২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 92

আড়াইহাজারে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার লালন নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে প্রভাকরদী এলাকার ইকবারদীর তারা মিয়ার ছেলে। তিন বছর আগে স্থানীয় এক মেয়েকে ধর্ষণ করে সে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ আইনে একটি মামলা হয়।

এএসআই আমিনুল জানান, ২০১৫ সালের একটি ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ব্রাহ্মন্দী ইউপির ইকবারদী এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে আসামি লালন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এএসআই আমিনুল জানান, দীর্ঘক্ষণ পাকড়াও করার এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে সে সৌচাগারে আত্মগোপন করে। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, থানায় তিন বছর আগে দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ঘটনার পর সে পলাতক ছিল। এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১১র অভিযানে মা ও মেয়ের গণধর্ষণ মামলার আসামী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ র‌্যাব-১১ এর অভিযানে নরসিংদির শিবপুর এলাকার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মা মেয়ে গণধর্ষণ মামলার মূল আসামীকে আটক করা হয়ছে। রবিবার ( ১৮ মার্চ) ভোর ৫টায় নরসিংদী জেলার মাধবদী পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ঘটনার মূল আসামী মোঃ মোখলেছ (৩৬) কে আটক করা হয়। মোখলেছ নরসিংদি জেলার সিবপুর থানা এলাকার মৃত চান মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত মোখলেছ গত ১৬ মার্চ নরসিংদী শিবপুর থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার (মামলা নং-১৭) পলাতক আসামী ও মূল হোতা। এছাড়াও তার নামে ইতিপূর্বে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ৬টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। রবিবার সিদ্ধিরগঞ্জের আদমজীতে বেলা সাড়ে ৩টায় র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অধিনায়ক লেঃ কর্ণেল কাজী শামশের উদ্দিন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মোখলেছকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে ১৫ মাচ (শুক্রবার) মা ও মেয়ে একসাথে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসষ্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এসময় মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন(৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫), মোঃ আলমগীর(৪০) মা ও মেয়েকে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে ফুসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুটমিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে তারা ওই মা এবং মেয়েকে পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনার একপর্যায়ে মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়। এঘটনার পর ওই মা এবং মেয়ে স্থানিয় থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেফতার করে। এদিকে ঘটনাটি র‌্যাবের দৃষ্টিগোচর হলে একটি বিশেষ আভিযানিক দল আসামীদের আইনের আওতায় নেয়ার জন্য নজরদারী করাসহ উক্ত ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে রবিবার (১৮ মার্চ) ৫টায় ঘটিকায় নরসিংদী জেলার মাধবদী পৌর এলাকায় অভিযান পরিচালনা করে মোখলেছকে আটক করা হয়।

বক্তাবলীতে নাজমুননেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বক্তাবলীতে নাজমুননেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ১৭ মার্চ (রবিবার) বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলী।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য অধ্যক্ষ মিসেস হামিদা আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মীর মো.সানাউল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য আলহাজ্ব মো.আফাজুল ইসলাম,বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো.শফিক মাহমুদ পিন্টু,বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান প্রধান,ইউপি সদস্য আলহাজ্ব ওমর ফারুক,আকিল উদ্দিন সিকদার,মো.রাশেল চৌধিরী,মো.জলিল গাজী,বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো.ইব্রাহীম ও আব্দুল বারেক মোল্লাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বক্তাবলীর কানাইনগর স:প:বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জম্ম বার্ষিকী পালন

সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৯৯তম জন্ম‌দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ (রবিবার) দুপুর ১২টায় বক্তাবলীর কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যেগে আলোচনা সভা,‌কেক কাটা,‌চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থি‌ত ছিলেন অত্র বিদ্যালয়ের প‌রিচালনা পর্ষদের সভাপ‌তি মো.খোরশেদ আলম মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন,বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো.রাশেল চৌধুরী,হাজ্বী মো.মোতালেব,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,মো. মুল্লুক চাঁন,রাশেদুল ইসলাম সুমন,সুলতানা আক্তার,আক্তারুজ্জামান ও মোসা.শারমিন জাহানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বক্তাবলীর চর গড়কূল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জম্ম বার্ষিকী পালন

সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৯৯তম জন্ম‌দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ (রবিবার) সকাল ১০টায় বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে আলোচনা সভা,‌কেক কাটা,‌চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থি‌ত ছিলেন অত্র বিদ্যালয়ের প‌রিচালনা পর্ষদের সভাপ‌তি ও সামা‌জিক সংগঠন আলো‌কিত বক্তাবলীর সভাপ‌তি মোঃ না‌জির হোসেন।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে নাজির হোসেন বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই এই দে‌শ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে পরিচিতি অর্জন করেছে।

তি‌নি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,ছাত্র-ছাত্রীদের বাংলাদেশ এবং শেখ মু‌জিব সম্পর্কে স‌ঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছিলেন মোঃ লিটন,ত‌াপস কুমার মন্ডল,‌জেস‌মিন আরা জুঁই,মো.সুমন,শাহানাজ আক্তার,সান‌জিদা আক্তার ও বীর মু‌ক্তিযোদ্ধা আ:মান্নান গাজীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

‌কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল বাংলাদেশ ক্রিকেট টিম

আগে কখনো এমন ঘটনার সম্মুখীন হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে খেলতে গেলে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় পুরো দলকে। তবে আজ (শুক্রবার) জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে দলের ক্রিকেটাররা সাক্ষী হলেন সন্ত্রাসী হামলার।

সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল নুরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন স্থানীয় জনগণ। সেসময় দিনের অনুশীলন শেষ করে জুমার নামাজ আদায় করতে ঐ মসজিদেই যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

কিন্তু স্থানীয় এক নারীর কাছ থেকে হামলার কথা শুনতে পেয়ে দ্রুততার সঙ্গে স্থান ত্যাগ করেন তামিম-মিরাজরা। প্রথম হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিরাপদে টিম হোটেলে চলে যান তারা। তবে ঘটনার আকস্মিকতায় ভীতশ্রদ্ধ হয়ে পড়েছেন ক্রিকেটাররা।

এ ঘটনার প্রেক্ষিতে সেখানে উপস্থিত থাকা বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল নিজের টুইটার একাউন্টে লিখেছেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌! ক্রাইস্টচার্চে হামলার ঘটনা থেকে আল্লাহ্‌ আজ আমাদের বাঁচিয়ে দিলেন। আমরা অনেক বেশি ভাগ্যবান। কখনোই এমন ঘটনার সম্মুখীন হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’

দলের ডাটা অ্যানালিস্ট শ্রিনিবাস তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘মাত্রই এক বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেলাম। এখনো শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না। ভয় কাজ করছে সর্বত্র।’

দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারি ভিল্লাভারায়েন বলেন, ‘আমি ঘটনার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দেখেনি তবে গুলির আওয়াজ শুনে হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে গেছে। কোচিং স্টাফের সবাই টিম হোটেলেই ছিলেন। খেলোয়াড়রা গোলাগুলির শব্দ শুনেই দৌড়ে নিরাপদ স্থানে গিয়েছেন।’

কানাইনগর হাই স্কুলের প্রধান শিক্ষক আমজাদের দূর্নীতির তদন্ত সমপন্ন

ফতুল্লার বক্তাবলীর কানাইনগর হাই স্কুলের প্রধান শিক্ষক আমজাদের দূর্নীতির তদন্ত করেছে তদন্ত টিমের প্রধান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২ টায় কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে তদন্ত অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের কয়েক কোটি টাকা দূর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে গঠিত তদন্ত টিম মঙ্গলবার স্কুলে যায়। সেখানে ৯৭ ব্যাচের শিক্ষার্থী সহ এলাকাবাসী দূর্নীতির সাক্ষ্য দেন।

শিক্ষক মানুষ গড়ে/ সে কী আবার দুর্নীতি করে?’-আন্দোলনরত শিক্ষার্থীদের এ প্রশ্নের উত্তর-ই শুধু দেননি স্থানীয়দের বিস্মিত করেছেন কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।

