১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 82

বক্তাবলী ইউপি মেম্বার ফারুকের মাতার জানাযার নামাজ সমপন্ন

নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার হাজ্বী মোঃ ওমর ফারুকের মাতা হনুফা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে  ২ ছেলে, ৩ মেয়ে, নাতী নাতনী সহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন।
বাদ জোহর রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে রাজাপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী, প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, মনির হোসেন মেম্বার,জলিল গাজী মেম্বার, ইয়াদ আলী মাষ্টার, আকিল উদ্দিন মেম্বার,লোকমান হোসেন,মো.ইব্রাহীম,আবু সাঈদ রিংকু ও

আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাযার নামাজ পড়ান বক্তাবলী ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি মুখতার হোসাইন।

ফতুল্লার বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীরবর্তী ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ : জরিমানা, আটক ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে উঠা প্রায় বিশটি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। রবিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নদীর তীরে গড়ে উঠা অবৈধ ডকইয়ার্ড, ইটভাটা, তেলের পাম্প ও বালু দিয়ে নদী ভরাটের সময় একটি অবৈধ ড্রেজার ভেংগে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত। একই সাথে নদী দখলের অভিযোগে একটি ডকইয়ার্ড প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সহ এক কর্মচারীকে আটক করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ন-পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মো: শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ।

বিআইডব্লিউটিএ’র নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর তীরে ইটভাটা ও ডকইয়ার্ড নির্মানের অনুমোদন দেয়া হলেও তারা শর্ত ভঙ্গ করে নদীর বেশ কিছু পরিমান জায়গা অবৈধভাবে দখল করে নদীকে সংকুচিত করে ফেলেছে। তাই উচ্চ আদালতের নির্দেশে নদীকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

তবে উচ্ছেদের আগে কোন ধরনের সময় দেয়া হয়নি বলে অভিযোগ করেন গুঁড়িয়ে দেয়া তেলের পাম্পের কর্মকর্তা মো: সাকিব। তার অভিযোগ, আগে থেকে সময় দেয়া হলে তারা তাদের মেশিনপত্র ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরিয়ে নিতে পারতেন। সময় না দেয়ায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো: শহিদুল্লাহ দাবী করেন, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে ইতিপূর্বে বেশ কয়েকবার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা বিষয়টি আমলে না নেয়ায় তাদের অবৈধ স্থাপনাগুলো ভেংগে ফেলা হয়েছে।

টানা আরো আটদিন নাগাদ এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়ে শহিদুল্লাহ বলেন, পর্যায়ক্রমে শীতলক্ষ্যা, ধলেশ^রী এবং মেঘনা নদীতেও পুনরায় উচ্ছেদ অভিযান চালিয়ে নদীগুলো দখলমুক্ত করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি লজ্জিত আমি দু:খিত আমি ক্ষমাপ্রার্থী-আতাউর রহমান তালুকদার

সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বরন করে নেন প্রধানমন্ত্রীকে। দুর দুরান্ত থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং একনজর দেখার জন্য ছুটে আসেন আওয়ামলীগের নেতা কর্মীরা। সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা আসলেই সংসদে শক্তিশালী বিরোধী দল চেয়েছিলাম। গত নির্বাচনে বিএনপির পরিণতির জন্য তারাই দায়ী। তারা তিনশ’ আসনে ছয়শ’র বেশি দলীয় প্রার্থী বানিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য একটু বক্তব্য শোনার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে লন্ডনের তাজ হোটেলের সামনে আসেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ, আওয়ামীলীগের জন্য বহু ত্যাগস্বীকারকারী লন্ডন প্রবাসী আতাউর রহমান তালুকদার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তখন ব্যাকুল হয়ে পড়েন আতাউর রহমান। আওয়ামলীগের একনিষ্ট ভক্ত, সমর্থক আর নিরলসকর্মী আতাউর রহমান অতি আবেগ আপ্লুত হয়ে একটি বক্তব্য রাখেন। ঐ বক্তব্যে একটি কুচক্রী মহল বিকৃত করে প্রচার করে। কুচক্রী মহলের উদ্দেশ্য হলো আতাউর রহমানকে আওয়ামীলীগ নেত্রীর কাছে হেয় করা। অনেকটা আবেগবশত হয়ে অনিচ্ছকৃতভাবে মুখ ফসকে আতাউর রহমানের একটি বক্তব্য বেরিয়ে আসে। ঐ বক্তব্যে জন্য আতাউর রহমান বলেন, আমি অতি আবেগী হয়ে কথা বলেছি। মুখ ফসকে ভুলবশন একটা কথা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দু:খ প্রকাশ করিছি। প্রধানমন্ত্রী উদার। তিনি আমাকে ক্ষমা করবেন। আমি সত্যি সত্যি লজ্জিত। কিন্তু আমার আবেগ আর ভুলকে পুঁিজ করে একটি মহল আমাকে নানাভাবে হেয় করার চেষ্টা করছে। তাদের উদ্যেশ্যে আমি বলতে চাই আমাকে কখনো আওয়ামীলীগ থেকে সরাতে পারবে না। আমার রক্ত মাংসের সাথে আওয়ামীলীগ মিশে আছে। আমি বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। শেখ হাসিনা আমার নেত্রী। আওয়ামীলীগ আমার প্রাণ । যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক যতই অপপ্রচার করুক আমি আওয়ামীলীগের জন্য জীবনবাজি রেখে কাজ করে যাবে। কেউ আমাকে দমাতে পারবে না।

জানা গেছে প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন তখন ৮ দিন প্রতিদিনই আতাউর রহমান তালুকদার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে লন্ডনে আসেন। তখন পবিত্র রমজান মাস ছিল। সুদুর বেডপোর্ড থেকে রোযা রেখে তিনি লন্ডনে আসতে শুধু মাত্র প্রধানমন্ত্রীর সাথে দেখা করা এবং তার বক্তব্য শোনার জন্য । নবম দিন যখন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার সিডিউল পান তখন আতাউর রহমান জানতে পারেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের তালিকায় তার নাম নেই। স্বাভাবিক ভাবে তার মন খারাপ হয়ে যায়। আতাউর রহমান তখন বুঝতে বাকি নেই তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে। কারন এর আগে প্রধানমন্ত্রী যতবারই লন্ডন এসেছেন আতাউর রহমান তার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছে। এবার এতো কষ্ট করার পরও প্রধানমন্ত্রীর সাক্ষাত না পেয়ে আরো আবেগী হয়ে উঠেন এবং লাইভে এসে কথা বলেন।
লন্ডনের একাধিক প্রবাসী জানান, আতাউর রহমান তালুকদার মনেপ্রাণে আওয়ামীলীগকে ভালোবাসেন । আওয়ামীলীগের জন্য তার অবদান কোন ভাবে অস্বীকার করা যায় না। বছরের পর বছর তিনি আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছেন। আতাউর রহমান একজন ভালোমানুষ । তিনি অতি আবেগী। আবেগ ধরে না রাখতে পেরে একটি ভুল কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এটার জন্য তিনি অনুতপ্ত। প্রধানমন্ত্রীর কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। তবে এটা নিয়ে একটা মহল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় । যেটা কখনো সফল হবে বা। কারন সূদুর যুক্তরাজ্যে বসে আওয়ামীলীগের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদার। ইতোমধ্যে তিনি যুক্তরাজ্য আওয়ামীলীগের কাছে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ব্যাপক পরিচিত এবং সুনাম অর্জন করেছেন। আওয়ামীলীগের জন্য একজন নিবেদিত প্রাণ প্রবাসীআমীর আতাউর রহমান তালুকদার। কোন লোভ লালসা কিংবা চাওয়া পাওয়ার জন্য নয় ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই তিনি আওয়ামীলীগ করেন। যুক্তরাজ্যে আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন।
জন্ম থেকেই প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগে নিজেকে সম্পৃক্ত করেন। একমূর্হুতের জন্যও তিনি আর্দশ বিচ্যুত হননি। কারন তিনি ভালোবাসেন বঙ্গবন্ধুকে। ভালোবাসেন আওয়ামীলীগকে। ১৯৮৬ সালে যুক্তরাজ্যে যান প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদার। সেই থেকে আজ পর্যন্ত আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডে তার সম্পৃক্ততার কথা জানা গেছে।
যুক্তরাজ্যে আসার পর থেকে আওয়ামীলীগের প্রতিটি কর্মকান্ডে সক্রিয় থাকেন প্রবাসীআমীর আতাউর রহমান তালুকদার সপ্তাহে অন্তত ২/৩ দিন যুক্তরাজ্যের লন্ডনস্থ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে অংশ নেন তিনি। এসব কর্মাকান্ডে অংশ নেন কারন তিনি আওয়ামীলীগকে ভালোবাসেন।
এর আগের গতবছর সেপ্টেম্বর মাসে আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে এলে প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদার তার সাথে সাক্ষাতের সুযোগ পান। এসময় তিনি জননেত্রীর সামনে বক্তব্য দেয়া কালে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদার আওয়ামীলীগের জন্য তার ত্যাগ শ্রম আর আবেগ তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদারের আবেদন শুনেন এবং তিনি তাৎক্ষনিক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে নির্দেশ দেন প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদারকে যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য করে নিতে। এজন্য প্রবাসী আমীর আতাউর রহমান তালুকদার কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর কাছে।

