন, এটি ন্যাক্যারজনক ঘটনা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের খুঁজে বেড় করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান

এব্যাপারে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান ফকির’র নির্দেশে বিদ্যালয়ের সদস্য সচিব জালাল উদ্দীন ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।

১৩ জুন (মঙ্গলবার) দুপুরে নয়াপুর এলাকায় তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন তিনি।

জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে আল আরাফাহ ব্যাংকে জমি বিক্রির টাকা জমা দিতে যান হুমায়ুন কবির। তিনি ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালে জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে ছয়জন ‍যুবক আসেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে এক যুবক তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। তখন হুমায়ুন কবির দৌড়ে আত্মরক্ষা করেন।

চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। সাবেক চেয়ারম্যানের ভাতিজা তায়েব শিকদারের নেতৃত্বে ছয়জন যুবক এসে রাস্তার মধ্যে চার রাউন্ড গুলি ছুড়ে আমাকে হত্যার চেষ্টা করে। দৌড় দেওয়ার কারণে আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।

এ ঘটনায় অভিযুক্ত তায়েব শিকদার বলেন, আমি একজন ছাত্রলীগ কর্মী। আমি স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করি। আমি চেয়ারম্যানকে সম্মান করি। তার বাড়িতে নিয়মিত যাতায়াত করি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলো যাচাই করলেই সব পরিষ্কার হওয়া যাবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেয়ারম্যানকে গুলি ছুড়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

নারায়ণগঞ্জ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার’র ভূয়া ডাক্তার আটক

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ শহরে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে এক বছর সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়।

রোববার দুপুর ১টায় চাষাড়াস্থ গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালান গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তারা।

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের ৬নং কক্ষে চর্ম ও যৌনবিষয়ক ডাক্তার মো. সাইদুল ইসলামকে চিকিৎসা দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। এতে ডাক্তার হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি প্রাকটিস করার কথা স্বীকার করেন।

পরে দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানমের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভুয়া এমবিবিএস প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ফতুল্লায় ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিউজ প্রতিদিন ডটনেট: ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশুদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) নিয়ে আনার পর কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা আবু তাহেরকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ের জামাতা পরিচয় দিয়ে মুঠোফোনে জানায় এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি, তদন্ত চলছে । তবে প্রাথমিক ভাবে জানতে পেরেছি বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করেই এই ঘটনা। আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

নিউজ প্রতিদিন ডট নেট’র সহসম্পাদক হলেন মাহমুদুল হাছান

নিউজ প্রতিদিন ডট নেট: জনপ্রিয় নিউজ পোর্টাল “ নিউজ প্রতিদিন ডট নেট’র সহ-সম্পাদক হলেন মধ্যনগর আদর্শ সমাজ কল্যাণ সংসদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহমুদুল হাছান। নিউজ প্রতিদিন ডট নেট এর পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন।

নিউজ প্রতিদিন ডট নেট এর সহ-সম্পাদক মাহমুদুল হাছান বলেন, নিউজ প্রতিদিন ডট নেট বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামীতেও আমাদের এই নিউজ পোর্টালটি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে-ইনশাল্লাহ।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির অনুমোদন

নিউজ প্রতিদিন ডট নেট: ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

৩১ মে (বুধবার) বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. নুরুল আমিন মাসুম ও সদস্য সচিব মো. আবুল কালাম বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি অনুমোদন প্রদান করেন।

নবনির্বাচিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা হলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক – মানিক মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. দিলখোশ আলী, সাধারণ সম্পাদক – আফজাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি-মো. মোতালেব সরদার, সাধারণ সম্পাদক – আ. রহিম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক – আ. মোতালেব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক – মো. নুরু মাদবর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. ছলিম বেপারী, সাধারণ সম্পাদক – মো. রহমতুল্লাহ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি – মো. মাহবুবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক – মো. সেলিম সারোয়ার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি-মো. মফিজুল ইসলাম , সাধারণ সম্পাদক-মো. আলী আকবর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি-মো. লোকমান হোসেন , সাধারণ সম্পাদক-কাবাদ শেখ প্রমূখ।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. নুরুল আমিন মাসুম ও সদস্য সচিব মো. আবুল কালাম বলেন, ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতৃবৃন্দরা প্রতিটি ওয়ার্ডের গঠনতন্ত্র মোতাবেক পূনাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার পর অনুমোদন প্রদান করা হবে।