২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 169

রূপগঞ্জে মাদক বিক্রেতাদের তান্ডব

রূপগঞ্জ প্রতিনিধিঃ মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা একই পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।
আহত মোঃ নূরুল ইসলাম জানান, চনপাড়া এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী কামাল, আবুল, বাঁশার, ইমরান, আরিফ, বাবু ও শফি দীর্ঘদিন ধরে চনপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট, মদ,গাজা,ফেনসিডিলের বিক্রি করে আসছে। নুরুল ইসলাম বিভিন্ন সময় তাদেরকে মাদক বিক্রি করতে বাঁধা দিয়ে আসছেন। মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মাদক ব্যসায়ীরা ক্ষিপ্ত হয়ে রোববার সকালে দেশীয় অস্ত্র রামদা, হকস্টিক,লোহার রড নিয়ে তাদের বাড়িতে হামলা চায়। এ সময় তিনি তাদের বাঁধা দিলে হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এলোপাথাড়ী ভাবে পিটাতে থাকে। তার ডাক চিৎকারে তার বারা আয়েত আলী,মা সামসুন্নাহার, ভাই আব্দুল হক এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

বক্তাবলীতে হত্যার আলামত নষ্ট করেছে ইট ভাটার মালিক

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকায় অবস্থিত আশিক ব্রিকফিল্ডে দেলোয়ার হত্যাকান্ডের আলামত ধ্বংস করে ফেলেছে মালিক পক্ষ। পুলিশের একটি টিম শনিবার বিকেলে সেখানে গিয়ে হত্যাকান্ডের কোন আলামত পায়নি। আত্মগোপনে থেকে ইট ভাটার মালিক অলিউল্লহ একদিনের মধ্যে হত্যাকান্ডের আলমত ধ্বংস করে ফেলেছেন। ভেঙ্গে ফেলেছেন ছাপরা ঘর যে ঘরে দেলোয়ারকে খুন করা হয়েছে। আর ওই ঘরের মাটি কেটে মুছে ফেলেছে রক্ত। কিন্তু সেখানে গিয়ে পাওয়া গেছে মাদক সেবনের প্রচুর সরঞ্জাম, জুয়া খেলার তাশ। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পরে সেখান থেকে ইট ভাটার ম্যানেজার নজরুল ইসলাম (৪০) ও ইট ভাটার পার্শ্ববর্তী চা দোকানদার সুমনকে (২৫) আটক করেছে। 

ফতুল্লার বক্তাবলীতে ইট ভাটা শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইট ভাটায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছে ইট ভাটার মালিক ও বাকি শ্রমিকরা। শুক্রবার সকাল ৮টায় ফতুল্লার রাজাপুর গ্রামের আশিক ব্রিকফিল্ডে ঘটনার পর দুপুর ২টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত দেলোয়ার হোসেন বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত. আলম মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, ‘রাতে স্থানীয় পুলিশ সোর্স আলমগীর হোসেন ও সফি তার বড় ভাই দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে আসে। এরপর শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আশিক ব্রিকফিল্ডে এসে লাশ সনাক্ত করি।’ দেলোয়ারের দুই মেয়ে ও স্ত্রী আছে। সে ইট ভাটায় ট্রলার চালক হিসেবে কাজ করতেন।

এসআই ফজলুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত রয়েছে। লাশের পাশে ইয়াবা মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইট ভাটার মালিক ও শ্রমিক কাউকে পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

শহর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ মিছিল বের করতে চাইলে জেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে জেলা বিএনপি নেতাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় চাষাঢ়া প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ নেতাকর্মীরা প্যারাডাইজ ক্যাবলের সামনে কালোপতাকা নিয়ে অবস্থান নেন। পরে বিপুলসংখ্যক পুলিশ লাঠি হাতে নেতাকর্মীদের ধাওয়া দিলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান।

এসময় একদল নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল না দৌড়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির সভাপতির পক্ষে সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা একই স্থানে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মূল সড়কে উঠতে না পেরে শহরের গলাচিপা রেললাইন, নন্দিপাড়া হয়ে দেওভোগ পর্যন্ত মিছিল করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

