১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 17

ফতুল্লার আওয়ামীলীগ নেতা হাকিম চৌধুরী জানাযা নামাজ সম্পন্ন

নিউজ প্রতিদিন: ফতল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা নামাজ আজ বৃহস্পতিবার (১১ মে) বাদ আসর কানাইনগর সোবহানীয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে কানাইনগর নীজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বাদ যোহর মাসদাইর গভঃগার্লস স্কুলের পাশে ১ম জানাযা অনুষ্ঠিত হয় এবং কানাইনগর স্কুল এন্ড কলেজ মাঠে বিকেলে ২য় জানা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদউল্লাহ বক্তব্য রাখেন। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ -সভাপতি নির্বাচিত হন। তিনি আজ সকাল ৭টায় মাসদাইর নীজ বাসভবনে ৮৭ বছর বয়সে মারা যান। মৃত্যু কালে তিন ছেলে চার মেয়ে স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মসজিদের সামনে কার্টনে নবজাতকের লাশ-চিঠি, সঙ্গে টাকা

নিউজ প্রতিদিন: টাঙ্গাইলের ঘাটাইলে রাইসকুকারের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ। মঙ্গলবার (০৯ মে) সকালে উপজেলার সিংগুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নবজাতকের মৃতদেহের কার্টনে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ চিরকুটের সাথে কার্টনে এক হাজার টাকাও ছিল।

মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ‘ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। এমন সময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইসকুকার রাখা। রাইসকুকারের কার্টনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্য কিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ খুলতে সাহস পাচ্ছিল না। পরে মসজিদ কমিটির লোকজনকে সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি ফুটফুটে এক মৃত নবজাতক এবং পাশে একটি চিরকুট।’

বিষয়টি জানাজানি হলে নবজাতকটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. মাসুম সদস্য সচিব কালাম

ফতুল্লা থানা শাখার বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৮ মে (সোমবার) মো. এড. নুরুল আমীন মাসুমকে আহবায়ক ও মো. আবুল কালামকে সদস্য সচিব করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ জন কারাগারে

নিউজ প্রতিদিন: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আরো ৯ জনের জামিন না মঞ্জুর করা হয়।

৮ মে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ নির্দেশ দেন।

আজাদ ছাড়া অপর ৯ জন হলেন আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ, সাতগ্রাম ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন আতাউর, যুবদলের সদস্য সচিব রিপন, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনি মিয়া, ফতেহপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন, ইমরান হোসেন, যুবদল আসাদুজ্জামান আসাদ।

গত ১১ ফেব্রুয়ারী পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর মামলা হয়। পুলিশের মামলায় ৫০ জনের নাম উল্লেখ ও আরো ৭০ জনকে বিবাদী করা হয়। পরে আজাদ সহ ১০ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত বিএনপি নেতা আজাদসহ ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।

আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করে জামিনের আবেদন করবো।

ছাত্রদলের সাত জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

নিউজ প্রতিদিন: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ ছাত্রদলের সাত জনের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

৭মে (রোববার) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে নাশকতার মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এসময় দোলনসহ ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক ফয়সাল শান্ত, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক শাহাদাতের জামিন বাতিল করে কারাগ্রারে প্রেরণের নির্দেশ আদালতের।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল

নিউজ প্রতিদিন: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম আজ রোববার এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘জাহাঙ্গীর আলম মেয়র পদে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন সেই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হলো।’

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৬ এপ্রিল মনোয়নপত্র সংগ্রহ করেন বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরের দিন তিনি মনোনয়নপত্র জমা দেন।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে তাকে শর্তসাপেক্ষে ক্ষমাও করে আওয়ামী লীগ।

এবার গাজীপুর সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

নারায়ণগঞ্জের সেভেন মার্ডার: আপিলে আটকে আছে ফাঁসির রায়

আবদুর রহিম: নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের ঘটনার ৯ বছর অতিবাহিত হলেও আপিলে ঝুলে আছে ২৬ জনের ফাঁসির রায়। রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে নিহতদের স্বজন,বাদী এবং মামলার আইনজীবী

২০১৪ সালে এই নৃশংস এ ঘটনা ঘটে। এই হত্যাকন্ড গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। সরকার দলীয় সাংসদ শামীম ওসমানের অনুসারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলরের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে আদালত থেকে জামিন নিয়ে বাসায় ফেরার পথে অপহরণ এবং পরে হত্যাকান্ডের শিকার হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, সহযোগী মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম।

অপহরণের তিন দিনের মাথায় ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় ভেসে ওঠে সাতজনের মৃতদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ ছাপিয়ে আলোচিত হয় দেশব্যাপী। এই ঘটনার পর আলোচিত সাংসদ শামীম ওসমান এবং নূর হোসেনের মধ্যে মোবাইলে কথোপকথনের একটি অডিও বার্তা প্রকাশের পর নারায়ণগঞ্জের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।  ঘটনার সাথে সাংসদ শামীম ওসমানের জড়িত থাকার বিষয়টি বেশ আলোচিত হয়। ঘটনার পরপরই মামলার প্রধান আসামী তৎকালীন সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেন ভারতে পালিয়ে যায়। তাঁর পালিয়ে যাওয়ার পেছনে সাংসদ শামীম ওসমানের হাত ছিল বলেও সর্বোত্র চাউর হতে থাকে।

এ ঘটনায় নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন নূর হোসন। আত্মগোপনে  থাকাবস্থায় সেখানে গ্রেফতার হয়। দেশে ফিরিয়ে আনার পর বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই হত্যা মামলার রায়ের পর ২০১৮ সালের ২২ অগাস্ট ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেয়। কিন্তু, আপিলে গিয়ে ঝুলে আছে এই রায়।

বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী এবং নগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।

চাঞ্চল্যকর সেভেন মার্ডার মামলায় তৎকালীন কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির আদেশ দেয় আদালত। এছাড়া বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ২৩ জন, পলাতক রয়েছেন ১২ জন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, ল্যান্সনায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়্যব, কনস্টেবল শিহাব উদ্দিন, র‌্যাব সদস্য এসআই পূর্ণেন্দু বালা, সিপাহী সাদুজ্জামান নূর, নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী, আবুল বাশার, নূর হোসেনের সহযোগী ভারতে গ্রেপ্তার সেলিম, সানাউল্লাহ সানা, শাহজাহান, জামাল উদ্দিন, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ, সৈনিক তাজুল ইসলাম ও সার্জেন্ট এনামুল কবির।

সাজাপ্রাপ্তরা হলেন- ল্যান্স কর্পোরাল রুহুল আমিন (১০ বছর), এএসআই বজলুর রহমান (৭ বছর), হাবিলদার নাসির উদ্দিন (৭ বছর), এএসআই আবুল কালাম আজাদ (১০ বছর), সিপাহী নুরুজ্জামান (১০ বছর), বাবুল হাসান (১০ বছর), র‌্যাবের সদস্য কর্পোরাল মোখলছুর রহমান (১০ বছর), এএসআই কামাল হোসেন (১০ বছর) ও কনস্টেবল হাবিবুর রহমান (১৭ বছর)।

মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন,  আসামীরা সবাই প্রভাবশালী।  সিদ্ধিরগঞ্জের অপরাধ জগৎ  এখনো তাদের নিয়ন্ত্রণে। রায় হলেও এখনো কার্যকর হয়নি। কিসের জন্য অপেক্ষা, কার ইশারায় রায় কার্যকর থমকে আছে জানিনা, আমরা দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আপিলের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে বলেন, রায়ের পর এভাবে বছরের পর বছর ধরে আসামিরা কারাগারে, অথচ রায় কার্যকর হচ্ছে না।

নিম্ন আদালতে এই মামলার রায় দ্রুত হলেও  নিম্ন আদালতে সাজার বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেছে। তবে আপিল বিভাগে মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমরা চাই, রায় বহাল রেখে মামলাটি দ্রুত নিষ্পত্তি করে এই মামলার রায় কার্যকর করা হোক।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার সহযোগী মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মনিরুজ্জামান স্বপনের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহরণের শিকার হন। এর তিনদিন পর ৩০ এপ্রিল নজরুল ইসলামসহ ছয় জন ও ১ মে সিরাজুল ইসলাম লিটনের লাশ শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর থেকে উদ্ধার করে পুলিশ।

বক্তাবলীবাসীকে আওয়ামী লীগ নেতা আনোয়ার’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী ও নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হুসাইন

এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হুসাইন বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর ।

তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এই প্রত্যাশায় ফতুল্লা ও সমস্ত দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক!!

বক্তাবলী ও দেশবাসীকে আব্দুল বারেক মোল্লার ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারেক মোল্লা মুসলিম উম্মাহসহ বক্তাবলী ও দেশ বাসীকে মুসলিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বারেক মোল্লা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর ।

তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এই প্রত্যাশায় ফতুল্লা ও সমস্ত দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক!!

আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীরের পক্ষ থেকে দেলোয়ারের ঈদুল ফিতরের শুভেচ্ছা 

নিউজ প্রতিদিন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মো. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে ফতুল্লা ও বক্তাবলী বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আলোকিত বক্তাবলীর সহ-সভাপতি, বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মেসার্স সুরুজ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো.দেলোয়ার হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় দেলোয়ার হোসেন বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর ।

তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এই প্রত্যাশায় ফতুল্লা ও সমস্ত দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক!!