৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 47

বক্তাবলীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও খিচুরি বিতরণ করা হয়েছে।

১৩ জুন (শনিবার) বাদ যোহর বক্তাবলী’র ৫ নং ওয়ার্ডে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আলহাজ্ব মো. শাহ আলমের সার্বিক সহযোগিতায় ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মুন্সীর তত্ত্বাবধায়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন  বিএনপি’র ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. জাকির সরদার, সাধারণ সম্পাদক মো. কাসেম খান, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,বিএনপি’র নেতা মো. জয়নাল ফকির  মো. শাহজাহান আলী, নুর মোহাম্মদ, মো. পিন্টু, মো. আলমগীর, এড. মাসুম, মো. রিপন, মো. সাইদ দেলোয়ার, মো. পিয়ার হোসেন, মো. আশ্রাফ, মো. শামীম প্রধাণ, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ রাজু, মো. মাহমুদউল্লাহ, মো. সালে আহমেদ, ইকবাল, রিফাত, কাউসার, হৃদয় ও চুন্নু ফকির।

 

ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ে মুসল্লিদের বাধা প্রদান

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের আটি এলাকায় ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদের খতিব শাহ আহমদউল্লাহর ধর্মীয় ফতোয়া জারীর ফলে উত্তপ্ত হয়ে উঠেছে উক্ত আবাসন ভুমি পল্লীবাসী। এ বিষয়ে ভুমি পল্লী জামে মসাজদ ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বরাবর স্থানীয় বাসিন্দাগন লিখিত অভিযোগ করার পরও কোন সুরাহা হচ্ছেনা বরং পরিস্থিতি দিনদিন ঘোলাটে অবস্থায় যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মসজিদ চালু হওয়ার পর থেকে পুর্বের খতিব ও ইমামগন মুসুল্লিদের নিয়ে নিয়ে গুনাহ মাফের জন্য দোয়া দরুদ ও মোনাজাত পরিচালনা করিয়া এসেছেন। কিন্তু বর্তমান খতিব যোগদানের পর থেকেই বিভিন্ন ফতোয়া দিয়ে বিভিন্ন মত প্রচার করে মুসুল্লিদের ধর্মীয় অনুভুতিতে আঘাত ধর্মীয় বিভেদ সুষ্টি এবং মসজিদের মিম্বরে বসে ধর্মীয় বয়ান না করে আত্মপ্রচার ও নিজ মতের অনুসারী নয় এমন মুসুল্লিদের বিরুদ্ধে নিজ মতের অনুসারিদের প্রচারনা ও উস্কানী দিয়ে ভুমি পল্লী আবাসনের শান্তি বিনষ্ট করে ধর্মীয় বিবাদ সৃষ্টি করেছেন। খতিব সাহেব যোগদানের পর কিছু দিন নামাজের দোয়া-দরুদ ও মোনাজাত পরিচালনা করেছেন। কিন্তু বর্তমানে তিনি দোয়া-দরুদ ও মোনাজাত না করার জন্য ফতোয়া দেন যে,নামাজ বা দোয়া-দরুদের পর মোনাজাত করতে হয়না। এতে করে মুসুল্লিদের ইচ্ছার বিরুদ্ধে তিনি কাজ করছেন। পবিত্র রমজান মাসে রোজার নিয়ত করা যাবেনা এমন ফতোয়া দিয়ে তিনি মুসুল্লিদেরকে বিক্ষুদ্ধ করে তোলেন।

২৫ মে ঈদের জামায়াতে তিনি ফতোয়া জারী করে বলেন, বাবা-মা’র কবর জিয়ারত করা যাবেনা। তার এমন ফতোয়া জারীতে উক্ত আবাসন ভুমিপল্লীর ফ্লাট,বাড়ী,প্লট মালিক ও মুসুল্লিদের মাঝে খতিব আহমদুল্লাহ প্রতি তীব্র জনমত সৃষ্টি হয়েছে। এছাড়া সাধারণ মুসুল্লিদেরকে ধর্মীয়ভাবে আঘাতের একাধিক অভিযোগ রয়েছে এ খতিবের বিরুদ্ধে।

গত সপ্তাহে মসজিদ সবার জন্য উন্মুক্ত থাকলেও অদ্য ১২ই জুন শুক্রবার করোনা ভাইরাসের অযুহাতে ভূমি পল্লী আবাসন কতৃপক্ষের মসজিদে নামাজ আদায় করতে মুসুল্লিদেরকে বাধা প্রদানের অভিযোগ রয়েছে। যা সরেজমিনে জানা যায়। খতিব আহমদুল্লাহর বিরুদ্ধে দোয়া-দরুদ ও মোনাজাত না করা নিয়ে তিনি যে ফতোয়া জারী করেছেন তার প্রতিবাদ করায় অনেক মুসুল্লিদেরকে আবাসন ভুমিপল্লী মুল গেইট দিয়ে প্রবেশ করতে বাধা প্রদান করছেন খতিবের নিজস্ব বলয়ের কিছু লোকজন।গত শুক্রবার জুম্মা নামাজ শেষে মোনাজাত না করা নিয়ে মসজিদের ভেতরে হট্রগোল ও হাতাহাতি দেখা দিলে অফিসের সুপার ভাইজার নুর নবীর হস্তক্ষেপে সমাধান হয় বলে জানা যায়।

কিন্তু অদ্য শুক্রবার ( ১২ জুন ) ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদের মুসুল্লিরা জুম্মা নামাজ আদায় করতে আসলে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং জোড়পুর্বক নামাজ আদায়ের জন্য মুল গেইট দিয়ে মসজিদের প্রবেশের চেষ্টা করা হলে কয়েকজন মুসুল্লিকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।
এ বিষয়ে আবাসন ভুমি পল্লী’র জামে মসজিদের সভাপতি ডা. খিজির হায়াত খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেনি।

আবাসন ভুমি পল্লী জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো.মহাসিনের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৯২৩৬১৪@@@) কল করা হলে তিনিও তা রিসিভ করেনি।

ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী জামে মসজিদের খতিব শাহ আহমদউল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি মুলত ৮/১০টি মিডিয়াতে নিয়মিতভাবে কাজ করছি এমনকি আজও একটি টেলিভিশনে একটি সাক্ষাতকার দিয়েছি। তাছাড়া সিদ্ধিরগঞ্জের এক সাংবাদিক ভাইয়ের সাথেও কথা হয়েছে এ বিষয়ে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ন মিথ্যা।

মোনাজাত,দোয়া ও দরুদের বিষয়টি মসজিদ কমিটির সদস্যদের মাধ্যমেই হয়েছে। আমাদের মসজিদে প্রতিটি জুম্মা নামাজে ভিডিও করা হয় যা আমাদের কাছে রক্ষিত রয়েছে। সেটা দেখলেই বুঝবেন মোনাজাত,দোয়া-দরুদের বিষয়গুলো কিভাবে আলোচনা করা হয়েছিলো।

২৮ জনের স্বাক্ষরিত যে অভিযোগটি দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে ১০০ জনের স্বাক্ষরিত একটি চিঠিও কিন্তু তৈরী করা আছে। বিস্তারিত না জেনে কিছু লিখলে এ জগতে নয় আখেরাতেও এর হিসেব দিতে হবে।

ভুমি মন্ত্রনালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন ভুমি পল্লী’র অফিস সুপার ভাইজার নূরনবীর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আজ আসিনি তাই কিছু জানিনা। নামাজ পড়তে মুসুল্লিদেরকে বাধা প্রদান এবং শারীরিক নির্যাতন করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এটাতো খারাপ কথা। বাধা দিলো কেনো এবং গায়ে হাত তুলবে কেনো? আচ্ছা বিষয়টি বিস্তারিত জেনে আপনাদেরকে বলবো।

বক্তাবলীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও খিচুরি বিতরণ করা হয়েছে।

৮ জুন (সোমবার) বাদ যোহর বক্তাবলী’র ৩ নং ওয়ার্ডে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আলহাজ্ব মো. শাহ আলমের সার্বিক সহযোগিতায় ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র নেতা মো. পিন্ট’র তত্ত্বাবধায়নে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন,বিএনপি’র নেতা মো. শাহজাহান আলী, নুর মোহাম্মদ, মো. জিয়াউর হক জিয়া, মো. লতিফ, আওলাদ হোসেন, ইকবাল হোসেন, মানিক চাঁন মিয়া, মো. মনির হোসেন, মো. আসাদ, ও দিদার হোসেন প্রমূখ।

 

ফতুল্লার এনায়েতনগরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নিউজ প্রতিদিন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শরীফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি স্বপন চৌধুরী।  শনিবার বিকাল ৩ টায় সময় এনায়েত নগর ইউনিয়নের মুসলিমনগর বাজার সংলগ্ন মাদ্রাসায় শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা তাঁতীদলের আহ্বয়াক মোঃ অলিউল্লাহ্ খোকন মাষ্টার, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন নয়ন ও জেলা যুবদল এর সদস্য মোহাম্মদ হাসান আলী মৃধা,ফতুল্লা থানা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আশানুর রহমান জনি।

এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা তাঁতীদলের সিনিয়র সদস্য মোহাম্মদ আলী বাবু, ফতুল্লা থানা যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম সুইট, ফতুল্লা থানা যুবদল নেতা ইউনুছ আলী বেপারি,যুবদল নেতা মোঃ আব্দুস সালাম, যুবদল নেতা মোহাম্মদ সাঈদ, থানা যুবদল নেতা মোহাম্মদ দিদার, এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা জিয়াবর, এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মাসুম প্রমুখ।

সংকটাপন্ন করোনা যোদ্ধা খোরশেদের স্ত্রী

নিউজ প্রতিদিন : করোনার দাফন কাফনে এগিয়ে আসা ও নানা কার্যক্রমে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তিনি ৮০ থেকে ৯০ শতাংশ শ্বাস-প্রশ্বাস অক্সিজেন সাপোর্টের মাধ্যমে সম্পন্ন করছেন বলে জানিয়েছেন খোরশেদ।

রোববার (৩১ মে) দুপুরে এ তথ্য জানান তিনি। এর আগে রাত ১২টার দিকে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে কাচপুরের সাজেদা ফাউন্ডেশনে ভর্তি করান খোরশেদ। তবে রাতে আইসিইউ সাপোর্ট চাইলেই সেটি সম্ভব হয়নি।

এর আগেই গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এদিকে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ।

খোরশেদ জানান, আমার স্ত্রী অবস্থা সংকটাপন্ন। আমি সবার কাছে দোয়া চাই। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার ৯০ শতাংশ শ্বাসকার্য এখন অক্সিজেন সাপোর্টে সম্পন্ন হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করি।

মানবতার ফেরীওয়ালা খোরশেদ করোনায় আক্রান্ত

নিউজ প্রতিদিন : করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত মানবতার ফেরীওয়ালা কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

কাউন্সিলর খোরশেদ জানান, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।

তিনি জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ থেকে এক বিন্দুও নড়বো না।

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাসেল প্রধাণের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩০ মে ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শোক প্রকাশ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব মো.রাসেল প্রধান।

শুক্রবার ২৯ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো.রাসেল প্রধাণ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী। আজ থেকে ৩৮ বছর পূর্বে দেশী ও বিদেশী একটি মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, এটি বলার অপেক্ষা রাখে না যে, জিয়াউর রহমান আজ দৈহিকভাবে পৃথিবীতে নেই সত্য। কিন্তু তার দেশপ্রেম, জনকল্যাণকর রাজনীতি ও মানবপ্রেমের কারণেই জিয়াউর রহমান আজও অমর। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একথা আজ স্বীকার করতেই হবে যে সভ্যতার ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব নিজেদের জীবন দেশ, জাতি ও কল্যাণের জন্য নিবেদন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাদেরই একজন।

বাস, ট্রেন ও লঞ্চ চলবে ৩১ মে থেকে

নিউজ প্রতিদিন : করোনার কারণে দুই মাস ধরে চলা লকডাউন আর না বাড়িয়ে আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নির্দেশনা জারি করবে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়েছে। সেখানে বলা হয়, “উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে আরও বলা হয়েছে, বিমান কর্তৃপক্ষ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে।

বৈশ্বিক মহামারী রূপ নেওয়া ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর সংক্রমণ আটকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ দেশের অফিস-আদালত; তখন থেকে গণপরিবহণও রয়েছে বন্ধ।

ফতুল্লায় ধর্ষণের দায়ে ভন্ড কবিরাজ গ্রেফতার

নিউজ প্রতিদিন : ফতুল্লায় চিকিৎসার নামে মানসিক প্রতিবন্ধী তরুণীকে( ২২) ধর্ষণের অভিযোগে রহিম প্রামানিক( ৫৮) নামের এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রহিম প্রামানিক কাশিপুর এলাকারা শফিউদ্দিন প্রামাণিকের পুত্র। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে ফতুল্লার কাশিপুরে। এঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে ।

পুলিশ জানিয়েছে,রহিম প্রামানিক দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজী চিতিৎসা করেন। মূলত সে একজন ভন্ড কবিরাজ। গত বুধবার রাত ১০ টায় কাশিপুরের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে চিকিৎসা করার জন্য তাদের বাড়িতে যায়। এসময় মেয়েটির পিতার শয়ন কক্ষে কাউকে প্রবেশ করতে না দিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে ধর্ষক রহিম প্রামানিককে আটক করে পুলিশে সপোর্দ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী মামলা দায়ের করেছে।

ফতুল্লার শিয়াচরে পিতা-পুত্রের উপর সন্ত্রাসী সেন্টু বাহিনীর হামলা

নিউজ প্রতিদিন : ফতুল্লায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতা সুজন মিয়াকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে শিয়াচরের সেন্টু ওরফে ভুয়া ডিবি সেন্টু ও তার বাহিনীর বিরুদ্ধে। গত রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুয়া ডিবি সেন্টুর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ হয়েছে। এ দিকে থানায় অভিযোগের পরও হুমকী অব্যাহত রয়েছে। জীবনের নিরাপত্তাহীনয় ভুগছে হামলার শিকার সুজন মিয়ার পরিবার।

অভিযোগে জানাযায়, গত রোববার ভুয়া ডিবি সেন্টুর বাড়ির কুকুরকে লাঠি দিয়ে আঘাত করে ব্যবসায়ী সুজন মিয়ার পুত্র। এ ঘটনা সুজনের পুত্রকে ভুয়া ডিবি  সেন্টু ও তার ছেলে মারধর করে। মারধরনের ঘটনা জানতে গেলে সেন্টু বাহিনী সুজন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চেলায়। এসময় ধারালেঅ অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় সুজন মিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সেন্টু ও তার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এসময় সুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় ফতুল্লা মডেল থানায় সেন্টু ও তার বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে।
এদিকে, সেন্টু ও তার বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ায় আহত সুজনের পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ সুজনের পরিবারের।  এব্যাপারে ফতুল্লা মডেল থানার এস আই শামিম জানায়, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি। আসামিরা পালাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, সেন্টু বাহিনী এলাকায় প্রায় সময় এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে থাকেন। তুচ্ছু ঘটনার জের ধরে সেন্টু ও তার ছেলে মাঝেমধ্যেই মানুষকে মারধর করে থাকে। সেন্টু জেলা এবং মহানগর আওয়ামী লীগের দুই নেতা এবং ফতুল্লার এক প্রভাবশালী শ্রমিক নেতার নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে থাকে। উল্লেখ্য, বিগত ৪/৫ বছর পূর্বে রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাসায় হামলা চালাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয় সন্ত্রাসী।এছাড়া ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাাাবাজী করতে গিয়ে গনধোলাইয়ের শিকার হয়েছিলো সেন্টু।এরপর থেকেই স্থানীয় মহলে সেন্টু ভুয়া ডিবি সেন্টু নামেই পরিচিতি লাভ করে।