১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 146

ফতুল্লায় জাল টাকাসহ ২জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ফতুল্লার  দক্ষিণ সস্তাপুর এলাকা থেকে ৪২ লক্ষ টাকার জালনোট ও জাল টাকা তৈরীর সময় হাতেনাতে দুজনকে আটক করেছে র‌্যাব। এসময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরের বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ৬ তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এদেরকে আটক করে র‌্যাব।

সামাজিক অবক্ষয়ই সব অপরাধের কারণ-শরফুদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক অবক্ষয়ই সব অপরাধের মূল কারণ মন্তব্য করে অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) শরফুদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ সব সময়ই জনগণের পাশে আছে এবং অপরাধ দমনে সক্রিয় রয়েছে। সাধারন মানুষ পুলিশকে সহযোগীতা করলে সমাজের অপরাধ থাকবে না। মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদক দমনের ব্যাপারে শরফুদ্দিন আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নিমূর্লে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তা হলেই মাদক ব্যবসা নির্মূল হবে। তিনি মাদক ব্যবসায়ীদের করুণ পরিনতির কথা স্মরণ করিয়ে বলেন, ইতোমধ্যে অনেক মাদক ব্যবসায়ীর করুন পরিনতি আপনারা দেখেছেন। অনেক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে টাকা উপার্জণ করে ভোগ করতে পারেনি। আর এসব পরিনতি দেখে অন্যান্য মাদক ব্যবসায়ীরা সর্তক হলে মাদক ব্যবসা থাকবে না।
ইভটিজিং প্রতিরোধে তিনি বলেন, যেখানে ইভটিজিং হবে আমাদের জানালে আমার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তবে প্রতিটি পরিবার থেকে ইভটিজিংয়ের ব্যাপার সচেতন হলে এ সমস্যা থাকবে না। চেকপোষ্টে হয়রানী প্রসঙ্গে শরফুদ্দিন বলেন, যদি কেউ বিনা কারনে চেকপোষ্টে হয়রানীর শিকার হয় তা হলে তাৎক্ষনিক জানালে আমারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের বলেন, অপরাধ দমনে পুলিশের আন্তরিকতার অভাব নেই। আপনাদের সহযোগীতা পেলে সমাজের অপরাধ আর থাকবে না। তিনি বলেন, ক্রিকেট জুয়া বন্ধের ব্যপারে মঞ্জুর কাদের বলেন, এই জুয়া খেলা দৃশ্যমান নয়, এটা প্রতিরোধে স্থানীয়দের সহযোগী প্রয়োজন। মাদক ব্যবসা প্রসঙ্গে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময়ই আপোষহীন।
মঞ্জুর কাদেরের সভাপতিত্বে এবং ওসি(তদন্ত) শাহজালালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখন, ওসি(আইসিপি) গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আবদুর রহিম, সদস্য মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতিমীর মোজাম্মেল আলী, সাজেদা মেম্বার, বাচ্চু, কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।

ফতুল্লা প্রেস ক্লাবের ৪ সদস্য বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তিঃ ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনুকে প্রেস ক্লাবের আর্থিক অনিয়মের অভিযোগ এবং সদস্য সহিদুল ইসলাম,আরিফুর রহমান ও মাহবুবুর রহমান খোকাকে ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা প্রেস ক্লাব থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে। গত ১৭/৪/১৮ইং মঙ্গলবার রাতে ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে এক জরুরী সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভার পর থেকে বহিস্কৃতরা ফতুল্লা প্রেস ক্লাবের নাম ব্যবহার করে কোন অনৈতিক কর্মকান্ড করলে বা জড়িত হলে ফতুল্লা প্রেস ক্লাব এর দায় নিবে না।

ফতুল্লা থানা প্রেস ক্লাবের আত্ম প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ আবুল কালাম আজাদকে আহবায়ক ও শেখ মোঃ সেলিমকে (এমএ,এলএলবি) সদস্য সচিব করে ফতুল্লা থানা প্রেস ক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১২/৪/১৮ইং বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভার মাধ্যমে ফতুল্লা থানা প্রেস ক্লাবের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো মোঃ রাসেল, মোঃ রবিন হোসেন, মোঃ বদিউজ্জামান, শ্রীকান্ত মন্ডল জনি, নাজিমুল ইসলাম পরান।

ফৌজিয়া লীনার কবিতা “দু’টানা”

“দু’টানা”

এপারে আধার ঘন ওপারে আলো,
কোন পারে যাবে মন
ইচ্ছেগুলো এলোমেলো।
আবছায়া স্বপ্নেও আজকাল
তোমায় খুঁজে বেড়াই,
অজানা মায়া কাছে টানে অবিরত
অথচ ; মরীচিকা সবটাই।
পেরিয়ে যায় কত দিন
তুমিহীন কতরাত,
চাইলেই কাছে আসতে পারো,
রেখে যত অজুহাত।
স্বপ্নরা আজ ফেরারি
হারিয়ে ফেলেছে দিশা,
হৃদয়ে জ্বলে আলোকরশ্মি
চোখে ঘোর অমানিশা।

ফতুল্লায় পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মাকসুদুল ইসলাম লিখন (৩০) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টায় ফতুল্লার পাগলা নিশ্চন্তপুর কবিরাজ বাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। আহত লিখন প্রথমে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

নানা আয়োজনে ফতুল্লা প্রেস ক্লাবের বর্ষ বরণ

নিজস্ব প্রতিবেদকঃ বর্নাঢ্য র‌্যালী, আলোচনা ও পান্তা ইলিশের আয়োজনের মধ্য দিয়ে ফতুল্লা প্রেস ক্লাবের বাংলা বর্ষাবরণ উদযাপন করেছে।

শনিবার সকাল ১০টায় আলোচনা শেষে একটি র‌্যালী বের করে ফতুল্লার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাংলা সনের প্রবক্তা হযরত শাহ্ ফতেহ উল্লাহ্(রঃ) রওজা শরীফে ফাতেহা পাঠে অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন,সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ্, সহ-সভাপতি এড,সৈয়দ মশিউর রহমান শাহিন, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক রফিক হাসান, মনির হোসেন, সেলিম মুন্সি, পম আজিজ, মাসুম আলী, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ,শেখ মোঃ সেলিম, মাইটিভির ফতুল্লা প্রতিনিধি শাহাবুদ্দিন, জাকির হোসেন রবিন প্রমুখ।

বর্ষ বরণ অনুষ্ঠানে একাত্বতা প্রকাশ করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী।

রূপগঞ্জে এড.তৈমুরের বাড়িতে বর্ষ বরণ

নিজস্ব প্রতিবেদকঃ প্রতি বছরের ন্যায় এ বছরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার তার রূপগঞ্জের রূপসি খন্দকার বাড়িতে ৩০ হাজার মানুষকে আপ্যায়ন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে দিনব্যাপী হাজার হাজার মানুষ এ দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজে উপস্থিত হন। দোয়া মাহফিলে খন্দকার বংশের পূর্বপুরুষদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদার জিয়ার সুস্থতা কামনাসহ তার মুক্তির দাবি করা হয়।

পহেলা বৈশাখের এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি এলাকার বিএনপির নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে নিমন্ত্রণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাসহ জেলার সাতটি থানা এলাকার শীর্ষ নেতারাও উপস্থিত হন এ অনুষ্ঠানে। সেই সঙ্গে রূপগঞ্জ এলাকার সকল শ্রেণিপেশার লোকজন, কৃষক, শ্রমিক, খেঁটে খাওয়া মানুষদের অংশগ্রহণ দেখা যায়। এ অনুষ্ঠানে সকলের জন্য একই খাবারের আয়োজন করা হয়।

মূলত খন্দকার বাড়িটি সাধারণ মানুষদের সমান চোখে দেখে আসছে খন্দকার বংশের পূর্বপুরুষ। যে কারণে তৈমূর আলম খন্দকার আমজনতার নেতা হিসেবে অনেক আগেই পরিচিত পান।

