৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 24

ফতুল্লার বক্তাবলী হতে ২৮ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক সুজন

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর গোপালনগর গ্রামের ব্যবসায়ী মো. লিটনের কাছ থেকে ২৮ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক শাফিন আহমেদ সুজন। এ ব্যাপারে লিটন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগে লিটন উল্লেখ করে, ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকার খোকন মিয়ার ছেলে শাফিন দীর্ঘদিন যাবত বিকাশ ও নগদ লেনদেনের ব্যবসায় পরিচালনা করে আসছে। বিগত ২৮/০৬/২০২৩ খ্রি. তারিখে লিটন বিবাদী সাফিন আহমেদ সুজনকে নগদ পনেরো লাখ, আই.এফ.আই.সি. ইসলামী ব্যাংকে তার একাউন্টে আট লাখ, বিভিন্ন বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে আরও পাচ লাখ টাকাসহ মোট ২৮ লাখ টাকা সাফিনের ব্যবসায়িক প্রয়োজনে প্রদান করেন।

সাফিন টাকা নেওয়ার পর হতে লিটনের সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে সাফিনকে পেয়ে লিটন টাকা ফেরত চাইলে বিবাদী সাফিন দিচ্ছি দিব বলে তালবাহানা করতে থাকে। বিগত ০৯/০৭/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে সকাল আনুমানিক ৮:৫৪ ঘটিকায় লিটন বিবাদীর মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা ফেরত পাঠানোর অনুরোধ করলে লিটনের সাথে অসামাজিক আচরণ করে ফোনের সংযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে লিটন বিবাদীর ঠিকানায় গিয়েও তার কোন প্রকার সন্ধান পায়নি।

প্রতারণার শিকার হয়ে লিটন তার দেওয়া টাকা ফেরত পেতে বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করে। অবশেষে কোন উপায় না পেয়ে অর্থ আত্নসাতকারী সুজনের বিরুদ্ধে লিটন আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করে।

প্রতারক শাফিন আহমেদ সুজনের সন্ধান পেলে মোবাইল ফোন নাম্বার  01943231384 অথবা যেকোন থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে লিটন। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণাও করেছে এই ভুক্তভোগী ।

 

বক্তাবলী এলাকার প্রসন্ননগর জনগণের মাঝে পাসপোর্ট ইস্যুতে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে

নিউজ প্রতিদিন ডটনেট : পাসপোর্ট ইস্যুতে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে বক্তাবলী এলাকার প্রসন্ননগর গ্রামের মানুষের মধ্যে। কতিপয় গ্রাম্য কুচক্রী এহেন কাজটি করে চলছে উদ্দেশ্যমূলকভাবে। এ কাজে সহায়তা করছে স্থানীয় পত্রিকার কোন কোন সাংবাবাদিকও। স্থানীয় পত্রিকায় নিউজ ছাপানো হচ্ছে তথ্যের সত্য-মিথ্যা যাচাই না করেই।

নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় রিপোর্ট ছাপানো হয়েছে- “পাসপোর্ট পাচ্ছে না প্রসন্ননগর গ্রামের মানুষ”। রিপোর্টে লেখা হয়েছে, পাসপোর্টের সার্ভারে প্রসন্ননগর গ্রামের নাম পাওয়া যাচ্ছে না। নিঃসন্দেহে এটি একটি বিভ্রান্তিকর তথ্য।

এ বিষয়ে পাসপোর্ট অফিস সংশ্লিষ্ট, ইতোপূর্বে যারা পাসপোর্ট করেছে ও যারা অনলাইনে পাসপোর্টের ফরম পূরণে সহায়তা করে তাদের সাথে কথা বলে জানা গেছে- অনলাইনে পাসপোর্টের ফরম পূরণের ক্ষেত্রে গ্রাম ও রাস্তার নামের কোন অটোমেটিক অপশন থাকে না। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্য মোতাবেক গ্রাম ও রাস্তার নাম লিখে দিতে হয়। পাসপোর্টে ঠিকানার ক্ষেত্রে অনলাইন সার্ভারে শুধু পোস্ট অফিস, থানা ও জেলার নামের অটোমেটিক অপশন থাকে। পাসপোর্ট অফিস দেশের নাগরিকদেরকে পাসপোর্ট সরবরাহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য মোতাবেক। কাজেই, ভুল তথ্যসম্বলিত নিউজ ও গ্রাম্য কুচক্রীদের প্রচারিত উদ্দেশ্যমূলক গুজবে বিভ্রান্ত হওয়া উচিত নয় কারো।

স্থানীয় পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত নিউজে এড. আল আমীন সিদ্দিকীকে জড়ানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রিপোর্টে আমাকে জড়ানোটা উদ্দেশ্যমূলক। কারণ, পাসপোর্ট প্রদান বা সরকারি কোন বিষয়ে আমি কোনপ্রকার অথরিটি নই। সংশ্লিষ্ট রিপোর্টারের সম্ভবত আমার প্রতি ব্যক্তিগত ক্ষোভ রয়েছে।

নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে অভিযানের পর ২৫০ টাকার কাঁচামরিচ ১০০ টাকা

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজারে কাঁচামরিচ অতিরিক্ত দামে বিক্রির খবরে বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ব্যবসয়ীদের ২৫০ টাকা কেজি দরে বিক্রি করা কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি করতে দেখা যায় । কম দামে কাঁচামরিচ কিনতে ক্রেতারাও দোকানগুলোতে ব্যাপক ভীড় জমান।

সোমবার (৩ জুন) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্রেতারা জানান, কিছুক্ষণ আগেও ২৫০ টাকা দরে এরাই কাঁচামরিচ বিক্রি করছিলো। তবে পুলিশের অভিযানের খবরে শাস্তি থেকে বাঁচতে কম দামে কাঁচামরিচ বিক্রি করছেন তারা। গতকালকেও এক হাজার টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছিল। আজকে বাজারে এসে দেখলাম ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বাজারের বিভিন্ন দোকানে কাচা মরিচ কেজি ২০০ টাকা থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছিলো । এ সময় তাজুল ইসলাম নামে এক দোকানী ২৬০ কেজি কাচা মরিচ বিক্রি করছিল।

তার কাছে জানতে চাওয়া হয় আপনি কত টাকা কেজি দরে মরিচ কিনে কত টাকায় বিক্রি করছেনা? তিনি বলেন, পাইকারি ১৮০ টাকা কেজি দরে কিনে ২৬০ টাকা দরে বিক্রি করছি। এ সময় তার কাছে মরিচ কেনার রশিদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি।

ফলে অতিরিক্ত দামে মরিচ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি ৬০ টাকা কমিয়ে ২০০ টাকা কেজি বিক্রি করা শুরু করেন। এক পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের টিম দেখে পাশে দুই দোকানী ১০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করে। ভোক্তা অধিদপ্তরের টিমের উপস্থিতিতে প্রায় শতাধিক ক্রেতা ১০০ টাকা দরে কাচা মরিচ কিনে নেন।

অপরদিকে একই বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি মুদি দোকানীকে ১ হাজার টাকা, একটা খাবার হোটেলকে ৩ হাজার টাকা ও বিএসটিআই এর অনুমোদন, পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও দাম লেখা না থাকায় বেশ কিছু ঘী জব্দ করা হয়।

বক্তাবলীর ৫নং ওয়ার্ড বিএনপি থেকে ১০ জনের পদত্যাগ

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ৫নং ওয়ার্ড বিএনপি থেকে ১০ জনের পদত্যাগ। গত সোমবার রাতে বক্তাবলী ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ ১০ জন পদত্যাগের ঘোষণা দেন।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর আলী সুমন ও সদস্য সচিব মো. হাসান আলীর স্বাক্ষরিত ৫নং ওয়ার্ড বিএনপির কমিটির প্রতি অনাস্থা জানিয়ে তারা পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি বক্তাবলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তার ফেসবুক ফেইজে প্রকাশ করেন।

পদত্যাগকারীরা হলেন, বক্তাবলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম সেলিম খান, মো. নুরু মাদবর, মো. ফয়জল খান, যুগ্ম সম্পাদক মো. কবির মীর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হারুন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. বোরহানউদ্দিন, সদস্য, মো. আবুল কাসেম খান, মো. সাইফুল খান ও এম এ মতিন প্রমূখ।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মো. আলমগীর হোসেন জানান, আমাদের অবগত না করে বক্তাবলী  ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপিতে আমাকে সাধারণ সম্পাদক সহ আরো ৯ জনের নাম রাখা হয়। এই ওয়ার্ডের আরো ত্যাগী নেতাকর্মীদের নাম বাদ দিয়ে শুধু মাত্র ১০ জনের নাম অন্তর্ভুক্ত করায় আমাকে বিভিন্ন প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যা কোন ভাবে কাম্য নয়।

আমাদের ৫নং ওয়ার্ড বিএনপির রাজনীতিতে এই ধরণের অনিয়ম ও বৈষম্যহীনতা কখনই ছিল না। এই বৈষম্যহীনতা, অনিয়ম ও অবমূল্যায়ন কারণে আকবর আলী সুমন ও মো. হাসান আলীর স্বাক্ষরিত বক্তাবলী ইউনিয়ন লক্ষীনগর ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি।

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভূইয়ার উপর সন্ত্রাসী হামলা

নিউজ প্রতিদিন ডটনেট: ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ আব্দুল বারী ভূইয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

শুক্রবার ভোরে ফজর নামাজের পর ফতুল্লা মডেল থানার তল্লার দক্ষিণ কায়েমপুরস্থ নিজ বাসার সামনে তিনি এ হামলার শিকার হন।

সন্ত্রাসী হামলার ঘটনায় এডঃ বারী ভুইয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লখ্য সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন নজরুল ইসলাম সরদার (৫৯) সজিব ওরফে জুয়েল( ৩৫) সাকিব (১৭) রবিন (২২) নাঈম (২২) সানজিদ (১৮) আবু তাহের (৪২) সহ অজ্ঞাত নামা আরো ২/৩ জন।

হামলার শিকার ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডঃ আব্দুল বারী ভূইয়া জানায়,ফজর নামাজ পরে ভোর সকাল সাড়ে পাচটার দিকে নিজ বাসার সামনে পায়াচরী করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে একটি সাদা রংয়ের প্রাইভেট কার যোগে এসে অভিযুক্ত নজরুল সরকারের মেয়ে ডালিয়া(২৬) গাড়ীর ভিতরে বসে হামলাকারীদেরকে তাকে দেখিয়ে দেয়। এসময় গাড়ীর ভিতর থেকে নেমে সজিব ওরফে জুয়েল তার পথরোধ করে। সাথে সাথে অপর অভিযুক্ত আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় এবং তার সাথে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি আত্নরক্ষার্থে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার কারন সম্পর্কে তিনি জানান, অভিযুক্ত নজরুল ইসলাম সরকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও অবৈধ সম্পদ অর্জনের কারনে ১/১১ সময়ে আসামী নজরুলের বিরুদ্ধে মামলা হয় এবং চাকুরীচ্যুত হয়। এতে তাকে দোষারোপ করা হয়। অপরদিকে ১৮ জুন অভিযুক্ত আসামী নজরুলের ভায়রা নাসিম ওরফে নাসিরের (৫৩) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষন মামলা হয়। এতে ও তাকে দোষারোপ করা হয়। এর জের ধরেই তার উপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানায়, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে রিয়াজ সিকদারের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

নিউজপ্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জাকের পার্টির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন সিকদার।

শুভেচ্ছা বার্তায় রিয়াজ উদ্দিন সিকদার বলেন, সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক!!

বক্তাবলীবাসীকে দুলালের ঈদুল আযহার শুভেচ্ছা

নিউজপ্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলীবাসীসহ মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান দুলাল।

শুভেচ্ছা বার্তায় মাহবুবুর রহমান দুলাল বলেন, সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন!!

বক্তাবলীবাসীসহ মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী আবু সাইদ রিংকু 

নিউজ প্রতিদিন ডটনেট পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী বাসীসহ মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সদস্য প্রকৌশলী আবু সাইদ রিংকু।

শুভেচ্ছা বার্তায় আবু সাইদ রিংকু বলেন, সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন!!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী বাসীকে ছলিম প্রধাণের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলীবাসীসহ দেশ ও দেশের বাহিরের সমস্ত মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছলিম প্রধাণ জুয়েল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আযহায় আমাদের মাঝে গড়ে উঠুক পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন। এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হোক পবিত্র ঈদুল আযহা।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করি।

পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল প্রকার দুঃখ-কস্ট।  সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। এই প্রত্যাশায় দেশবাসীসহ সমস্ত মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

বক্তাবলীসহ সমস্ত মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এড. নুরুল আমীন মাসুম

নিউজপ্রতিদিন ডটনেট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলীবাসীসহ মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ বারের সাবেক কোষাধ্যক্ষ এড. নুরুল আমীন মাসুম।

শুভেচ্ছা বার্তায় এড. নুরুল আমীন মাসুম বলেন, সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন!!