২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 78

নারায়ণগঞ্জে দুই বস্তা ফেনসিডিলসহ গ্রেফতার-২

নিউজ প্রতিদিন ডট নেট: নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে দুই বস্তা ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ী দুলাল হোসেন (৩৫) ও মাসুম (৩৭) কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ।

১৩ আগষ্ট (মঙ্গলবার) রাত আটটায় এলাকাবাসীর হাতে আটক হলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

টানবাজারের এলাকাবাসী ও সদর থা না পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ নানা পেশার অন্তরালে মুহুরী পরিচয় দিয়ে সদর উপজেলার তল্লা এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে দুলাল হোসেন ও সুতা ব্যবসায়ী পরিচয় দানকারী মাসদাইর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মাসুম বস্তায় বস্তায় মাদকের চালান এনে গুদামজাত করতো এবং তা খুচরা ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করত । ঘটনায় তাদের কার্যক্রম সন্দেহ হওয়ায় এলাকাবাসী ওৎ পেতে থেকে মৃত গিয়াস উদ্দিনের ছেলে আরজু হত্যা মামরার আসামী রমজানের বাড়ির নিচ তলার গোডাউন থেকে দুই বস্তা ফেনসিডিল সহ দুইজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।

আটককৃতদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিল পাওয়া গেছে । তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কিন্তু তারা বিভিন্ন পেশার নাম পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করত ।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা বলেন, আটককৃতদের কাছ থেকে দুই বস্তা ফেনসিডিলসহ আটক করা হয় দুই মাদক ব্যবসায়ীকে । তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শওকত চেয়ারম্যানের বিনম্র শ্রদ্ধা

নিউজ প্রতিদিন ডট নেট: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলী।

১৪ আগস্ট(বুধবার)বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দিনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলার সূর্য সন্তান, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতার রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে । যে মানুষটি সারা জীবন ধরে বিশেষ করে যার জন্য এ স্বাধীনতা পেলাম তাকেই নৃশংস ভাবে হত্যা করা হলো এটা ভাবাও বেদনাদায়ক।

তিনি আরো বলেন, এ আগস্ট মাসে সেই নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।
পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহৎ কাজ করলেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন

নিউজ প্রতিদিন ডট নেট: গ্রাম পুলিশদের মাঝে কোরবানীর মাংস বিতরণ করলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। সোমবার দুপুরে তিনি থানা কম্পাউন্ডে এই মাংস বিতরণ করেন। এর আগে কখনো ফতুল্লা মডেল থানা এমন উদ্যোগ নেয়া হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ঐতিহ্যবাহী চৌকিদার দফাদারগন সব সময়ই পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তাদের প্রতি পুলিশের ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, আছে শ্রদ্ধা। তারই অংশ হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ ফতুল্লা মডেল থানাধীন সকল ইউনিয়নের সকল চৌকিদার ও দফাদারদেরকে থানা প্রাঙ্গনে দাওয়াত করে এনে একটি গরু উপহার দিয়ে তাদের মাধ্যমেই কেটে ভাগ বাটোয়ারা করে সবাইকে দেয়া হয়। তাদের কাজের স্বীকৃতি প্রদানের সামান্য প্রয়াস মাত্র।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নিউজ প্রতিদিন ডট নেট: বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈদের আনন্দকে উপেক্ষা করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলেন সাবেক সাধারণ সম্পাদক মো.মিলন মেহেদী,কেন্দ্রীয় তাঁতীদল নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আমিনুল ইসলাম ও ইসমাঈল তালুকদারসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। ১২ আগস্ট(সোমবার) মিছিলটি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন থেকে নাইটএঙ্গেল প্রদক্ষিন করে নয়া পল্টন কার্যালয়ে এসে শেষ হয়।

আবারও কাদলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জে ঈদুল আযহার বৃহত্তম ঈদ জামাতে আবারও কাদলে শামীম ওসমান।

সোমবার সকাল সাড়ে ৮ টায় শহরের জামতলা ঈদ গাঁ মাঠ ও শামসুজ্জোহা স্টেডিয়াম নিয়ে বৃহৎ আকারে এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মুসল্লিরা দলে দলে ঈদ গায়ে আসতে শুরু করে। তাদের আগমনে আস্তে আস্তে ঈদ গা এর দুটো স্থানই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। সকাল সাড়ে ৮ টায় শহরের নূর মসজিদের ঈমাম আব্দুস সালাম এই ঈদ জামাতের ইমামতি করেন।

এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান ও জেলা প্রশাসক জসিম উদ্দিন সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে ঈদের জামাত শেষে তারা সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদ জামাতের স্থানে প্রায় দুই লাখ বর্গফুটের স্টিল স্ট্রাকচারের প্যান্ডেল নির্মিত ছিল। মদিনার আদলে মাঠটি সাজানো হয়েছে। চারদিকে খচিত রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের বাণী। বৃষ্টি হলেও যাতে মুসল্লিদের কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমানের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

এই ঈদ জামাতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী সহ সকল শ্রেনির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তাবলী বাসীকে নাজিরের ঈদ শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডট নেট:  বক্তাবলীর পূর্বচর গড়কূল উচ্চ বিদ্যালয় ও আলোকিত বক্তাবলীর সভাপতি মো.নাজির হোসেন বক্তাবলী ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদূল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মো.নাজির হোসেন বলেন, সমগ্র মুসলিম জাহানের জন্যে আনন্দের সওগাত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় এই উৎসবে ধনী-দরিদ্র, উঁচু-নিচু সকল ভেদাভেদ ভুলে সবাইকে মহানন্দে মেতে উঠার আহবানে, দেশ ও দেশের বাইরে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদ-উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ আনন্দে রঙ্গিন হয়ে উঠুক প্রতিটি হৃদয়। সুস্থ্য দেহ ও সুন্দর মন নিয়ে সবাই যাতে এই মহানন্দে শরীক হতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আমীন ॥

‘রাজা-বাদশা’ কে দেখতে পশুর হাটে শামীম ওসমান

নিউজ প্রতিদিন ডট নেট:সিদ্ধিরগঞ্জে নাসিকের ৪নং ওয়ার্ডের শিমরাইলস্থ টাইগার রোলিং মিল মাঠে কোরবানির পশু হাট পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। বিভিন্ন গণমাধ্যমে দুটি গরু ‘রাজা-বাদশা’র ছবি দেখে শনিবার বিকালে তিনি ওই হাটে যান। এসময় তার সাথে ছিলেন ছেলে অয়ন ওসমান ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান।

শামীম ওসমানকে দেখে হাটের বেপারী ও ক্রেতারা উচ্ছোসিত হয়ে উঠেন। দুর দুরান্ত থেকে আসা গরুর বেপারীরা নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের নাম শুনেছেন অনেক। কিন্তু আজ কাছ থেকে তাকে দেখতে পেয়ে অনেকেই খুশি। এমপি শামীম ওসমান হাট ঘুরে ঘুরে দেখেন। এবং অনেকের সাথে কুশল বিনিময় করেন।
প্রথমে শামীম ওসমান ‘রাজা-বাদশা’র কাছে যান। গরু দুটি ভালো করে দেখেন। কিন্তু ছেলের পছন্দ না হওয়ায় ফিরে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা মোঃ গফুর আলী বিশাল আকৃতির গরু দুটি বৃহস্পতিবার সকালে হাটে নিয়ে আসেন। গরু দুটির ওজন ৩০ মন করে। শখ করে নাম দিয়েছেন রাজা ও বাদশা।
এদিকে শনিবার স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে গরু দুটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। গফুর আলী গরু দুটি বিক্রি করে সেই টাকা দিয়ে মেয়ে সুমাইয়ার বিয়ে দিবেন। নওগাঁয় বিয়ে ঠিক হয়ে আছে। ঈদের পর আনুষ্ঠানিকতা।

নারায়ণগঞ্জে র‌্যাব-১১ অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার

নিউজ প্রতিদিন ডট নেট: সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড থেকে ৭ খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর  হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী এবং সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস, অটোরিক্সা, সিএনজি থামিয়ে চাঁদা আদায় কালে ৩ জন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের দখল হতে সর্বমোট চাঁদাবাজির নগদ ১৪ হাজার ১২০ টাকা ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অপারেশন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শামীম (৩২), মনির হোসেন (৩৫) ও আলমাস মিয়া (৫০)।  শুক্রবার (৯ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র সিপিএসসি’র পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও অটোরিক্সা, সিএনজি থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের শিমরাইল চিটাগাং রোড এলাকায় রাস্তায় চলাচলরত অটোরিক্সা এবং সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য শামীমকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এই চাঁদাবাজির পৃথক আরেকটি অভিযানে সোনারগাঁ থানার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে মনির হোসেন ও  আলমাস মিয়াকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস, সিএনজি ও লেগুনা চালকদের নিকট থেকে জোরপূর্বক গুরুতর ভয়ভীতি দেখিয়ে দৈনিক ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

গ্রেফতার হওয়া আসামীরা পরস্পর যোগসাজশে যানবাহনের চালকদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়-ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে যানবাহন চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর হোসেনের ভাতিজা, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের শেল্টারে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি, অটোরিক্সা, ইজিবাইক, ফুটপাত এবং পরিবহণ কাউন্টারে চাঁদাবাজী করে আসছে। এরআগে বাদলের কয়েকজন সহযোগীকে চাঁদাবাজী এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করেছিল। কিন্তু অদৃশ্য কারণে এসব অপকর্মের মূল হোতা বাদল রয়ে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। এমনকি তার অবৈধ আয়ের উৎসের কর্মকান্ড চলছে বহাল তবিয়তে। তাই স্থাণীয়দের দাবী তদন্ত সাপেক্ষে এসব অপরাধীদের মূলহোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এ এলাকাকে চাঁদাবাজ মুক্ত করা হোক।

বক্তাবলী বাসীকে বাবুল মিয়ার ঈদ শুভেচ্ছা।

নিউজ প্রতিদিন ডট নেট: বক্তাবলী ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.বাবুল মিয়া।

শুভেচ্ছা বার্তায় মো.বাবুল মিয়া বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় ঈদ।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন,অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।

ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক হাসি ও খুশিতে এই প্রত্যাশায় সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

হজের নতুন খতিব ড. মুহাম্মদ বিন হাসান

নিউজ প্রতিদিন ডট নেট: আগামী শনিবার ৯ জিলহজ আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেয়া হবে। এ বছর খুতবা দেবেন নতুন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। প্রতি বছর বাংলাদেশ টেলিভিশন হজের এ খুতবা সরাসরি সম্প্রচার করে।

সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ- শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখকে নিয়োগ দেন।

শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ সর্বোচ্চ উলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান মহামান্য শাইখ হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮১ সাল থেকে আরাফার ময়দানের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন দৃষ্টিহীন ইমাম শাইখ আব্দুল আজিজ। দীর্ঘ ৩৫ বছর পর তিনি বার্ধক্যজনিত কারণে অবসরে গিয়েছেন। ২০১৬ সালে প্রথমবারের মতো হজের খুতবা প্রদান করেন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস। ২০১৮ সালে আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন শাইখ বিচারপতি হুসাইন ইবনে আব্দুল আজিজ ইবনে হাসান ইবনে আব্দুল আজিজ ইবনে হুসাইন আল শেখ।