একই সাথে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বেলা ১১টায় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেখানেও তার সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। জেলা বিএনপির সহসভাপতি আজাদ বিশ্বাস দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

অন্যদিকে সকাল ১০টায় শহরের সিরাজদৌল্লাহ রোড থেকে মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। পরে শায়েস্তা খান রোডসহ শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে গলাচিপা মোড়ে জেলা স্কাউট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করা ও ২৭০টি কেন্দ্রে একটি ভোট না পড়াই প্রমাণিত হয় এই সরকার অনির্বাচিত। গণতন্ত্র এখন কারাগারে বন্দী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ২০১৮ সালেই গণতন্ত্রকে বাকশাল মুক্ত করবো। খালেদা জিয়াই আগামী প্রধানমন্ত্রী।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, আলী নওসাদ তুষার, কাজী সোহাগ প্রমুখ।

আমরা ফুটপাত নয়, রাজপথের কর্মী -খোরশেদ

নিজস্ব প্রতিবেদকঃ ৫ জানুয়ারী’২০১৪ সালে বিনা ভোটের নির্বাচনের ৫ম বর্ষ উপলক্ষে ”গনতন্ত্র হত্য দিবস” পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। ”গনতন্ত্র হত্য দিবস” উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল শুক্্রবার সকাল ১০টায় নগরীর প্রধান বানিজ্য কেন্দ্র ১নং রেল গেট থেকে কালো পতাকা হাতে মিছিল বের করে। কালো পতাকা মিছিলটি সিরাজদৌল্লাহ রোড,শায়েস্তা খান রোড হয়ে প্রধান সড়ক বিবি রোডের জেলা স্কাউট ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।

তরুণ সংঘের ডে নাইট ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় পোষ্ট অফিস রোডে ছাত্রলীগ নেতা সৈয়দ মো. শাওনের উদ্যোগে এবং তরুণ সংঘের আয়োজনে ডে নাইট ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
৩১ ডিসেম্বর ছিল টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা সৈয়দ মো. শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ফারুক চৌধূরী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম এ সামাদ মতিন, কাজল সর্দার, শহিদুজ্জামান শহিদ, হাজী আমির হোসেন, তুষার আহম্মেদ মিঠু, জয়নাল সর্দার ও ঝন্টু মাহাজনসহ এলাকার গন্যমান্য মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান স্বপন বলেন, কিশোর ও তরুণদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার মধ্যে থাকতে হবে। একমাত্র খেলাধুলাই পারে তরুণদের মাদকমুক্ত রাখতে। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, সৌরভ, সানি, হৃদয়, বাপ্পি, মিহাত, ইমন, মামুন, আলামিন, শুপাত, বাবুল প্রমুখ।

হকার ইস্যুতে নারায়ণগঞ্জ শহর উত্তাল

নিজস্ব প্রতিবেদকঃ শহরের হকার ইস্যুতে উত্তাল হচ্ছে নারায়ণগঞ্জ। ফুটপাত দখলে নিয়ে ব্যবসার করে আসা হকাররা চাচ্ছে তাদের পুর্নবাসন। নয়তো ফুটপাতে বসে ব্যবসা করার সুযোগ। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দাবি, ফুটপাতে হকার বসতে দেয়া হবে না। আর এ দু’টি বিষয় নিয়েই পুরো শহরময় হকারদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

এদিকে শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর হরকারদের একটি অংশসাংসদ শামীম ওসমানের স্বরানাপন্ন হয়েছে। হকারদের জন্য কিছু করার আশ্বাস দিয়ে সাংসদ শামীম ওসমান ওসমান হকারদের মেয়র আইভীর সাথে দেখা করার পরামর্শ দেন এবং হকার নেতারা মেয়র আইভীর সাথেও দেখা করেন। তবে মেয়র আইভীর সাফ জবাব শহরে হকার বসতে দেয়া হবে না।

অন্যদিকে, শহরের হকারদের পুর্নবাসনের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারী দিয়েছে হকার নেতারা। এ নিয়ে ইতোমধ্যে তারা হকারদের কেন্দ্রীয় সাথে যোগাযোগ করেছে বলে হকার নেতাদের একাধিক সূত্রে জানাগেছে।

তবে শহরবাসীর দাবি, শহরে হকারদের বসার নিদিষ্ট স্থান থাকলে হকাররা আর ফুটপাত দখলে নিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করতেন না। শহরের ফুটপাত হকারদের জন্য নয়, এটা পথচারীদের চলাচলের জন্য। শহরের ফুটপাত সব সময় হকার মুক্ত থাকার পক্ষে নগরবাসী।

এদিকে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হকাররা। শহরের চাষাড়া শহীদ মিনারে সকাল সাড়ে ৯ টা থেকে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ হকার সংগ্রাম পরিষদ।

শহীদ মিনারে হকার সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশে আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক সংহতি জেলার নেতা অঞ্জন দাশ, হকার্স লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সি, মহানগর হকার্স লীগের নেতা মোঃ আলী, মোঃ তাসলিম প্রমুখ।

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা-ফতুল্লা প্রেস ক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণঞ্জ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ২৪ডটনেট’ এর স্বত্বাধিকারী ও এডিটর ইনচীফ শাহজাহান শামীম ও নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেস ক্লাব।

এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এই মামলার তীব্র নিন্দা জানানো হয়।

অন্যান্য বিবৃতিদাতারা হচ্ছেন ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি এড.মশউর রহমান শাহিন, কামাল উদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল,প্রচার সম্পাদক এ রাজু, দপ্তর সম্পাদক রফিক হাসান,কার্যকরী সদস্য সেলিম মুন্সি, মনির হোসেন, আলামিন প্রধান।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি পুলিশ নথিভুক্ত করে। ফতুল্লার কুড়েরপাড় এলাকার মো. ফালান মিয়ার ছেলে সায়েম আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেন।

ব্যবসায়ী জোনায়েদ চাদাঁবাজদের হুমকিতে পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে! এসপির হস্তক্ষেপ কামনা

নিউজ প্রতিদিন ডটনেট :নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জোনায়েদকে চাঁদার দাবিতে অব্যাহত হুমকি দিচ্ছে একটি সন্ত্রাসী বাহিনী। চাঁদা না দিলে গার্মেন্টস ও বাড়ি দখল করে নেওয়ার হুমকিতে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী জোনায়েদ ও তার পরিবার।

একটি সূত্র হতে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ও গডফাদার বলে খ্যাত শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমানের সহযোগী মহানগর ছাত্রলীগের সভাপতি ও তোলারাম কলেজের ভিপি পরিচয় দানকারী রিয়াদ প্রধানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী, চাঁদাবাজ ১২ ডিসেম্বর জোনায়েদের মাহাদি গার্মেন্টসের গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

আগামী তিন দিনের মধ্যে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়া হলে জোনায়েদের বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দিয়ে আসে। এ খবর পেয়ে ব্যবসায়ী জোনায়েদ তার পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান ব্যবসায়ী জোনায়েদ।

ব্যবসায়ি জোনায়েদ আরো বলেন, পূর্ব রাজনৈতিক শত্রুতা জের ধরে অসংখ্যবার আমাদের মাহাদি গার্মেন্টসের উপর হামলা, ভাংচুর চালিয়ে শ্রমিকদের মারধর করে রক্তাক্ত জখম করে চাঁদা দাবি করে থাকে।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানকে জানালেও তারা শত্রুতা মিটিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে দিতে রাজি হননি।
উল্টো ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের কথামতো চলতে হবে। মাসে মাসে মোট অংকের টাকা চাঁদা দিতে হবে। নইলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবোনা বলে জানিয়ে দেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী জোনায়েদ।

না’গঞ্জের ফতুল্লা বিসিকে ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফতুল্লার বিসিক শিল্প নগরীতে ফায়ার স্টেশন উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় ফায়ার স্টেশনটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল। এসময় তিনি বলেন প্রতিটি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপন করা হবে। আগের সেই দিন নেই যে আগুন নিভে যাওয়ার পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে।