১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 35

ফতুল্লায় কলেজ করার আশ্বাস দিলেন শাহ আলম

নিউজ প্রতিদিন ডটনেট : ফতুল্লায় কলেজ করে দেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। শুক্রবার বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলামের দাবীর মুখে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা মানব সেবার মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আর এ লেক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। শাহ আলম বলেন, অর্থ নয়, সেবাই আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানব সেবা। আর এই উদ্দেশ্য নিয়েই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার চিন্তা করে বিশ্ব মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিক করেছি। ফতুল্লার শিক্ষা ক্ষেত্রে প্রসার ঘটাতে একটি কলেজ করার চিন্তা রয়েছে।

নব নির্মিত আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকে রয়েছে অভিজ্ঞ ডাক্তার পরিচালিত স্বাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ডায়াগনস্টিক পরীক্ষা ও স্বাস্থ্য সেবা। সর্বাধুনিক ডিজিটাল মেশিন দ্বারা পরীক্ষা নিরিক্ষা সেবা সমূহের মধ্যে রয়েছে, প্যাথলজী,বায়ো কেমিস্টি, ইমিউনোলজিক্যাল, ড্রাগ, ক্যান্সার মার্কার, মাইক্রো বায়োলজি, ৪ আলট্রাসনোগ্রাম, ইসিজি ১২ চ্যানেল, ইকোকার্ডিওগ্রাম,এক্স রে ও কালার ডপলার, ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা সমূহের মধ্যে রয়েছে মেডিসিন বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন, নিউরো মেডিসিন, শিশু মেডিসিন, গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ, লিভার বিশেষজ্ঞ, ইউরোলজি, চর্ম,যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ, নাক,কান,গলা বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, চক্ষু রোগ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ, ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞ, রিউমাটোলজি, রক্ত রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বক্ষব্যাধি প্যাথলজি, রেডিওলজিস্ট (এক্স রে) আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ল্যাবরেটারী মেডিসিন। রোগ নির্ভয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষায় রয়েছে ৩০% মূল্য ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মোঃ শাহজাহান, বাংলাদেশ লায়ন্সের সাবেক পরিচালক সেলিম আহমেদ, শফিউদ্দিন আহম্মেদ বাদল, পরিচালনা পরিষদের সদস্য সাহিদ আলম, আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- আর্ন্তজাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়রম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা বিএনপির সদস্য রিয়াদ মোঃ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা আয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ আউয়াল, মুক্তযোদ্ধা মমিনুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম ও সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম প্রমুখ।

বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির-সদস্য সচিব নজরুল

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক  কমিটিতে আমির হোসেনকে আহবায়ক ও নজরুল ইসলাম প্রধান কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধা ৭ টায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু নিজস্ব কার্যালয়ে বক্তাবলী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান ও সদস্য সচিব সালাহউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল খান, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, জেলা যুবদল নেতা কামাল হোসেন, ফতুল্লা থানা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল খালেক টিপু সহ নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা যুবদলের নেতৃবৃন্দ।

বক্তাবলীতে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : বক্তাবলী-এনায়েতনগর আঞ্চলিক শাখা ইট খোলা মালিক সমিতির উদ্যোগে সন্ত্রাস চাদাঁবাজদের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারী)  বিকালে প্রতাবনগরে ইট খোলা মালিক সমিতির সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম।ইট খোলা মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান লিটন, ইউনাইটেড ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু প্রমুখ।

উপস্থিত ছিলেন আতাউর রহমান প্রধান, তৈয়ব আলী, আব্দুল কাদির, হাজ্বী সলিমউল্লাহ, আনোয়ার হোসেন, মোতালিব খান, নাসিরউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সাফায়েত নুর প্রমুখ।

প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, কোন সন্ত্রাসীদের জায়গা ফতুল্লায় স্থান দেয়া হবেনা।অন্য জেলার লোকজন আমার এলাকার লোকজনের উপর হামলা চালাতো এটা জানতাম।এখন শুনছি এলাকার লোকজন হামলা করে।অন্যায় কাজে কোন ধরনের তদ্বির আমি রাখিনা।সন্ত্রাসী নয় আমার শান্তিপ্রিয় মানুষ বসবাস করবে।নিজেরা আগুন দিয়ে ও বয়স্ক লোক গুম করে অন্যকে ফাঁসানোর চেষ্টা করে।সন্ত্রাসী ও চাদাঁবাজ দের স্থান হবেনা কেননা আমাকে কেউ কিনতে পারবেনা।

প্রধান আলোচক শাহ নিজাম বলেন, আপনারা শামীম ওসমান কে উন্নয়নের রুপকার বলেছেন।তবে কেন এখানে চাদাঁবাজ থাকবে।প্রধানমন্ত্রী সন্ত্রাস, চাদাঁবাজ ও জঙ্গিবাদকে জিরো টলারেন্সে নিয়ে এসেছেন।এলাকায় সন্ত্রাস চাদাঁবাজ মুক্ত করে দরজা খোলা রেখে গুমাবেন।এটা সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশ।আপনার নিরাপত্তা আপনাকে করতে হবে সহযোগিতার দরকার আমরা তা করবো।আইন শৃংখলার রক্ষার্থে ২/৪ টি কুলাঙ্গার কে ক্রসফায়ার দিবেন।দেশের লোক মিছিল করবে।তবে ওসি আসলাম কে মানুষ মনে রাখবে।