মুন্সীগঞ্জ সিরাজদিখানে মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী মোঃ ওয়াসিম শিকদার (২৭) ও। মোঃ আনোয়ার হোসেন ভুইয়া (৩২) কে ১৯০ পিছ ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১১।

শনিবার সন্ধ্যা ৭টায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নীমতলা বাজার বাসস্ট্যান্ড ঢাকা-মাওয়া মহাসড়কের পূর্ব পার্শ্বে মেসার্স মোহাম্মদিয়া ফিলিং স্টেশনের সামনে হাইওয়ে রাস্তার পাশে থেকে গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করে।

এ সময় তাদের কাছে থাকা ১৯০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫৯০টাকা উদ্ধার করা হয়। আটক কৃত মোঃ ওয়াসিম শিকদার কেয়াইন ইউনিয়নের ছোট কেয়াইন গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে ও মোঃ আনোয়ার হোসেন ভুইয়া একই গ্রামের মোঃ হাসান ভূইয়ার ছেলে।

র‌্যাব কমান্ডার জানান, পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, র‌্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান কেয়াইন থেকে মোঃ ওয়াসিম শিকদার (২৭) ও। মোঃ আনোয়ার হোসেন ভুইয়া (৩২) কে ১৯০ পিছ ইয়াবাসহ আটক করে শনিবার ৭টা সিরাজদিখান থানায় সোপর্দ করা হয়েছে।

বর্ণিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। এ ব্যাপারে সিরাজদিকান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন জানান, র‌্যাব-১১ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে থানায় দিয়ে গেছেন তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তিঃ আবদুর রহিমকে আহবায়জ (নারায়ণগঞ্জের খবর২৪ ডটকম) ও দেলোয়ার হোসেনকে সদস্য সচিব (দৈনিক সময়ের নারায়ণগঞ্জ) করে নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এই আহবায়ক কমিটি গঠন করা করা।

কমিটির অন্য সদস্যরা হলো মোঃ জসিম উদ্দিন(দৈনিক আওয়ার বাংলাদেশ),এনামুল হক প্রিন্স(সাপ্তাহিক মুক্ত আওয়াজ),নুরুল ইসলাম নুরু(দৈনিক যুগের চিন্তা),জাহাঙ্গীর ডালিম(দৈনিক ডান্ডিবার্তা) ও মোঃ সেলিম হোসেন(নিউজ প্রতিদিন)। এই আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।

বক্তাবলীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি: র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ জুয়েল (৩১), পিতা-মৃত আমির হোসেন, মাতা-ফিরোজা বেগম, সাং-খিদিরপুর (শেখ বাড়ী), থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জকে গ্রেফতার করেন। তাহার দখল হইতে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান ০৯ গ্রাম, ইয়াবা বিক্রির নগদ ১২,১০০/-(বার হাজার একশত) টাকা, ০২টি মোবাইল সেট এবং ০১টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।

উল্লেখিত আসামী বক্তাবলী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ থেকে সাড়ে ১২পর্যন্ত ঘন্টা শহরের প্রধান বাজার সড়ক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসবের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শত শত মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর মোঃ ফারহাদ হোসেন আবিরের নেতৃত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উদিচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক নারী নেত্রী হামিদা খাতুন সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

মানববন্ধন কারীরা দাবি জানিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে জেলার সকল প্রি-পেইড মিটার খুলে নিয়ে বিগত দিনে ব্যবহৃত মিটার প্রতিস্থাপন করতে হবে। গ্রাহকদের পুলিশি হয়রানী বন্ধ করতে হবে।

যথা সময়ে মধ্যে দাবী আদায় না হলে বৃহত্তর কর্মসূচীতে যাবেন বলে তারা জানান উপস্থিত সাধারণ মানুষজন।

 

সোনারগাঁ যাদুঘরের সাবেক পরিচালক নারীসহ আটক

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর) এর সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে যাদুঘরের ডাক বাংলোর ভেতরের একটি কক্ষ থেকে রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নারী ও রবীন্দ্র গোপ ক্ষমা চেয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন, তবে তাকে ও ওই নারীসহ আটক করে সোনারাগাঁ থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতা রবীন্দ্র গোপ ও এক নারীকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, রবীন্দ্র গোপের বিরুদ্ধে এর আগেও এসব কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি দায়িত্ব পালনকালে তার অফিসের পেছনেই একটা  বেডরুম তৈরি করেন। সেখানে তিনি নারীদের এনে অসামাজিক কার্যকলাপ করতেন বলেও অভিযোগ রয়েছে।

নিউজ প্রতিদিনের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউজ প্রতিদিন ডট নেটের সম্পাদক মো.আবুল কালাম।

সম্পাদক মো. আবুল কালাম বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

নারায়ণগঞ্জে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডট নেট: লাখো মুসুল্লির উপস্থিতিতে নারায়ণগঞ্জের ইতিহাসের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ও এ কে এম সামছুজ্জোহা স্টেডিয়াম সকাল সাড়ে ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতকে কেন্দ্র করে গত কয়েক দিন সাধারন মানুষের মনে আনন্দ ছিল অন্য রকম। নারায়নগঞ্জের ইতিহাসের সব চেয়ে বড় ঈদ জামাতে অংশ গ্রহন করতে সকালে থেকে ঈদগাহ মাঠে আসতে মুসুল্লিরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। ঈদ জামাতকে কেন্দ্র করে স্টিল স্ট্রাকচারের মাধ্যমে পুরো মাঠ এলাকা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য প্রধান ফটকে আকর্ষণীয় তোরণ নির্মান, প্যান্ডেলের অভ্যন্তরে কার্পেটিং, জামাতের ইমামের জন্য মিম্বর, পর্যাপ্ত আলোকসজ্জা ও ফ্যানের ব্যবস্থাসহ নানা ধরণের অত্যাধুনিক সুযোগ সুবিধা ছিল ঈদগাহে।

ঈদ জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন,আগামীতে আরও বড় ও সুন্দর ঈদ জামাতের আয়োজন করা হবে। সে ঈদ জামাত সারা বাংলাদেশের মধ্যে সব চেয়ে বড় হবে ইনশাল্লাহ্। এবার লাখো লোকের সমাগমে আমরা ঈদ জামাত আয়োজন করেছি। ইনশাআল্লাহ আগামী বছর মহিলাদের নামাজের ব্যবস্থাও করবো আমরা।

তিনি আরও বলেন, গতবার তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছিল। এইবারের এই যে স্টিলের স্ট্রাকচারের মাধ্যমে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত হয় নাই। এই প্রথম নারায়ণগঞ্জে অনুষ্ঠি হয়েছে। আমরা চেষ্টা করেছি একটি সুন্দর আয়োজন করার। এজন্য অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছে আমি তাদের ধণ্যবাদ জানাই। আমাদের এ আয়োজনে কোন ভূল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

জেলা প্রশাসক রাব্বি মিয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ এত বড় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাত আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তাদের ধণ্যবাদ জানাই। ঈদে আমরা সকলেই দেশ জাতি ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করবো। সকল বাবা মায়েরা তাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন। নিজের সন্তানদের খেয়াল রাখতে পারলেই তারা আর বিপদগামী হবেনা।
এর আগে সকাল ৬ টা থেকেই দলে দলে মুসুল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন।