১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 90

গুরু আনোয়ারের ডাকে সাড়া দিলেন শিষ্য শামীম ওসমান

শিষ্য’র ডাকে গুরু আনোয়ার হোসেন সাড়া না দিলেও গুরুর ডাকে সাড়া দিলেন শিষ্য সাংসদ শামীম ওসমান।

বুধবার নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত মহান স্বধীনতা দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা মুক্তযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা, এড. আনিসুর রহমান দিপু প্রমুখ।

উল্লেখ্য, গত ২ মার্চ শহরের ২ নং রেল গেইট এলাকায় সমাবেশের আয়োজন করেন সাংসদ শামীম ওসমান। ওই সমাবেশে জেলা ও মহানগরের অধিকাংশ নেতা উপস্থিত থাকলে উপস্থিত হয়নি জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

স্বাধীনতা দিবস কাবাডিতে কাশিপুরকে পরাজিত করে বক্তাবলী চ্যাম্পিয়ন

কাবাডি খেলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজ্বী শওকত আলীর কাছে হেরে গেলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাইফউল্লাহ বাদল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ফতুল্লা মডেল থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪ টায় কাশিপুর হাটখোলা মাঠে বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও কাশিপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২৫-১৮ পয়েন্টে বক্তাবলী ইউনিয়ন পরিষদ কাশিপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।
ব্যপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে চ্যাম্পিয়ন দলের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী বলেন, আমার রাজনৈতিক সহযোদ্ধা বাদল ভাইকে পরাজিত চ্যাম্পিয়ন হয়েছি এটা বড় কথা নয়। খেলার মাধ্যমে ২ টি ইউনিয়নবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়েছে।দর্শকরা আনন্দ পেয়েছে।আগের খেলায় বাদল ভাইয়ের কাছে হেরে পিছিয়ে ছিলাম।আজ জিতে সমান হলাম।

সাইফ উল্লাহ বাদল বলেন,বঙ্গবন্ধুর নৌকা দিয়ে পার হয়ে শওকত ভাই আমার এখানে খেলতে এসেছে।আমি খুশি হয়েছি।উভয় দল ভাল খেলেছে হার জিত আছে।তারা চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ মন্জুর কাদের বলেন, কলম ধরো জীবন গড়,মাদক ছেড়ে খেলা ধরো তবেই সমাজ হতে অপরাধ প্রবনতা কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ তদন্ত হাসানুজ্জামান,কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার,গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর,জেলা ক্রাড়া সংস্থার আরিফ আরিফ,প্রদীপ কুমার দাস,বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান,জাহাঙ্গীর হোসেন,মেম্বার আকিলউদ্দিন,রাসেল চৌধুরী,মনির হোসেন,আমজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

জৌনপুরীর পীর ড.এনায়েতউল্লাহ আব্বাসীর বড় ভাইয়ের জামিন লাভ

নাশকতা মামলায় জৌনপুরীর পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বড় ভাই সৈয়দ মো এমদাদুল্লাহ আব্বাসী জামিন লাভ করেছেন।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার হতে মুক্তি পেয়ে বাসার উদ্যোশ্যে রওয়ানা দেন।এলাকায় ফিরলে এলাকাবাসী তাকে সাদরে বরন করে নেন।সৈয়দ মোঃ এমদাদুল্লাহ আব্বাসী বলেন,আমি জামায়াতের রাজনীতির সাথে জড়িত নই।এর আগে সিনিয়র আইনজীবী এড,মফিজুল ইসলামের দক্ষ জুনিয়র এড হেলালউদ্দিন পাঠান সৈয়দ মোঃ এমদাদুল্লাহ আব্বাসীর ওকালত নামায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য মাস খানেক আগে বরফকল এলাকা হতে ডিবি পুলিশ নাশকতার পরিকল্পনা করাকালীন অভিযান চালিয়ে জামায়াতের ১০ জন নেতাকর্মী আটক করে। পরে ডিবি পুলিশ বাদী হয়ে সৈয়দ মোঃ এমদাদুল্লাহ আব্বাসী কে প্রধান আসামী করে সদর মডেল থানায় নাশকতার অভিযোগে মামলা দায়ের করে।

এক মাস কারাভোগের পর জেলা কারাগার হতে হাই কোর্টের নির্দেশে জামিন পান।বড় ভাইকে আনতে জৌনপুরী পীর ড. সৈয়দ মোঃ এনায়েতউল্লাহ আব্বাসী সহ তার অনুসারীরা উপস্থিত ছিলেন।

বক্তাবলীর কানাইনগর স:প্রা: বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বক্তাবলীর কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী ২৩ মার্চ (শনিবার)বিকালে কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো.খোরশেদ আলম মাস্টারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়াম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,বক্তাবলীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়া,নারায়ণগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার বাসনা রানী রায়,বক্তাবলী ইউপি সদস্য মো.রাশেল চৌধুরী,সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,গিয়াসউদ্দিন,হাজ্বী আব্দুর মেতালেব,আক্তার হোসেন ও জামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেয়র আইভীর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জবাসীর

নিউজ প্রতিদিন: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেছেন,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা:সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে এই প্রথম নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে। ডা:আইভী বিভিন্ন সময় জামাত-বিএনপির লোকজনদের নারায়ণগঞ্জে এনে ওসমান পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দেয়াচ্ছে। এর ফলে নারায়ণগঞ্জের মান ক্ষুন্ন হচ্ছে। তিনি এ অবস্থা চলতে দেয়া যায় না। আমরা এ জন্যই একত্রিত হয়েছি। আমরা এর প্রতিকার চাই।

স্মারকলিপির বরাত দিয়ে হাসান ফেরদৌস জুয়েল বলেন,প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে বক্তব্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও স্বাধীনতা পদকে ভূষিত (মরণোত্তর) প্রয়াত একেএম সামসুজ্জোহা ও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন এবং ৭৫’র পরবর্তী সময়ের ভূমিকা নিয়ে যেভাবে বর্ণনা দিয়েছিলেন, তাতে নারায়ণগঞ্জবাসী গর্বিত ও সম্মানিত হয়েছে।

কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, নারায়ণগঞ্জে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলেই একটি জনবিচ্ছিন্ন শ্রেনি এই পরিবারটিকে টার্গেট করে মাঠে নামে এবং বিভিন্ন আপত্তিকর বক্তব্য প্রদান করা শুরু করে। সংবিধানের বাহক সেজে যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সাথে আঁতাত করা ক্ষমতার জন্য লালায়িত কিছু বড় বড় ডক্টর সাহেবদের প্রেসক্রিপশনে ঘন ঘন রাজধানী থেকে তথাকিথত কিছু সুশীলরা নারায়ণগঞ্জে আসছেন। পরিতাপ হয়,ক্ষোভ হয় যখন দেখি যার আহবান ও সমর্থনে এসব সুশীলরা আসেন,তিনি হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিনা হায়াত আইভী।

জুয়েল আরো বলেন, সরকারকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে সাগর-রুনী ও তনু হত্যাকান্ড নিয়ে মেয়র আইভীর বক্তব্যে আমাদেরও জিজ্ঞাসা, আসলে তিনি সাগর-রুনী ও তনু হত্যাকান্ড নিয়ে এমন কি জানেন? পাশাপাশি ওসমান পরিবারকে খুনী পরিবার আখ্যা দেয়ার নেপথ্যে যুদ্ধাপরাধীদের দল জামায়াত এবং সেই ক্ষমতার জন্য লালায়িত তথাকথিত ডক্টর সাহেবদের প্রেসকিপশন রয়েছে তা অনেকটাই স্পষ্ট। একই সাথে ঐতিহ্যবাহী এই পরিবারকে আঘাত করে স্বাধীনতার চেতনায় আঘাত করা হচ্ছে,আপনার দলের ক্ষতি সাধন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল,মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন সাহা,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড.মহসিন মিয়া,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শওকত আলী,সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শাসুল ইসলাম ভূইঁয়া,শহর যুবলীগের সভাপতি শাহাদা হোসেন সাজনু,নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দান খান কাজল,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার,জেলা ছাত্রলগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি,জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান,মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

খাদ্য ভেজাল চলমান থাকলে আগামী প্রজন্ম রক্ষা পাবে না-আবদুর রহিম

নিজস্ব প্রতিবেদকঃ খাদ্যে ফরামালিন ও কার্বাইড সহ যাবতীয় রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় আদালতপাড়ার সামনে নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিরাপদ খাদ্য আন্দোলন বাংলাদেশের আহবায়ক ফরিদ আহম্মেদ বাঁধন বলেন, বর্তমানে এমন কোন খাদ্য নেই যেখানে বিষ মেশানো হয় না। এসকল বিষ মেশানো খাবার খেয়ে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। আমরা স্বাভাবিক মৃত্যু চাই। অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে চাই না। খাদ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমান আদালতকে আরও বেশি জোরদার করতে হবে।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, আমরা আজ সমস্ত মানুষের কল্যাণে মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। খাদ্যে ভেজালের কারণে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। নানা রোগের কারণে আমরা মৃত্যু যন্ত্রণায় ভুগছি। আমাদেরকে এই ব্যাপারে সচেতন না হলে এর কুফল ভোগ করতে হবে। এরকম খাদ্য ভেজাল চলমান থাকলে আমাদের আগামী প্রজন্ম রক্ষা পাবে না।

ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু বলেন, খাদ্য ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্টের পরিধি বাড়াতে হবে। একই সাথে খাদ্য ভেজাল প্রতিরোধের ব্যপারে সবাইকে আরও সচেতন হতে হবে। যারা খাদ্যে ফরমালিন ও কার্বাইড সহ যাবতীয় রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন তারা নিজের পরিবারের কথা চিন্তা করবেন। একদিন আপনার পরিবারের সদস্যরাও অসুস্থ হয়ে পড়বে। সুতরাং নিজের পরিবারকে বাঁচান দেশের মানুষকে বাঁচান।

বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামাল আহম্মেদ, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সহ সম্পাদক মাকসুদুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যান শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার, কবি সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়াণগঞ্জ জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন আকাশ, সময় নারায়ণগঞ্জ ডট কম এর প্রকাশক সাংবাদিক আরিফুর রহমান আরিফ, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরজু ভূইয়া, আনন্দ টেলিভিশনের সাংবাদিক সৈয়দ লিংকন, অবলম্বন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এমডি অলিউল্লাহ খোকন,সাংবাদিক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক নুসরাত নুপুর, বাংলাদেশ বেকারী মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ফতুল্লা আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি সাংবাদিক মোখলেছুর রহমান তোতা।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য আন্দোলন এর সদস্য নাহিদ আহম্মেদ, মুসলিম নগর অনলাইন এর পরিচালক খলিলুর রহমান টিটু, আরিফ হোসেন, পল্লি চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক স্বপন, সাংবাদিক এম এ সুমন প্রমুখ

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়ায়েল আহাম্মেদ আলমাছের বাড়িতে গুলি করে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তার পরিবারকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘঠনা ঘটায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আলমাছ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাছ জানান, মুড়াপাড়া ইউনিয়নের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তাওলাদ ওরফে ফেন্সি তাওলাদ, মোহাম্মদ আলী ওরফে পিস্তল মোহাম্দ আলী, রিয়াজ ওরফে বিচি রিয়াজ, লেদা ফারুক, রশিদ, হানিফ, আল-আমিন,বাবু, লতিফ, গোলজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও মদের ব্যবসা করে আসছে। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকার গন্যমান্য লোকজনদের সঙ্গে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় বাঁধা দেয়। মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় গত সন্ত্রাসীরা অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে গুলি ছোড়ে। সন্ত্রাসীরা আলমাছের বাড়িতে পিস্তল ও শর্টগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। পরে রূপগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়ায়েল আহাম্মেদ আলমাছ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার খবর পেয়ে সন্ত্রাসীরা রবিবার সন্ধ্যায় ফের চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রস্তুতি নেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আলমাছসহ তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়ায়েল আহাম্মেদ আলমাছ বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুড়াপাড়া ইউনিয়নকে আমি মাদক মুক্ত করতে চাই। এলাকায় কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কারনে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। তাওলাদ ওরফে ফেন্সি তাওলাদ, মোহাম্মদ আলী ওরফে পিস্তল মোহাম্দ আলী, রিয়াজ ওরফে বিচি রিয়াজ, লেদা ফারুক, রশিদ, হানিফ, আল-আমিন,বাবু, লতিফ, গোলজারকে দ্রুত গ্রেফতারের দাবী জানান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীরা যত শক্তিশালী হোকনা কেন কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবেনা। চেয়ারম্যানের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে।

আড়াইহাজারে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার লালন নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে প্রভাকরদী এলাকার ইকবারদীর তারা মিয়ার ছেলে। তিন বছর আগে স্থানীয় এক মেয়েকে ধর্ষণ করে সে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ আইনে একটি মামলা হয়।

এএসআই আমিনুল জানান, ২০১৫ সালের একটি ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ব্রাহ্মন্দী ইউপির ইকবারদী এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে আসামি লালন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এএসআই আমিনুল জানান, দীর্ঘক্ষণ পাকড়াও করার এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে সে সৌচাগারে আত্মগোপন করে। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, থানায় তিন বছর আগে দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ঘটনার পর সে পলাতক ছিল। এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১১র অভিযানে মা ও মেয়ের গণধর্ষণ মামলার আসামী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ র‌্যাব-১১ এর অভিযানে নরসিংদির শিবপুর এলাকার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মা মেয়ে গণধর্ষণ মামলার মূল আসামীকে আটক করা হয়ছে। রবিবার ( ১৮ মার্চ) ভোর ৫টায় নরসিংদী জেলার মাধবদী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ঘটনার মূল আসামী মোঃ মোখলেছ (৩৬) কে আটক করা হয়। মোখলেছ নরসিংদি জেলার সিবপুর থানা এলাকার মৃত চান মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত মোখলেছ গত ১৬ মার্চ নরসিংদী শিবপুর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার (মামলা নং-১৭) পলাতক আসামী ও মূল হোতা। এছাড়াও তার নামে ইতিপূর্বে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। রবিবার সিদ্ধিরগঞ্জের আদমজীতে বেলা সাড়ে ৩টায় র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামশের উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মোখলেছকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে ১৫ মাচ (শুক্রবার) মা ও মেয়ে একসাথে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসষ্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এসময় মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন(৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫), মোঃ আলমগীর(৪০) মা ও মেয়েকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুটমিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে তারা ওই মা এবং মেয়েকে পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনার একপর্যায়ে মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়। এঘটনার পর ওই মা এবং মেয়ে স্থানিয় থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেফতার করে। এদিকে ঘটনাটি র‌্যাবের দৃষ্টিগোচর হলে একটি বিশেষ আভিযানিক দল আসামীদের আইনের আওতায় নেয়ার জন্য নজরদারী করাসহ উক্ত ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে রবিবার (১৮ মার্চ) ৫টায় ঘটিকায় নরসিংদী জেলার মাধবদী পৌর এলাকায় অভিযান পরিচালনা করে মোখলেছকে আটক করা হয়।

বক্তাবলীতে নাজমুননেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বক্তাবলীতে নাজমুননেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ১৭ মার্চ (রবিবার) বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলী।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ মিসেস হামিদা আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মীর মো.সানাউল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য আলহাজ্ব মো.আফাজুল ইসলাম,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো.শফিক মাহমুদ পিন্টু,বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান প্রধান,ইউপি সদস্য আলহাজ্ব ওমর ফারুক,আকিল উদ্দিন সিকদার,মো.রাশেল চৌধিরী,মো.জলিল গাজী,বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো.ইব্রাহীম ও আব্দুল বারেক মোল্লাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।