২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 174

নতুন করে আলোচনায় সাবেক এমপি কবরী

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী? এ প্রশ্ন এখন অনেকের।  ডিএনসিসির উপ-নির্বাচন নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জের প্রাক্তন এমপি ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অপুর হাতে ডির্ভোস লেটার

ডেস্ক নিউজঃ ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েকদিন আগে শাকিব খান অপু বিশ্বাসের কাছে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। কিন্তু গতকাল মঙ্গলবার অপু ডিভোর্স লেটারটি হাতে পেয়েছেন বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ডিভোর্স লেটারটি পড়েছেন। তিনি তার পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলবেন বলেও জানান অপু।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ডিভোর্স লেটারটি গতকাল হাতে পেয়েছি। এখন আমি আমার পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিব। এরপর সংবাদমাধ্যমে বিস্তারিত জানাব।’

দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। প্রায় বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।

নারায়ণগঞ্জে মেয়র আনিসুল হককে স্বরণ করলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকেরও স্মরণে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে প্রয়াত আনিসুল হকের স্মরণে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় আড়া্ইহাজার বিএনপির নেতাদের নিন্দা

আড়াইহাজার প্রতিনিধি: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নামে ২টি মামলায় জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নজরুল ইসলাম আজাদসহ থানা বিএনপির নেতারা।

নারায়ণগঞ্জে পুলিশী ব্যাড়িকেড ফাঁকি দিয়ে যুবদলের মিছিল

 

নিজস্ব প্রতিবেদকঃ দেশনেত্রী বেগম খালেদার নামে গ্রেফতারী পরোয়ারা জারির প্রতিবাদে পুলিশ ব্যাড়িকেড ফাকি দিয়ে মহানগরীতে মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।শুক্্রবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু হলে পুলিশ এসে ধাওয়া করে ছত্র ভংগ করে দেয়।এরপরে নেতাকর্মীরা পুরায় রামকৃষœ মিশনের সামনে একত্রিত হয়ে মিছিল শুরু করে মেট্রোহল ঘুরে পুনরায় আইন কলেজের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।সমাবেশ শেষে পুনরায় হকার মার্কেটের সামনে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে।

রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত

রূপগঞ্জ প্রতিনিধিঃ সংসারের ভরণ পোষন চাওয়ায় আকলিমা বেগম (২১) নামে এক গৃহবধূকে তার স্বামী নির্যাতন করে বাড়ি থেকে বিতারিত দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ আকলিমা বেগম উপজেলার সুরিয়াবো এলাকার লোকমান মিয়ার মেয়ে।

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, খসরুর প্রতিবাদ

আড়াইহাজার প্রতিনিধি: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার নামে ২টি মামলায় জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এএম বদরুজ্জামান খসরু।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তিনি উল্লেখ্য করেন, হরতাল এর কারনে ৩০ নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেনি। পরে জিয়া আরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাষ্ট-এর হয়রানি মূলক মিথ্যা মামলার জামিন বাতিল করে পুনরায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবিরা উপস্থিত হয়ে হরতাল শেষ হওয়া পর্যন্ত সময় চাইলেও আমলে নেয়নি সরকারের আজ্ঞাবহ এ আদালত। সরকরের পক্ষ থেকে দেশনেত্রীর প্রতি এমন আচারণে বুঝা যায় যে, খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তায় সরকার ভীত। আর এ কারনেই সরকার খালেদা জিয়াকে অনিয়মতান্ত্রিক ভাবে নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমি থানা বিএনপির সভাপতি বদরুজ্জামান খসরু উক্ত পরোয়ানায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মিথ্যা মামলাটি প্রত্যাহারেরও জোরদাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, ৩০ নভেম্বর ঢাকার আলী মাদসারায় অস্থায়ী আদালত বেগম খালেদা জিয়ার নামে ২টি মামলার জামিন বাতিল করে এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

 

ডিআরইউ নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক শুভ

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত সৈয়দ শুকুর আলী (শুভ) হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।ডিআরইউ নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ১ হাজার ৫২১ জন। ১ হাজার ২৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

সভাপতি পদে ৬০৭ ভোট পেয়ে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু দারদা যুবায়ের পেয়েছেন (৩৪২) ও রফিকুল ইসলাম আজাদ (২৯৩)।

সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে সৈয়দ শুকুর আলী (শুভ) নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরসালিন নোমানী পেয়েছেন (২৭৯), শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) (২৫৪), রেজাউল করিম (৫৪) ও শাসছুদ্দীন আহমেদ (১৫৮)।

যুগ্ম সম্পাদক পদে ৫৪২ ভোট পেয়ে মো. মঈন উদ্দিন খান নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমরেশ রায় পেয়েছেন (৩৫৭), হালিম মোহাম্মদ (১১৪) ও মেহেদী আজাদ মাসুম (২০৯)।

সাংগঠনিক সম্পাদক পদে ৪৬১ ভোট পেয়ে নূরুল ইসলাম হাসিব নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গাউসুল আজম বিপু পেয়েছেন (৩৫৯) ও আফজাল বারী (৪১২)।

দফতর সম্পাদক পদে ৫৮৮ ভোট পেয়ে মো. জেহাদ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরসালিন আহমেদ পেয়েছেন (৩০৬)।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৫৬২ ভোট পেয়ে মো. মহসিন হোসেন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ সিরাজ পেয়েছেন (৪৫৯)।

ক্রীড়া সম্পাদক পদে ৭৬৮ ভোট পেয়ে আরাফাত দাড়িয়া নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদা লিসা পেয়েছেন (৪১৮)।

আপ্যায়ন সম্পাদক পদে ৬৮২ ভোট পেয়ে কামাল উদ্দিন সুমন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন (৪১৯)।

কল্যাণ সম্পাদক পদে ৭৩২ ভোট পেয়ে কাওসার আজম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এমদাদুল হক খান পেয়েছেন (২৫১)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি (৮৮৭), মাহমুদা ডলি (৬৩৯), জান্নাতুল ফেরদৌস পান্না (৬০২), মো. জাফর ইকবাল (৫৪১), আব্দুল হাই তুহিন (৫৩০), কামাল মোশারেফ (৫১৪) ও এস এম এ কামাল (৫০৫)। অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম (৫০১), মো. শাহাবুদ্দিন মাহতাব (৪০৮) ও এহসানুল হক জসীম (৩৭৭)।

পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহ সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।

এর আগে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে গণধর্ষণ

সিদ্ধিরগঞ্জে মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ৭ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করেছে মেয়েটির প্রেমিক ও তার বন্ধুরা গতসোমবার (২৭নভেম্বর) রাত ভর সিদ্ধিরঞ্জের উত্তর কদমতলী এলাকায় একটি ফ্লাটে আটক রেখে ওই ছাত্রীর প্রেমিক ও তার ৫/৬ জন বন্ধু ওই মেয়েটিকে পালাক্রমে ধর্ষণকরে।এঘটনায় প্রেমিক ধর্ষক আব্দুস সালাম (৩৫)কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়েটির সাথে মোবাইল ফোনের মাধ্যমে এক বছর ধরে সম্পর্ক চলছিল আব্দুস সালামের। প্রেমের ফাঁদে ফেলে গত সোমবার বিকাল ৪টায় মেয়েটিকে ফুসলিয়ে আব্দুস সালাম তার বন্ধু ইমরানের ভাড়া করা উত্তর কদমতলী এলাকার আব্দুল হাকিম সিকদারের ৬ষ্ঠ তলার বাড়ির ৩য় তলার পশ্চিম প¦ার্শের ফ্লাটে নিয়ে যায়। এরপর ওই ফ্লাটে রাতভর আটক রেখে আব্দুস সালাম ও তার বন্ধুরা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় মেয়েটি বাসায় ফিরে গিয়ে তার মায়ের কাছে বিস্তারিত বললে সন্ধ্যা ৭টায় ধর্ষিতা তার মাকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই গোদনাইল এনায়েতনগর এলাকার রহমত আলী মোল্লার ভাড়াটিয়া বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম। গ্রেফতারকৃত আসামী আব্দুস সালাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দর্গা এলাকার নাজিম উদ্দিনের ছেলে। সে গোদনাইল নীট কনসার্ণ গ্রুপের নিটিং সেকশনের শ্রমিক।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষিতা স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

বক্তাবলী শহীদ দিবসে অসহায় শহিদ পরিবারকে সন্মাননা স্বারক প্রদান করেন বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট

প্রেস বিজ্ঞপ্তি‍ঃ ২৯ আসে ২৯ যায়, সভা হয় সমাবেশ হয়, আলোচনা হয় প্রতিজ্ঞা হয়, শহিদ পরিবারের খবর কেউ রাখেনা। আমরাও মেডিকেল ক্যাম্প করেছি, ফুল দিয়েছি শহিদ পরিবার কি পেল? সব দিক বিবেচনায় রেখে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট সিদ্বান্ত নিয়েছে প্রতি বছর পর্যায়ক্রমে অসহায় শহিদ পরিবারকে সন্মাননা স্বারক প্রদান করা হবে। সেই লক্ষ্যে এবছর ৭টি পরিবারকে স্বারক সন্মাননা প্রদান করা হল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ শহিদুল্লাহ সরকারের ছোট ভাই শ্রদ্ধেয় হারুনুর রশীদ সরকার দুলাল স্যার। বিশেষ অতিথি ছিলেন শহিদ মনিরুজ্জামানের ছোট ভাই ইফতেখারুজ্জামান শাহিন।সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি আলামিন ইকবাল।
উপস্থিত ছিলেন জামালউদ্দিন বারী, মাওঃ মোখতার হোসাইন, লোকমান হুসাইন, এম এ মতিন, মোখতার হোসাইন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কবি সেলিম,শাহাদাত স্বপন, নজরুল ইসলাম, সাদ্দাম কায়সার, দেওয়ান আহমেদ, নবি হোসেন, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুলাল স্যার কানাইনগর হাইস্কুলের শিক্ষার মান নিয়ে ক্ষোভ ব্যাক্ত করেন। তিনি বক্তাবলি ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রোগ্রাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।