নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রায়ই দেখা যাচ্ছে সকাল ৮ টার পরে মূল সড়কে ময়লা গাড়ি আড়াআড়িভাবে রেখে ময়লা সরানো হচ্ছে। স্কুল ও অফিস গামী মানুষের নাক চেপে রাস্তায় চলাচল করতে হয় । অথচ নিয়ম হচ্ছে আরো ভোরে ময়লাগুলা সরিয়ে ফেলার।
নাসিকের ময়লা ব্যবস্থাপনা নিয়ে আজকে ফেসবুকে কয়েকজনকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ।
ফটোগ্রাফার সৌরভ ভূইঁয়া তার ওয়ালে কয়েকটি ছবিসহ একটি পোষ্ট দেন। পোস্টটি হুবুহু তুলে ধরা হলো “ মাননীয় মেয়র, সেদিন বললেন না.গঞ্জ শহর দেখতে বিদেশ থেকে টূরিস্ট রা আসবে। সেটা আসতেই পারে কিন্তু শহরের নাগরিকর শহরে থাকবে তো ? সেটা বলতে পারেননি !! ছবিগুলা প্রতিদিনের চিত্র। সকাল ৮ টায় উকিলপাড়ার মোড় থেকে তোলা। মানুষকে কাজে যেতে হচ্ছে ময়লার গাড়ি ডিঙ্গিয়ে, কখনো বাতাসে শরীরে উড়ে আসছে ময়লা । আর পুরো শহর জুড়ে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লার স্তুপ !! পুরো শহরটাকেই একটা ডাস্টবিন বললে ভুল হবে না।
এটা আধুনিক শহরের নমুনা হতে পারে !! “
রাজেস দাস নামে একজন কমেন্ট করেছেন “এটা নিত্য দিনের ঘটনা।
চাষাঢ়া ডাকঘর মোড়েও এক অবস্থা “
কবি আহমেদ বাবলু ফেসবুকে পোষ্ট করেন “শহর তো নয়, যেন ডাস্টবিন! ময়লার ভাগাড়। দুর্গন্ধেনিঃশ্বাস বন্ধ হবার জোগার। ভোরের স্নিগ্ধতা বলে কিছুনেই!”
উল্লেখ্য নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী কিছুদিন আগে বলেছিলেন, বিদেশের লোকজন নারায়ণগঞ্জ শহর ঘুরতে আসবে।
অথচ সকাল হলেই দেখা যায় পুরো শহরে এখানে সেখানে ময়লা আর্বজনা ছড়িয়ে ছিটিয়ে আছে।