সভাপতির বক্তব্যে হাজ্বী শওকত আলী বলেন, মাদক সন্ত্রাস, চাদাঁবাজির বিরুদ্ধে আজকের আয়োজন। গুটি কয়েকজনের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে চাইনা। জনকল্যাণমুখী কাজে আমরা সহযোগিতা করে থাকি।ইট ভাটার মালিকগন বছরে সরকারকে ৭/৮ লাখ টাকা কর দিয়ে থাকে।তা সত্বেও আমরা জিম্মি হয়ে আছি।

আশার প্রদীপ যুব উন্নয়ন সংগঠনের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন ডটনেট : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বক্তাবলীর সামাজিক সংগঠন আশার প্রদীপ যুব উন্নয়ন সংগঠন।

সভাপতি মো. রনি মোল্লাও সাধারণ সম্পাদক মো. হাবিব মোল্লার নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আশার প্রদীপ যুব উন্নয়ন সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন আশার প্রদীপ যুব উন্নয়ন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন (বাঁধন), সহ সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইমান আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ, শামিম খন্দকার, সহ-কোষাধ্যক্ষ, আলী হোসেন, দপ্তর সম্পাদক জনি মোল্লা, সহ-দপ্তর সম্পাদক, সিফাত হোসেন, প্রচার সম্পাদক, মোহন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক ও আবু হানিফ মিয়া প্রমূখ।

কানাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন ডটনেট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো বক্তাবলীর কানাই নগর ৫৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খোরশেদ আলম মাস্টার, সদস্য মো. আক্তার হোসেন, বক্তাবলীর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রাসেল চৌধুরী, মো. রিয়াদ, মো. রাসেদুল ইসলাম সুমনসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। সবশেষে সকল শহীদদের আত্নার জন্য দেয়া ও মাগফেরাত কামনা করা হয়।

মাতৃভাষা দিবসে কানাইনগর স্কুল এণ্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো কানাই নগর ছোবহানীয়া স্কুল এণ্ড কলেজ।  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাই নগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কানাই নগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান স্কুলের ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট পোশাক পরিধান করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয় পর্বে স্কুল এণ্ড কলেজ অডিটোরিয়ামে অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা ও ভাষা শহীদের জন্য দোয়া মাগফেরাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। সবশেষে সকল শহীদদের আত্নার জন্য দেয়া ও মাগফেরাত কামনা করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো সতন্ত্র নূরানী বিভাগ

নিউজ প্রতিদিন ডটনেট : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সতন্ত্র নূরানী বিভাগের আলোচনা সভা, কবিতা পাঠ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার হল রুমে মাতৃভাষার উপর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল বারেক মোল্লা বলেন, জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্সের এডভোকেট ও সমাজসেবক মোঃ মাইন উদ্দিন, আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ী ও ৫ নং ওয়ার্ডের (লক্ষী নগর) মেম্বার পদপ্রার্থী আব্দুল আজিজ মীর, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই কানু, সাবেক মেম্বার আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, লক্ষী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ফারুক ফকির, প্রকৌশলী আবু সাইদ রিংকু, দলিল লিখক মোঃ আক্তার হোসেন ও মোঃ সাইজুদ্দীন সাজু প্রমুখ।

সবশেষে ছাত্র ছাত্রীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং ভাষা শহীদের জন্য দোয়া মাগফেরাত কামনা করেন।

 

বক্তাবলী ৯নং ওয়ার্ড আ’লীগের ভাষা শহীদ প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

নিউজ প্রতিদিন ডটনেট : যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

বক্তাবলীর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন বাদনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন , আওয়ামীলীগ নেতা মোবারক শেখ, সঞ্জয়ময় হালদার, মনির হোসেন মাষ্টার, সাফাতুল্লাহ, ইন্তাজ মিয়া, রনি মোল্লা, সুজন চৌধুরী, ইমান আলী, শামীম খন্দকার, মোহন চৌধুরী, মাহাবুব, সাকিব, জিসান, রাসেল, সিফাত, অন্তর ও আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ফতুল্লা থানা মৎস্যজীবী দলের ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট : থাযোগ্য মর্যাদায় ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিলন মেহেদী, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. রাসেল প্রধাণ, সিনিয়র সহ-সভাপতি মো. ছলিম উল্লাহ হৃদয়, প্রচার সম্পাদক আব্দুস সালাম ও আনিস মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের ভাষা শহীদ দিবস পালন

নিউজ প্রতিদিন ডটনেট :  যথাযোগ্য মর্যাদায় বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারী)  সকালে প্রভাত ফেরীর মাধ্যমে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,  নাসিরউদ্দিন মাদবর, ইফতেখারুজ্জামান শাহীন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, খোরশেদ আলম মাষ্টার, আবু সাঈদ রিংকু, ফারুক ফকির, বাছির সরদার, মোঃ আল আমিন, সলিমউদ্দিন সলু, মোঃ সালাউদ্দিন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, মহিউদ্দিন ভূইয়া, আতাউর রহমান, রাশেদুল ইসলাম সুমন, কামরুল হাসান রিয়াদ ও কামরুজ্জামান প্রমুখ।