১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 76

বক্তাবলীতে খোরশেদ মাস্টারের উদ্যােগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডট নেট: বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশংয়ের সভাপতি মো.খোরশেদ মাস্টারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকীতে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট(বৃহস্পতিবার)বাদ যোহর দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজে উপ‌স্থিত ছিলেন,ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মো.আবুল হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরু ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌধুরী,আবদুল মোতালিব, প্রবিন আওয়ামীলীগার নুর মোহাম্মদ, বাচ্চু মিয়া রাসেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন, সালাউদ্দিন, তারা মিয়া, ফয়সাল চৌধুরী, ইব্রাহীম মিয়া ও আবদুল কাদির।

বক্তাবলীতে বাবুল মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন ডট নেট:বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকীতে  দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট(বৃহস্পতিবার)বাদ যোহর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, মুজিবুর রহমান,মো.ববি বাদল, মো.দেলোয়ার,মো.হাসেম,আলী মিয়া, জহিরুল হক,সাহাবুদ্দিন,শরিয়তউল্লাহ,মহসিন খাঁন
মো.রুবেল,মো.তুষার ও রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নাজিরের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলীর পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন।

১৪ আগস্ট(বুধবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি বলেন,এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নারায়নগঞ্জের শীতলক্ষ্যায় নার্স নাজনীনের লাশ উদ্ধার

নিউজ প্রতিদিন ডট নেট : নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে বন্দর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের সেবিকা (নার্স) নাজনীন আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ । প্রথমে অজ্ঞাতনামা হিসেবে নার্স নাজনীনের লাশ উদ্ধার করলেও বন্দর থানায় ঈদের দিন নিহতের বাবা গোল্লার শিকদারের দায়ের করা জিডির প্রেক্ষিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের অনুরোধে লাশ দেখতে এসে পরিচয় মিলে নিহতের ।

তিনি ঈদের দিন সকাল থেকে নিখোজ হন বলে জানান নিহতের বাবা, বোন শিপা আকতার ও ভাই বায়েজিত ।

৩ অগাস্ট মঙ্গলবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফয়সাল হাওলাদার জানান, অজ্ঞাত পরিচয়ে নারীর লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর পর বন্দর থানা থেকে খবর পেয়ে লাশ শনাক্ত করে নিহতের বাবা, বোন ও ভাই । তবে এটি হত্যা কি না ময়নাতদন্তের পর বলা যাবে।

বন্দর থানায় দায়ের করা জিডির তদন্তে দায়িত্বে থাকা উপ পরিদর্শক প্রদ্যুৎ সরকার বলেন, নিহত নাজনীন আক্তারের সাথে তরিকুল ইসলামের বিয়ে হয়েছে বলে ধারনা করা হচ্ছে । আসলেই কি ঘটনা তা তদন্ত না করে বলা যাবে না ।

নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, নিহত নারী বন্দর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে চাকরী করতেন । তার সাথে সাতক্ষিরা জেলার জনৈক তরিকুল ইসলামের সাথে বিয়ে হয়েছিলো বলে শুনতেছি ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদ মাস্টারের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলীর কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো.খোরশেদ আলম মাস্টার।

১৪ আগস্ট(বুধবার)এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন,এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নারায়ণগঞ্জ লিংক রোডে পড়ে আছে হাজার হাজার চামড়া!

নিউজ প্রতিদিন ডট নেট: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার জালকুড়িস্থ আর্ন্তজাতিক ভেন্যু খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের উল্টো পাশের রাস্তায় পড়ে আছে হাজার হাজার চামড়া। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা শুরু সেই পিলারের নীচেই পচতে শুরু করেছে পরিত্যাক্ত গুরুর চামড়াগুলো। মঙ্গলবার সকালে থেকে ওই চামড়াগুলো রাস্তায় পড়ে আছে।

