১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 138

দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক – মনির হোসেন

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপির স্মারকলিপি

কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির নেতাকর্মীদের দেয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবদল নেতা গিয়াসউদ্দীন লাভলু ও জেলা ছাত্রদল নেতা শাহজাহান আলী প্রমুখ।

এখানে উল্লেখ্যযে, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেন আদালত। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। বিএনপির নেতারা দাবি করছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ্য তার সু-চিতিৎসার প্রয়োজন।

দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক – আব্দুুল হামিদ

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয় – মোহাম্মদ মাহমুদ মেম্বার

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

দেশ ও দেশের বাইরের সকল মুসলমানকে ঈদ মোবারক – আলহাজ্ব এম শওকত আলী

একমাস সিয়াম সাধনার পর সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয় -এড. আল আমীন সিদ্দিকী

মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়।

ফতুল্লা প্রেস ক্লাবে বিজয় টিভির প্রতিষ্ঠা বাষির্কী পালন

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারী টেলিভিশন বিজয় টিভির প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফতুল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

ফতুল্লা থানা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বুধবার বাদ আসর ফতুল্লা থানা প্রেস ক্লাবের উদ্যোগে তাদের নিজ কার্যলয়ের মিলায়তনে দোয়া মাহফিল ও রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।

ফতুল্লায় কিশোরী ধর্ষণ, গ্রেফতার-২

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ফতুল্লায় এক কিশোরীকে পথরোধ করে পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসময় পায়ে ধরে ভাই ডেকে আরো দুই বখাটের গণধর্ষণ থেকে রক্ষা পেলেন এক কিশোরী। মঙ্গলবার রাতে এঘটনায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ধর্ষকসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার নন্দলালপুর ভাবী বাজার এলাকার মৃত. রাজ্জাক মিয়ার ছেলে ধর্ষক স্বাধীন আহমেদ (২৫) ও তার বন্ধু তানভীর আহমেদ।

ধর্ষকের বন্ধু তানভীর আহমেদকে (২৫) গ্রেফতার করে থানায় নেয়ার পথে সাংবাদিকদের জানান, সম্রাট নামে এক যুবক তার কিশোরী বান্ধুবীকে নিয়ে ফতুল্লার নন্দলালপুর এলাকায় সড়ক দিয়ে ঘুরছিল। এসময় তাদের দুজনকে পথরোধ করে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে স¤্রাটকে বাহিরে রেখে স্বাধীন (২৫) ওই কিশোরীকে নিয়ে প্রথমে ধর্ষণ করে। এরপর আমি ধর্ষণ করতে ওই কক্ষে প্রবেশ করলে ওই কিশোরী আমার পায়ে ধরে কান্নাকাটি করে ভাই বলে ডাকে। এতে কিশোরীকে গালাগালি করে বের হয়ে আসি। একই কারনে আমাদের বন্ধু শান্তও ধর্ষণ করেনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বলেন, কিশোরীর অভিযোগ পেয়ে ধর্ষকসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা তারা স্বীকার করেছে। এঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ফতুল্লায় হ্যাল্পিং হ্যান্ডের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক সংঘঠন হ্যাল্পিং হ্যান্ডের পক্ষ থেকে অসহায় সুবিধা বঞ্চিত এক হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী (খাদ্য) বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও মাহফুজুল আলম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদের (পিপিএম)।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ¦ ফরিদ আহমেদ লিটন, দাপা বায়তুল হামদ জামে মসজিদের সভাপতি মোঃ শফিউদ্দিন, শেখ মোঃ আতাউল্লা, হ্যাল্পিং হ্যান্ডের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাংবাদিক মাসুদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, হ্যাল্পিং হ্যান্ডের মত সংগঠন প্রতিটি এলাকায় যদি থাকত, তাহলে গরীব অসহায় মানুষ কখনো ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতো না। তিনি আরো বলেন, সবাইবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যেখানে মাদক ব্যবসা ও সেবন চলছে সেখানেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। প্রয়োজনে পুলিশকে খবর দিয়ে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে হবে।
বিশেষ অতিথি আলহাজ¦ ফরিদ আহমেদ লিটন বলেন, সমাজকে মাদকমুক্ত করে একটি সুন্দর সমাজ গড়ে তুলে একটি দারিদ্রমুক্ত সমাজ গড়ার প্রত্যয় করছি।
প্রসঙ্গত হ্যাল্পিং হ্যান্ড শুরু থেকেই বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এর মধ্যে গরীব শিক্ষাথীদের পড়াশুনার খরচ, মৃত ব্যক্তির দাফন-কাফনের ব্যবস্থা, অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানসহ বিশেষ করে মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করে আসছে।