সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এডভোকেট আল আমীন সিদ্দিকী। এডভোকেট আল আমীন সিদ্দিকীর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা সংবাদ ছাপানেরে কারণে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। লিগ্যাল নোটিশে এডভোকেট আল আমীন সিদ্দিকীর পক্ষে তাঁর বিজ্ঞ আইনজীবী লিখেছেন,অত্র নোটিশ দাতা কর্তৃক কৌশলী নিযুক্ত হইয়া নোটিশ দাতার বর্ণনা ও পরামর্শ মোতাবেক আপনাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করা যাইতেছে যে, আপনি নোটিশ গ্রহীতা নারায়ণগঞ্জ বিডি ডট নেট (ঘধৎধুধহমধহলনফ.হবঃ) এর সম্পাদক এবং জন্মভূমি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি পরিচয়ধারী একজন সাংবাদিক। আমার মোয়াক্কেল অত্র নোটিশ দাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত একজন আইনজীবী এবং একটি রাজনৈতিক দলের সদস্য হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বক্তাবলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ফতুল্লা থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক। আপনি নোটিশ গ্রহিতা দীর্ঘদিন যাবত আমার মোয়াক্কেলকে অসৎ উদ্দেশ্যে বে-আইনী লাভের আশায় নানাভাবে হয়রানী করার অপচেষ্টায় লিপ্ত থাকিয়া তাহার নিকট বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবী করিতে থাকিলে আমার মোয়াক্কেল আপনার দাবি পূরণ না করায় আপনি আমার মোয়াক্কেলের মানহানি করিবার জন্য ২১/০৮/১৭ ইং তারিখে তাহার বিরুদ্ধে আপনার সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ঘধৎধুধহমধহলনফ.হবঃ এ “মিলন মেহেদীর বিশাল শোডাউন : বক্তাবলীতে পাল্টে গেছে বিএনপি’র চিত্র” শিরোানামে একটি সংবাদ আপলোড করে প্রকাশ করেন। সংবাদটি একই তারিখে উক্ত শিরোনামে দৈনিক জন্মভূমি পত্রিকায়ও প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদটি একই তারিখে জধভরয়ঁষরংষধস ঔরনড়হ নামে আপনার ফেইসবুক একাউন্টের টাইম লাইনে শেয়ার করে প্রচার করেন। আপলোড ও শেয়ারকৃত সংবাদটিতে আপনি লিখেছেন, “ইউনিয়ন বিএনপি’র অযোগ্য দুই নেতা এই দলের বারটা বাজিয়েছে। এদের মাঝে আবার একজন নাস্তিক হিসেবে পরিচিত। সে মূর্তি পূজারী। মূর্তির পক্ষের লোক। নিজে নাস্তিক এবং নাস্তিকদের অনুসারী। সব সময় এই কুলাঙ্গার বিএনপি’র নেতাকর্মীদেরকে মূর্খ বলে গালি দেয়”। যাহা মিথ্যা, মানহানিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সামিল। আপনি সংবাদে “অযোগ্য দুই নেতা”, “তাদের মধ্যে একজন” কথাগুলো লিখেছেন। যেহেতু আমার মোয়াক্কেল বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিতেছেন, সেহেতু সংগঠনের উক্ত ইউনিটে শীর্ষ দুই পদবীধারী নেতৃত্বের মধ্যে তিনি একজন। স্বাভাবিক কারণেই সংবাদে লেখা মিথ্যা, বানোয়াট এসব কথায় আপনি আমার মোয়াক্কেলের ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ তাঁর পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি এবং আর্থিক ক্ষতি সাধন করিয়াছেন; যাহার পরিমাণ এক কোটি টাকা।
অতএব, আপনি নোটিশ গ্রহিতা অত্র নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে আপনার অনলাইন নিউজ পোর্টালে আপনার সম্পাদনায় উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদের গর্ভে উল্লেখিত মিথ্যা, ব্যক্তিগত আক্রমন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর কথাগুলো সম্পর্কে অপরাধ ও ভুল স্বীকার করিয়া আপনার সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টালসহ জন্মভূমি পত্রিকায় ও আপনার ফেইজবুক একাউন্টে একই গুরুত্ব সহকারে প্রকাশ করিবেন। অন্যথায় আমার মোয়াক্কেলের বিরুদ্ধে এসব লেখার কারণে আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে বাঁধ্য হইবেন এবং তাহাতে সাকুল্য ব্যয় আপনার প্রতিকূলে যাইবে।
অত্র লিগ্যাল নোটিশের হুবহু এক কপি ভবিষ্যতে আইনগত ব্যবহারের জন্য আমার সেরেস্তায় সংরক্ষণ করা হলো।