জানা গেছে, বিভিন্ন এলাকার মৌসুমী চামড়া ব্যবসায়ীরা একেকটি চামড়া কিনেছিলেন ৩০০-৪০০ টাকা করে। আবার মাদ্রাসাগুলো সংগ্রহ করেছিল এই চামড়াগুলো। ক্রেতা শূণ্যতায় কারণে চামড়াগুলো ফেলে দিতে বাধ্য হয় ব্যবসায়ীরা ।
মৌসুমী ব্যবসায়ীরা জানান, শহরের চাষাঢ়া এলাকায় মূলত চামড়া বড় লট ক্রেতারা প্রতি বছর হাজির হন। কিন্তু সেই ব্যবসায়ীরা যেন উধাও ছিল এবার। সকাল থেকে দুপুর পর্যন্ত দুয়েক ব্যবসায়ী দেখা গেলেও দুপুর গড়ালেই ব্যবসায়ীরা হয়ে যান লাপাত্তা। এতে বিভিন্ন এলাকা চামড়া সংগ্রহ করা মৌসুমী ব্যবসায়ীরা পড়েন চরম বিপাকে। উপায়ন্তর না পেয়ে চামড়াগুলো রাস্তায় ফেলে রেখে যায় মৌসুমী ব্যবসায়ীরা।

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পরিত্যক্ত ওই চামড়াগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ফেসবুক ব্যবহারকারীরা। এছাড়া একদিকে চামড়া এভাবে রাস্তায় ফেলে দিয়ে পরিবেশের ক্ষতি ও অন্যদিকে চামড়া সিন্ডিকেট ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এদিকে এভাবেই রাস্তায় চামড়া ফেলে রাখায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বুধবার বিকাল পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেনি। নাম প্রকাশ না করা শর্তে নাসিকের বেশ কয়েক পরিচ্ছন্ন কর্মী জানান, এগুলো কেন এভাবে ফেলে রাখা হলো। আমরা সিটি করপোরেশন থেকে এগুলো অপসারণে কোন দিক নির্দেশনা পাইনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বাবুল মিয়ার বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া।

১৪ আগস্ট(বুধবার)বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন, এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নারায়ণগঞ্জে দুই বস্তা ফেনসিডিলসহ গ্রেফতার-২

নিউজ প্রতিদিন ডট নেট: নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে দুই বস্তা ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী দুলাল হোসেন (৩৫) ও মাসুম (৩৭) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ।

১৩ আগষ্ট (মঙ্গলবার) রাত আটটায় এলাকাবাসীর হাতে আটক হলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

টানবাজারের এলাকাবাসী ও সদর থা না পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ নানা পেশার অন্তরালে মুহুরী পরিচয় দিয়ে সদর উপজেলার তল্লা এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে দুলাল হোসেন ও সুতা ব্যবসায়ী পরিচয় দানকারী মাসদাইর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মাসুম বস্তায় বস্তায় মাদকের চালান এনে গুদামজাত করতো এবং তা খুচরা ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করত । ঘটনায় তাদের কার্যক্রম সন্দেহ হওয়ায় এলাকাবাসী ওৎ পেতে থেকে মৃত গিয়াস উদ্দিনের ছেলে আরজু হত্যা মামরার আসামী রমজানের বাড়ির নিচ তলার গোডাউন থেকে দুই বস্তা ফেনসিডিল সহ দুইজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।

আটককৃতদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিল পাওয়া গেছে । তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কিন্তু তারা বিভিন্ন পেশার নাম পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করত ।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা বলেন, আটককৃতদের কাছ থেকে দুই বস্তা ফেনসিডিলসহ আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে । তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শওকত চেয়ারম্যানের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলী।

১৪ আগস্ট(বুধবার)বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন, এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহৎ কাজ করলেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন

নিউজ প্রতিদিন ডট নেট: গ্রাম পুলিশদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। সোমবার দুপুরে তিনি থানা কম্পাউন্ডে এই মাংস বিতরণ করেন। এর আগে কখনো ফতুল্লা মডেল থানা এমন উদ্যোগ নেয়া হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ঐতিহ্যবাহী চৌকিদার দফাদারগন সব সময়ই পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তাদের প্রতি পুলিশের ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, আছে শ্রদ্ধা। তারই অংশ হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ ফতুল্লা মডেল থানাধীন সকল ইউনিয়নের সকল চৌকিদার ও দফাদারদেরকে থানা প্রাঙ্গনে দাওয়াত করে এনে একটি গরু উপহার দিয়ে তাদের মাধ্যমেই কেটে ভাগ বাটোয়ারা করে সবাইকে দেয়া হয়। তাদের কাজের স্বীকৃতি প্রদানের সামান্য প্রয়াস মাত্র।