৯ বছরের মেয়াদকালে তাঁর দুর্নীতির খতিয়ান যেন রূপকথার গল্পকেও হার মানায়।

স্কুলটির সাবেক শিক্ষার্থীদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দুর্নীতির এ মহাকান্ড! অনিয়ম দূর্নীতি শিক্ষকদের কোচিং বাণিজ্যের কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিযোগ উঠেছে, তিনি তাঁর মেয়াদকালে ২ কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার ১শত ৬৭ টাকা দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন।

এ কারণে স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের পদত্যাগ দাবি করে বিভিন্নখাতে তাঁর দুর্নীতির খতিয়ান জনসম্মুখে প্রকাশ করার দাবি তুলেছেন-বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ দাবিতে এলাকায় বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে ’৯৭ ব্যাচের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দেয়া তথ্যমতে, আমজাদ হোসেন স্কুলের পূন:ভর্তি বাবদ ৩২ লক্ষ ৭৬ হাজার, বিলম্ব অনুপস্থিত বাবদ ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, খেলাধুুলা খাতে ৯ লক্ষ ৮০ হাজার টাকা, নির্মাণ খাতে ৯ লক্ষ ৬০ হাজার টাকা, গ্রায়াচ্যুইটি বাবদ ১২ লক্ষ ৬০ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৮ লক্ষ ২৮ হাজার টাকা, মিলাদ বাবদ ৮ লক্ষ ৮২ হাজার টাকা, দূস্থ: তহবিলের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, পাঠাগারের ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, গবেষণার ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, সাংস্কৃতিক খাতে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা, স্কাউটের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়নের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, কম্পিউটারের ৬ লক্ষ ৩০ হাজার, মসজিদ ফান্ডের ৬ লক্ষ ৩০ হাজার টাকা, অগ্রগতি পত্র বাবদ ৫লক্ষ ৬৭ হাজার টাকা, মনোগ্রাম বাবদ ৫ লক্ষ ৬৭ হাজার টাকা, এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরন বাবাদ অতিরিক্ত ২৮ লক্ষ ৩ হাজার ১ শত ৬৭ টাকা, কৃষি ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাবদ ৮ লক্ষ ৪০ হাজার টাকা, উপবৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের সরকারি অনুদানের ৫ লক্ষ ৭৬ হাজার টাকা অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেন। এর প্রমাণ হিসেবে স্কুলের রশিদ ও ব্যাংক এ্যাকাউন্ট সহ নানা তথ্য-উপাত্ত¡ তুলে ধরা হয়।

এই বিষয়ে আঃ আজিজ বলেন, প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের লাগামহীন অনিয়ম দূর্নীতির কারণে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ধ্বংস হয়েছে। বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

বক্তাবলী ইউনিয়ন মাদক নির্মুল কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অর্থের বিনিময় অযোগ্য, দলীয় লোকদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে। তিনি অযোগ্যদের বাদ দিয়ে মেধাবীদের নিয়োগ দেওয়ার মাধ্যমে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান।

অভিযুক্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগ ও সত্য নয়।যারা করেছে তারা সবাই আমার ছাত্র।ওরা আমার কাছে আসলে সব ঠিক হয়ে যেত।

তদন্ত টিমের প্রধান জেলা মাধ্যমিক শিক্ষা মোঃ শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান,তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা সমীচিন নয়। উধ্বঃতন পক্ষের কাছে রির্পোট দিব। বিভাগীয় ব্যবস্থা গ্রহনে সুপারিশ করবো।

ফতুল্লার কিল্লারপুলের শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সী মহিউদ্দিন গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর মডেল থানার কিল্লারপুল একালার তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা নুপুরের স্বামী মহিউদ্দিন ওরুফে ফেন্সী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ফতুল্লা মডেল থানার একটি মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রক্তিম।

জানা গেছে,ফেন্সী মহিউদ্দিন ও তার স্ত্রী নুপুর শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে মাদক ও দেহ ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে জেলা গোয়েন্দা পুলিশের সারাশি অভিযানে উক্ত মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রী একাধিকবার গ্রেফতার হয়ে কারাবাস করেছে। ওই স্বামী-স্ত্রীর নামে প্রায় ৪/৫ টি মাদকের মামলা রয়েছে। পাশপাশি জেলার বিভিন্ন থানায় তাদের নামে বেনামে নানা অপরাধে আরও মামলাসহ অভিযোগও রয়েছে বলে জানায় ।

স্থানীয়দের দাবী,শুধু মহিউদ্দিনকে নয় তার স্ত্রী নুপুরকেও গ্রেফতার করা হোক। এরা দুজন মিলে নারায়ণগঞ্জ শহরকে কুলষিত করছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রক্তিম জানান,গতকাল ধৃত মহিউদ্দিনকে কিল্লারপুল এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার হয়।

নিউজ সক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে অসদাচারন করার অভিযোগে আমরা মহিউদ্দিনকে গ্রেপ্তার করি। আমরা জানতে পারি তার নামে মাদকসহ বেশ কয়েকটি বিভিন্ন থানায় মামলা রয়েছে। পাশাপাশি ফতুল্লা মডেল থানার একটি মামলায় তিনি পলাতক ছিলেন। ওই পলাতক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করি।

এলাকাবাসী সবাই এ গ্রেফতারে ফতুল্লা মডেল থানার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানান ও মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষার জন্য অনান্য মাদকবিক্রেতা সহ তাদের সহযোগিতদের গ্রেপ্তারের দাবী জানান।

ফতুল্লায় ২৫ ইটভাটাকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫টি ইটভাটাকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাত্রাতিরিক্ত ডাস্ট ও কালোধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ এবং অনুমোদন না থাকায় আদর্শ ইটভাটা নামের একটি প্রতিষ্ঠানকে ভেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এসময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নয়ন মিয়া ও র‌্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- বাংলাদেশ স্টান্ডার্ড ব্রিকস ম্যানুফ্যাকচারিং,চিশতিয়া সাবেরিয়া ব্রিকস, আরবিএম এন্টারপ্রাইজ,সালাহউদ্দিন অ্যান্ড সন্স, বিসমিল্লাহ ব্রিকস,নাসিরউদ্দিন অ্যান্ড সন্স,নিউ আদর্শ ব্রিকস,সান ব্রিকস,আজাদ এন্টারপ্রাইজ,এসইউএ ব্রিকস,নবীন ব্রিকস,জাফর ব্রিকস,মা ব্রিকস ফিন্ড, মা আবেদুন নেসা ব্রিকস,ন্যাশনাল ব্রিকস,মেসার্স সালাহউদ্দিন ব্রিকস,নিউ ব্রিকস-২,নজরুল ব্রিকস, আব্দুল্লাহ ব্রিকস,তোহা ব্রিকস,আহম্মেদ ব্রিকস,এমএ ব্রিকস,বক্তাবলী ব্রিকস,জ্যোতি এন্টারপ্রাইজ ও খাদিজা ব্রিকস।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নয়ন মিয়া জানান,নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় ২৫টি ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি ইটভাটার ইট, পানি ও ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নয়ন মিয়া আরোজানান,নারায়ণগঞ্জের সাড়ে তিনশ ইটভাটার মধ্যে মাত্র ৩০ থেকে ৩৫টি ইটভাটা নিয়ম মেনে চলছে। আর,১২৮ টি ইটভাটা আদালতে রিট করে পরিচালনা করছে। এছাড়া বাকী সব ইটভাটাই অবৈধভাবে চলছে। অবৈধভাবে চলা সকল ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে।

ফতুল্লায় ট্রাকচাপায় একজন নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় রুহুল আমিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। 

সোমবার বেলা ১১টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল কিশোরগঞ্জ জেলার নিখলী থানার জালালপুর গ্রামের আ. হাইয়ের ছেলে। তিনি ফতুল্লার ঢালীপাড়া এলাকার আবেদ আলীর বাড়িতে ভাড়া থেকে ধর্মগঞ্জে ইসলামিয়া এন্টারপ্রাইজে কয়লা লোড-আনলোডের কাজ করেন। 

জানা যায়, বেলা ১১টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই রুহুল আমিন মারা যান। 

এ ঘটনায় স্থানীয়রা ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনার পর পরই চালক পালিয়ে যান।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে