১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 107

বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে রাশেল,শাহজাহান ও ববি বাদল।

বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম নারায়ণগঞ্জ জেল শাখার সভাপতি রাশেদুল হক রাশেল,সাধারন সম্পাদক মোঃ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক ববি বাদলকে নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ হেদায়েতুল ইসলাম বাদল ও সাধারন সম্পাদক আরিফুল হক কোরাইশী।

২০১৮-২০১৯ সালের জন্য নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন,সহ সভাপতি আলহাজ্ব লেহাজউদ্দিন,শেখ মামুন,মোঃ বরকতউল্লাহ,যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল হক সুমন,রোমান ইমন,কামরুল ইসলাম অপু,সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, নিক্সন,দপ্তর সম্পাদক খলিলুর রহমান টিটু,সহ দপ্তর বিল্লাল হোসেন,অর্থ সম্পাদক আল আমিন বিন কবির,সাংস্কৃতিক সম্পাদক মোঃ অলিউল্লাহ,সহ সাংস্কৃতিক মোঃ তৈয়ব,শিক্ষা সম্পাদক আবুল আল ইমরান,সহ শিক্ষা শাহরিয়ার,সহ তথ্য প্রচার সম্পাদক খোকন প্রধান, জিল্লুর রহমান,আইন বিচার ও মহিলা সম্পাদক এড রেখা হোসেন,সহ আইন বিচার ও মহিলা সম্পাদক স্বরলিপি এলবার,ধর্ম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সজীব প্রমুখ।

কসম খেয়ে বলছি ভোট চাইবো না-শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একে এম শামীম ওসমান বলেন,আমার মনে হয় বাংলাদেশে একজন ব্যতিক্রম আছে আর সে হল আমি। যে এখন পর্যন্ত কোথাও একটা ভোট চায়নি এবং কসম খেয়ে বলছি আর ভোট চাইবো না।

আমি কেন বলবো আমাকে ভোট দেন! সমস্যা কার আমার না আপনার। আপনার বুদ্ধি নাই? আমি মনে করি আপনার আমার চেয়ে বেশি বুদ্ধি। কারণ আমরা কোনো সমস্যা নাই সমস্যাটা আপনার।

আর আমার সমস্যাটা হল আপনি নিরপেক্ষ আর আমি পক্ষ। ধরুন আমার এক চোখ আমি নৌকাকে সমর্থন করি। আমি নৌকার আদর্শের বিশ্বাস করি। কেন করি?

আমি বিশ্বাস করি এ নৌকা আমাকে স্বাধীনতা দিয়েছে। আমি বিশ্বাস করি এ নৌকা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আজকে উপরের দিকে নিয়ে গেছেন।

কিন্তু আপনি করবেন কেন? আমরা যারা রাজনীতি করি আমাদের একটা চোখ । আমরা এক চোখ দিয়ে দেখি। কিন্তু আপনারা তো দুই চোখ দিয়ে দেখতেছেন। আমরা এক কান দিয়ে শুনি। আপনারা দুই কান দিয়ে শুনতেছেন। তাহলে আপনি কেন সিদ্ধান্ত নিবেন না যে আপনি কী করবেন? তাহলে আমি কেন আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইবো।

বৃহস্পতিবার (২২ নভেম্বর)বৃহত্তর এনায়েতনগর এলাকায় আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি এ সকল কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপি দলীয় সাবেক এমপি মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মোহাম্মদ আলী,ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল¬াহ বাদল, সাধারণ সস্পাদক শওকত আলী,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি এমএ মান্নান ও ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মো.হামিদ প্রমুখ।

শামীম ওসমান আরো বলেন, ওরা ৭৫’র এ বঙ্গবন্ধুকে মারছে। ওরা ২৫ শে আগষ্ট শেখ হাসিনাকে মানতে চাইছে। ওরা ১৬ জুন আওয়ামীলীগ অফিসে বোমাব্লাস্ট করাইছে। এখন আমি কি আপনাদের কাছে ভোট চাইবো তাদের বিরুদ্ধে?

এ মুক্তিযোদ্ধা হিসেবে ভোট চাইবো কেন? কেন ভোট চাইবো আপনাদের কাছে? আপনারা না ইয়াং আপনারা না যুবক। আপনারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন। আপনারা না ইয়াং জেনারেশন (তরুণ প্রজন্ম) জানেন না এই যে মাটিতে আপনারা দাড়িয়ে আছেন সেখানে ত্রিশ লাখ শহীদদেরর রক্ত আছে।

এই যে ৭১’র যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করলো, ১০ লাখ মা-বোনের ধর্ষন নির্যাতনের পর হত্যা করলো এটা কারা করেছে ? বাইরে থেকে এসে করেছে নাকি দেশের আলবদর, রাজাকার, জামাত-শিবির ওরা করেছে। যারা জামাত-শিবির, আলবদর এ সকল কর্মকান্ড করলো তাদের বিরুদ্ধে এখানে এসে আমি ভোট চাইবো! কেন? কেন ভাই কিসের জন্য ভোট কিনবো? আপনাদের কি কোনো দায়বদ্ধতা নাই।

১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করলেন, ছেলেকে হত্যা করলেন তার পুরো বংশকে মেরে ফেলছেন। হয়তো আমি আপনি কেউ করি নাই। কিন্তু আমি প্রতিবাদ করছি। আপনি করছেন? আমি আমার আদর্শে আছি আপনি আছেন?

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাইয়া ফেলাইছি। আরে বাবা অনেক বড় কাজ করাইয়া ফেলাইছে। শেখ হাসিনা কেন এসেছে ক্ষমতায়? বাবা হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তে সে সেটা ৯৬ তেই নিতে পারতো।

কিন্তু সে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করাচ্ছে। গরীব, তলাহীন ঝুড়ি বাংলাদেশ আজকে আমরা মধ্যম সারির দেশে পদার্পন করতে যাচ্ছি। সে এতকিছু কার জন্য করছে। আপানদের জন্য তাহলে সমস্যা কার? আপনার। সমস্যা আপনার সমাধান আপনারই করতে হবে।

আপনাদের সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আমি শুধু এতটুকু বলবো। ভালো আর খারাপকে একত্রিত করবেন না। তাহলে ভালো আর ভালো কাজ করার উৎসাহ পাবে না। যারা নির্বাচন করবে তাঁদেরকে আনেন।

মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী ভাইকে বলবো, বিএনপির যে বা যারা নির্বাচন করবে তাঁদের আনেন। ডাকেন ডেকে একটা জায়গায় জমায়াত করেন। জিজ্ঞেস করেন। আমি এ পাঁচ বছরে যে পরিমান কাজ করেছি। সে পরিমান কাজের পঞ্চাশ ভাগের একভাগ কাজ যদি তারা করে তাহলে আমি নির্বাচন করবো না।

এ সময় শামীম ওসমান সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবার কঠিন। আপনারা খোঁজ নিবেন। আমি যদি যোগ্য হই। আমি টাকা দিয়ে ভোট কিনবো না। আমি টাকা পয়সা দিয়ে ঈমান কিনবোও না ঈমান বেঁচবোও না। আমি স্পষ্টভাষী লোক।

আপনাদের আল্লাহ রসূলের দোহাই লাগে আমি যদি সঠিক না হই আপনারা আমার বিপক্ষে যাবেন। আর যদি সঠিক হই তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আমার জন্য আপনাদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া। কারণ আমার পক্ষে ছয়-সাত লাখ মানুষের কাছে যাওয়া সম্ভব না।
আমি আল্লাহর নামে ওয়াদা করছি।

আল্লাহর হুকুম হলে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে আমি আমার জান দিয়ে চেষ্টা করবো এ নারায়ণগঞ্জকে উন্নত করার।

তিনি মাদক ব্যবসায়ীদের ছাড় না দেয়ার হুশিয়ারী জানিয়ে বলেন, আমার পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব না। এমপি হইবা না হই মাদক কারবারীদের ছাড় দিব না।

নৌকার জন্য ভোট চাইলেন বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী।

আপনারা যেই যাই করেন মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি যেন সংসদে যেতে পারে। বিশেষ করে আমাদের এই ছোট ভাই সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমান যেন আগামী দিনে এমপি হিসেবে নির্বাচিত হতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সবাই কাজ করে যাবো। আপনারা সবাই তাদের ভোট দিবেন। আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শামীম ওসমানের পক্ষে উঠান বৈঠকে বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী ভোট প্রার্থনা করেন।

মোহাম্মদ আলী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় শামীম ওসমান যেভাবে উন্নয়ন করেছে তাতে করে আমরা সন্তোষ প্রকাশ করছি। শামীম ওসমানের উন্নয়নে তার পক্ষে মাঠে নেমেছি। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে নৌকার কোন বিকল্প নাই। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের এলাকার উন্নয়ন দেখলে নৌকায় ভোট দিতে হবে। আর নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি করতে হবে। শামীম ওসমানকে আবারো এমপি হিসাবে দেখতে চাই। আপনার আমাদের প্রয়োজনে শামীম ওসমানকে এমপি হিসাবে দরকার।

এদিকে পথসভা ও উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক এমপি মোহাম্মদ আলী নৌকার পক্ষে উঠান বৈঠক করেন। সকালে এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর হতে শুরু করে পশ্চিম মাসদাইর, বারৈইভোগ, শাসনগাও, পঞ্চবটির চাঁদনী হাউজিং, মুসলিমনগর, নবীনগর, ধর্মগঞ্জ, হরিহরপাড়া ও আমতলা এলাকায় উঠান বৈঠক করেন।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সস্পাদক শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সভাপতি এমএ মান্নান ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা মো.হামিদ প্রমূখ।

কুরআনের মাস রমজান আর মিলাদের মাস রবিউল আউয়াল- পীর সাহেব জৌনপুরী।

পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাঃ উদযাপন ও আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের বার্ষিক মহাসম্মলন আজ ১২ রবিউল আউয়াল বুধবার রাতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিদায়ী মোনাজাতের মাধ্যমে গভীর রাতে সমাপ্ত হবে । আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফের বর্তমান পীর শাইখুল হাদিস মুনাজেরে মিল্লাত আমীর তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশ মুফতী ড. সাইয়্যেদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী বলেন রমজান কুরআনের মাস আর রবিউল আউয়াল মিলাদের মাস। আল্লামা জৌনপুরী পীর সাহেব সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত মাহফিলে সারাদেশ থেকে হাজার হাজার ভক্তদের ঢল নামে। মাহফিলে ওয়াজ করেন পীরজাদা আলহাজ্ব মাওলানা সাইয়েদ এহসান উল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা এনায়েতুল্লাহ মাজহারী, পীরজাদা মাওলানা নাঈমুর রহমান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী পীরজাদা মাওলানা সাইয়েদ ওবায়েদুল্লাহ আব্বাসী জৌনপুরী, নাতে রাসুল সাঃ ও সাংগঠনিক সঙ্গীত পরিবেশন করেন আব্বাসী শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ এবং পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা পীরজাদা আব্দুল মোস্তফা আকিব আব্বাসী

মাসিক তাহরিক পত্রিকার মোড়ক উন্মোচন।

তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এবং আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফের তত্ত্বাবধানে প্রকাশিত হলো মাসিক তাহরিক পত্রিকা।

২০ নভেম্বর(মঙ্গলবার) রাত ১০টায় আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফে (নারায়ণগঞ্জ) মাসিক তাহরিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আল্লামা মুফতী ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুর পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন,আল্লামা মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী।
আল্লামা ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী এবং পীরজাদা সাইয়্যেদ মুস্তাফা আহমাদ আমীন আকীব আব্বাসী জৈনপুরী।

আলোকিত বক্তাবলীর নব নির্বাচিত কমিটির সাথে শওকত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়।

আলো‌কিত বক্তাবলী’র নব নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দ বক্তাবলী‌ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত আলীকে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা বিনিময় করেন।

২১ নভেম্বর বুধবার সকাল ১০টায় শওকত চেয়ারম্যানের ফতুল্লার বাস ভবনে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।


এসময় উপস্থিত ছিলেন আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন,সাধারণ সম্পাদক মো.আবুল কালাম সাংগঠনিক সম্পাদক মো.বাদল হোসেন ও সাবেক আহবায়ক মাশফীকুুর রহমান শিশির।

আরো উপস্থিত ছিলেন,মো.মনির হোসেন,মহ‌সিন খান, আক্তার হো‌সেন, মোঃ বিক্রম, আমির হো‌সেন, মোঃ মামুন, জুবা‌য়ের হো‌সেন, মাসুদ, সাঈদ, মোঃ মিলন, ‌মোঃ ম‌নির হো‌সেন, মোঃ শরীফ, মোঃ সুজন, আক্তার হো‌সেন দিপু,অ‌হিদুল ইসলাম টিটু, জাহা‌ঙ্গির, মোঃ আরিফ, মোঃ সাগর, কাউসার, মোঃ রতন,‌ মোঃ আনিস, মোঃ স‌জিব, নাজমুল, জু‌য়েল, মোঃ স‌জিব, শাহ‌রিয়ার, আওলাদ হো‌সেন, তানভীর, মোঃ শরীফ, মোঃ হাসান, রায়হান, মোঃ আকাশ,আফরান, নুর আলম প্রমূখ।

শুভেচ্ছা বিনিময় শেষে আলহাজ্ব মোঃ শওকত চেয়ারম্যান আলোকিত বক্তাবলীর নব নির্বাচিত কমিটির শুভ কামনা করে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের মিষ্টিমূখ করান।

মুন্সিগঞ্জে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় র‌্যাবের সঙ্গে’বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি আবুল হোসেন শেখ (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন।

বুধবার ভোর সোয়া ৪টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পূর্ব সোনারং গ্রামের বেলবাড়ি এলাকার আলম শেখের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৫০০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নিহত আবুল উপজেলার কুন্ডের বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন শেখের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-১১ নারায়ণগঞ্জের উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ জানান, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করতে টঙ্গিবাড়ি সোনারং যায়। সোনারং মেইন রোডের পাশে আবুল হোসেন তার ৪-৫ জন সদস্য নিয়ে মিটিং করছিল। পরবর্তীতে তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমেপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ)

বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.) এর স্মৃতিবিজড়িত মহান ১২ রবিউল আউয়াল বুধবার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবের জন্ম ও ওফাত দিবস আজ। দিবসটি মুসলমানদের কাছে পবিত্র। দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

দিবসটি পালন উপলক্ষে আজ নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা, অলি-গলিতে জসনে জুলুশ মিছিল হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন ধরনের কমর্সূচিও পালন করা হচ্ছে।

প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। মহামানব হজরত মুহাম্মদ (সা.) এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। রাসুলের জন্ম ও মৃত্যুর দিন হিসেবে মুসলমানদের কাছে দিবসটির বিশেষ গুরুত্ব রয়েছে।

ফেন্সিডিল সহ নারী ক্রিকেটার গ্রেফতার

রাজশাহী নগরীতে উষা (২০) নামের প্রিমিয়ার লীগের এক নারী ক্রিকেটারকে (১৫) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানাধিন মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করে এসআই বশির ও সঙ্গীয় ফোর্স।
আটককৃত উষা একই থানার মির্জাপুর এলাকার আলতাব এর কন্য।
স্থানীয়রা জানায়, উষা একজন নারী ক্রিকেটার। তবে কিভাবে সে মাদক ব্যবসার সাথে নিজেকে জড়ালো তার কাহারো বোধ গম্য নয়।
এ বিষয়ে উষার সাথে কথা বলে জানা যায়, সে ঢাকা প্রিমিয়ার লীগের এক নারী ক্রিকেটার। আর পড়াশোনা করে রাজশাহী পলিটেকনিক্যাল কলেজে।
কতদিন ধরে সে ফেন্সিডিলের ব্যবসা করছে এমন প্রশ্নের জবাবে উষা জানায়, সে গত প্রায় ১ মাস যাবত ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। আর সে কাটাখালী থানাধিন চৌমুহিনি টাংগন এলাকার মফিজ ও তার স্ত্রী হাসুরার নিকট থেকে ফেন্সিডিল পাইকারী মূল্যে নিয়ে আসে। পরে সে নিজ এলাকায় মোবাইলের মাধ্যমে অর্ডার নিয়ে ভ্রাম্যমান ভাবে খদ্দেরের ফেন্সিডিল সরবরাহ্ করে থাকে।
এ বিষয়ে এসআই বশির জানায়, উষা একজন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী। দির্ঘদিন থেকেই তাকে আটকের চেষ্টা অব্যাহত ছিল। মঙ্গলবার ফেন্সিডিল বহন করে নিয়ে আসার সময় ১৫ বোতল ফেন্সিডিলসহ মির্জাপুর এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান এসআই বশির।

১১০০ কেজি কুকুরের মাংস উদ্ধার!

পলিথিনের প্যাকেটে করে নেয়া হচ্ছে জবাইকৃত প্রাণী। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ছাগল বা ভেড়া। কিন্তু সেটি আসলে কী, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের।

মোটি ১১টি প্যাকেটে ছিল প্রায় ১১০০ কেজি মাংস। পুলিশ ওই মাংসের প্যাকেট খুলতে বললে এর বাহকরা দ্রুত সটকে পড়ে। পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে ওই মাংস পরীক্ষা করে দেখা যায় সেগুলো আসলে কুকুরের মাংস।

শনিবার ভারতের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) কর্মকর্তারা গিয়ে তাদের প্যাকেটগুলোতে তল্লাশি চালায়। আরপিএফের উপপরিদর্শক এস কৃষ্ণন এবং এ ভাস্করণ সেগুলো জব্দ করেন।

ফুড সেফটি কর্মকর্তারা পরে সেগুলো পরীক্ষা করেন। ওই কর্মকর্তারা জানিয়েছেন, জবাই করা কুকুরগুলো হোটেলে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এভাবে কুকুরের মাংসকে ‘রাজস্থান মিট’ বলে চালানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।