প্রায় এক সপ্তাহ ধরে এ আয়োজনের প্রস্তুতি নেন তৈমূর আলম খন্দকার। শনিবার সন্ধ্যা পর্যন্ত আগত মানুষদের আপ্যায়ন করা হয়। প্রায় ৩০ হাজার মানুষদের আপ্যায়নের আয়োজন করা হয় এতে। প্রায় ২০ বছর ধরে প্রতিবছর এ অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করা হলেও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনের কারণে বড় পরিসরে এ অনুষ্ঠানটি করতে পারেননি তৈমূর আলম খন্দকার।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

দেশবাসীকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই কথা জানান।

রিজভী আহমেদ জানান, গত বুধবার বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে গেলে বেগম জিয়া আইনজীবীগণকে বলেছেন যে, তারা যেন চেয়ারপারসনের পক্ষ থেকে দেশের জনগণ, দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমের সাংবাদিকসহ সকলকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানান।

দশেবাসীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বশৈাখী শুভচ্ছো

পহলো বশৈাখ ১৪২৫ উপলক্ষে রাজধানী জুড়ে রয়ছেে র্বষবরণরে নানা আয়োজন। আর তাই পহলো বশৈাখকে বরণ করতইে বাঙালরি এতো আয়োজন। ভোররে প্রথম আলো রাঙয়িে দয়ে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাক।ে পাশাপাশি নবর্বষকে স্বাগত জানয়িে রাষ্ট্রপতি মো. আবদুল হামদি ও প্রধানমন্ত্রী শখে হাসনিা আলাদা বাণী দয়িছেনে।

এছাড়াও আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক এবং সড়ক পরবিহন ও সতেুমন্ত্রী ওবায়দুল কাদরে এবং জাতীয় র্পাটরি চয়োরম্যান হুসইেন মুহম্মদ এরশাদ বাংলা নবর্বষ উপলক্ষে দশেবাসীকে শুভচ্ছো এবং অভনিন্দন জানয়িছেনে। ঢাকা বশ্বিবদ্যিালয়রে উপার্চায অধ্যাপক ড মো, আখতারুজ্জামান বশ্বিবদ্যিালয় পরবিারসহ সবাইকে বাংলা নবর্বষরে শুভচ্ছো জানয়িছেনে।

র্বতমানে নবর্বষ উদযাপন পরণিত হয়ছেে বাংলাদশেরে র্সাবজনীন উৎসব।ে পহলো বশৈাখ বাঙালি সংস্কৃতরি প্রধান উৎসব উল্লখে করে বাংলা একাডমেরি মহাপরচিালক অধ্যাপক শামসুজ্জামান খান বলনে, বাংলা নবর্বষে মহামলিনরে আনন্দ উৎসব থকেইে বাঙালি র্ধমান্ধ অপশক্তরি কূট ষড়যন্ত্ররে জাল ভদে করার আর কুসংস্কার ও কুপমণ্ডুকতার বরিুদ্ধে লড়াই করবার অনুপ্ররেণা পায় এবং জাতি হয় ঐক্যবদ্ধ।

তনিি বলনে, নতুন বছর মানইে এক নতুন সম্ভাবনা, নতুন আশায় পথ চলা। বুকভরা তমেনি প্রত্যাশা নয়িে নতুন উদ্যমে ও চতেনায় উদ্বুদ্ধ হয়ে জাতি কাল আরো সোচ্চার হবে সাম্প্রদায়কি অপশক্তি মৌলবাদ ও জঙ্গি নধিনরে দাবতি।ে

বাঙালরি প্রাণরে উৎসব পহলো বশৈাখ উদযাপন ১৪২৫ উপলক্ষে ঢাকা বশ্বিবদ্যিালয়রে বভিন্নি বভিাগ, ইনস্টটিউিট এবং ক্যাম্পাসরে বভিন্নি প্রতষ্ঠিান র্বণাঢ্য র্কমসূচি গ্রহণ করছে।ে

সূত্র : চ্যানলে আই