৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home Blog Page 35

এমপি সাহেবদের সাজা হয় অন্যদেশের কোর্টে এর চেয়ে লজ্জা আর কী হতে পারে- ডা.জাফরুল্লাহ

নিউজ প্রতিদিন ডটনেট : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘‘বাংলাদেশের এমপি সাহেবদের সাজা হয় অন্যদেশের কোর্টে এর চেয়ে লজ্জা আর কী হতে পারে! ‘রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিল দাবি পরিষদ’ এর উদ্যোগে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

আনোয়ার প্রধাণের উপর হামলা ঘটনা অত্যন্ত জঘন্য ও নেক্কার জনক–রাসেল প্রধাণ

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী স‌মি‌তির নির্বাচন (২০২১-২২) চলাকালীন সময় বিএন‌পি সম‌র্থিত আইনজীবী এড.আ‌নোয়ার প্রধান‌কে আদালত প্রাঙ্গ‌নে মারধ‌র ও উ‌ঠি‌য়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ফতুল্লা থানা মৎসজীবী দলের সভাপতি মোঃ রাসেল প্রধান তীব্র নিন্দ্রা ও ক্ষোভ জা‌নি‌য়ে‌ছেন।

বৃহপ‌তিবার (২৮ জানুয়ারী) আলাদালত প্রাঙ্গ‌নে ‌নির্বাচন চলাকালীন সময় এ ঘটনা ঘ‌টে।

এ বিষয়ে রাসেল প্রধান জনান, আজকের ‌নির্বাচন এ ঘটনা অত্যন্ত জঘন্য ও নেক্কার জনক। রাজনীতিতে এধরনের ঘটনা আওয়ামীলীগের দ্বারাই সম্ভব। তবে আমরা এই ঘটনার প্রতিবাদের ভাষা জানি। আমাদেরকে বাধ্য করবেন না তাহলে পালানোর পথ পাবেননা।

বক্তাবলীতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রামনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেনের উপর হামলা কারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারী) দুপুরে রামনগর বাজারে কলিমউদ্দিন রানার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন সমাজসেবক জামাল হোসেন এর উপর হামলা কারী খুনীবাবু, রাসেল, জহির, হানিফা,আলমগীর, ফারুক, আশরাফ, শরীফ, পারভেজ গংদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।নইলে এলাকায় আইন শৃংখলার ব্যপক অবনতি ঘটবে। এ ব্যাপারে তারা ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন এর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৌশলী রিংকু, খোরশেদ আলম, আব্দুল হক, ইব্রাহিম, আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ।

সেলিম ওসমান চায় মতিকে চেয়ারম্যান আলীরটেকবাসী চায় নির্বাচন

নিউজ প্রতিদিন ডটনেট : আলীরটেক ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে একটি বারের জন্য আবারো মতি ও তার পরিষদকে চাইলেন সেলিম ওসমান এমপি। মতির কয়েক জন অনুসারী হৈচৈ করে উঠলেও শতশত মানুষ ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। এ বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ওসমানের দৃষ্টি এড়ায়নি।

সেলিম ওসমান এমপি বলেন, করোনার কারনে চেয়ারম্যান ও মেম্বারগন এক বছর সময় পাননি। তাই আমি চাই আগামী নির্বাচনে মতি ও তার মেম্বাররা থাকুক।

আলীরটেক ইউনিয়ন পরিষদের উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শুক্রবার (২৯ জানুয়ারী)  আলীরটেক ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন  আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি।

এমপির এ চাওয়ায় গুটি কয়েকজন মতির অনুসারী হৈচৈ করে উঠলেও শতশত মানুষ ছিলেন নীরব। এতে প্রতীয়মান হচ্ছে তারা চান নির্বাচন। নির্বাচনে যে নির্বাচিত হবে তিনিই হবেন তাদের আগামী কর্ণধার ।

ফতুল্লার বক্তাবলীতে সবুর’মার মেলায় সংঘর্ষে আহত-১, গ্রেফতার-২

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে সবুর’মার মেলার অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে জামাল হোসেন (৩০) নামে এক যুবককে বুকে ও পেটে এলোপাথারী ছুরিকাঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সোমবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামে এঘটনা ঘটে। আহত জামাল হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত. আমির হামজার ছেলে।

এদিকে ঘটনার পরপর উল্টো আহতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছে হৃদয় হোসেন বাবু ও রাসেল নামে দুই ব্যক্তি। বাবুর বিরুদ্ধে কক্সবাজারের একটি থানায় মাদক আইনে মামলা রয়েছে। আর রাসেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক মামলা রয়েছে।

এঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত দুজনসহ ৮ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলার বাদী আবুল হোসেন জানান, সোমবার রাতে প্রতিবেশী সলিমউদ্দিনের বাড়িতে গান বাজনার অনুষ্ঠান চলাকালে স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে গানবাজনা বন্দ করার জন্য হুমকি দেয়। এসময় তার ভাতিজা শুভ (১৮) প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে মারধর করে চলে যায়। পরে শুভ’র চাচা জামাল শুভকে কেন মারধর করেছে তা জিজ্ঞেস করতে গেলে তাদের সাথে তর্কবিতর্কের একপর্যায়ে তার বুকে ও পেটে এলোপাথারী ছুরিকাঘাত করে সড়কের পাশে ফেলে দেয়।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল  হাসপাতালে নিয়ে যায়। জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে আইসিওতে রাখা হয়। জামাল হোসেন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

বক্তাবলী ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন আতাউর রহমান প্রধাণ

নিউজ প্রতিদিম ডটনেট : আসন্ন ইউপি নির্বাচনে নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউপি’র ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধাণ। তিনি তার ওয়ার্ডের প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে তাদের যাবতীয় সুবিধা অসুবিধার খোজ খবর নিচ্ছেন এবং ভোট চেয়ে ভোটারদের মুল্যবান ভোটের মাধ্যমে পূণরায় জয়লাভের ব্যাপারে তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।

সরে জমিনে নির্বাচনী এলাকাতে ঘুরে দেখা যায় , বক্তাবলী ইউপি’র ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধন শিক্ষিত, মার্জিত স্বভাবের এবং সদা মিষ্টভাষী এলাকাতে ব্যাপক জনসমর্থন রয়েছে।

ওয়ার্ডের বিভিন্ন ভোটারদের সাথে আলাপকালে সাধারন ভোটাররা জানান, আতাউর রহমান প্রধাণ একজন ন্যায় পরায়ন ব্যক্তি। তার মত যোগ্য প্রার্থী পেলে আমরা সত্যিই আনন্দিত হব। কারন হিসেবে তারা উল্লেখ করে বলেন, আমাদের সুপরিচিত মুখ আতাউর রহমান প্রধাণকে আমরা সাধারন ভোটাররা বিপদে আপদে সব সময় কাছে পাই। তিনি যদি  নির্বাচনে জয়লাভ করে তাহলে আমাদের এ ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলে আমরা আশাবাদী।

তাছাড়া এলাকাবাসি ও ভোটারদের মাঝে রয়েছে তার জনসমর্থন। এলাকার সাধারন মানুষের নেই কোন অভিযোগ । এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী আতাউর রহমান প্রধাণ বলেন, আমি যদি আমার এলাকার সাধারন ভোটারদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হই তাহলে আমি আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যাবতীয় উন্নয়ন মুলক কাজ করে যাবো।

এছাড়াও  সমাজ থেকে মাদক, ইভটিজিং, ভুমিদস্যুতা প্রতিরোধে সামাজিকভাবে ব্যাপক কাজ করে ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তোলবো। তিনি আরও বলেন, করোনাকালে আমি ব্যক্তিগত ভাবে আমার ওয়ার্ডবাসীকে সহযোগিতা করেছি। দীর্ঘ ১যুগ যাবত দুস্থ নারী-পুরুষের মাঝে নগদ অর্থ, শীত বস্ত্র, ঈদে বিভিন্ন সামগ্রী দিয়ে আসছি তা আরো ব্যাপকতর করবো।

আমি আশাবাদী সাধারন ভোটাররা আমাকে পূণরায়  তাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে তারা আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেবে। আমি যতদিন বেচে থাকবো তাদের সেবক হয়েই থাকবো।

যখনই তারা আমাকে ডাকবে আমি তাদের সেবাদানে ছুটে যাবো। আমি আমার ৩নং ওয়ার্ড ভোটারদের মুল্যবান ভোটে পুণরায় জয়লাভ করবো ইনশাল্লাহ।

শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ, প্রিন্সিপাল গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট : আশুলিয়ায় এক মাদ্রাসার শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মাওলানা তৌহিদ বিন আজহার (৫৬) নামে মাদ্রাসার এক প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। তিনি আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাদ্রাসা হুরে জান্নাত ও নূরে মদিনার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

পুলিশ জানায়, আশুলিয়ায় খেজুরবাগানে একটি ভবন ভাড়া করে সেখানে মাদ্রাসার কার্যক্রম চালাতেন মাওলানা তৌহিদ বিন আজহার। ভবনটির নিচ তলায় তিনি পরিবারসহ বসবাস করতেন এবং উপরে ছাত্রী হোস্টেলসহ মাদ্রাসার কার্যক্রম চালাতেন। এক সপ্তাহ আগে গত ১৫ জানুয়ারি (শুক্রবার) দুপুরে স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে তিনি মাদ্রাসার ১১ বছরের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি ওই শিশু তার পরিবারকে সহপাঠীদের মাধ্যমে চিরকুটে লিখে জানালে গা ঢাকা দেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তৌহিদ বিন আজহার। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে গত ২০ জানুয়ারি আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুরের কাফরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ওবায়দুল কাদেরের পরিবার রাজাকার- এমপি একরামুল

নিউজ প্রতিদিন ডটনেট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করেছেন নোয়াখালী জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। সেই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন একরামুল করিম চৌধুরী।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন। ইতিমধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

২৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে তিনি বলেন, দেশী মানুষ, স্লামালাইকুম। আমি কথা বললে তো মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে তার ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করবো। তার ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, তাৎক্ষণিক তিনি তার ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাই’রাল হয়ে যায়।

একরামুল করিম চৌধুরীর ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ভিডিও সরিয়ে নিলেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিবারের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সত্য এবং তিনি সত্য কথা বলেছেন। আপনারা গণমাধ্যম কর্মীরা খবর নিলে জানতে পারবেন তার পরিবারে কারা রাজাকার ছিল। তবে ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন থেকে তার ছোট ভাই আবদুল কাদের মির্জা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের নিয়ে এলোমেলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার ভাইকে নিয়ন্ত্রণ করতে পারছেন না-এ জন্য তিনি এসব কথা বলেছেন।

 

নবগঠিত ফতুল্লা থানা আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত  

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, আওয়ামীলীগের রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে জানতে হবে। যার আদর্শ নিয়ে আমরা সংগ্রাম করছি সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যার নেতৃত্বে আমরা টানা ৩ বার ক্ষমতায় আছি। তার পিতাকে যদি আমরা না জানি তার পিতার সংগ্রামী জীবন যদি আমরা না জানি তাহলে কিসের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হলাম।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে(নম পার্ক) ফতুল্লা থানা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথীর বক্তব্যে আব্দুল হাই এসব কথা বলেন।

আব্দুল হাই বলেন, সন্ত্রাস ও দূর্ণীতি, মাদকের বিরুদ্ধে কারো সাথে কোন আপোষ করবো না। আপনারা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কাজ করবেন আমরা আপনাদের সহযোগীতা করব। অপরাধীর সাথে কোন আপোষ করবেন না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ উপহার দিবেন এই প্রত্যাশাই আপনাদের কাছে।

তিনি আরোও বলেন, প্রশাসনের অনেক লোকজন অনেক ধরনের অহংকার নিয়ে কথা বলেন, তারা মনে মনে ভাবেন আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছেন। এটা ভেবে থাকলে ভুল করবেন। আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা জনগণকে নিয়েই সামনের দিকে পথ চলতে চাই। জনগণ চাইলে ক্ষমতায় আসব না চাইলে ক্ষমতা ছেড়ে দিবো এটা আমার নেত্রীর কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়ে গেছে। উন্নয়নের অনেক সূচকে আমরা এখন অনেক দেশকে পেছনে ফেলে দিয়েছি। এ ধারাবহিকতা বজায় রেখে আমাদের একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, অনেক অফিসার গোপালগঞ্জের সন্তান দাবী করে আওয়ামীলীগের অনেক নেতাদের সাথে খারাপ আচরণও করেন। গোপালগঞ্জের পার্শ¦বর্তী জেলার লোক হলেও গোপালগঞ্জ বলে দাবী করেন। প্রশাসনের অনেকেই নারায়ণগঞ্জে এসে ছাত্রলীগের রাজনীতি করে এসেছে এমন কথাও বলে বেড়ায়। আপনারা ছাত্রলীগের রাজনীতি করতেই পারেন। তাই বলে আপনারা কোন নেতাকর্মীর সাথে প্রভাব খাটানোর চেষ্টা করবেন না। আপনারা মনে রাখবেন এটা সরকারের আওয়ামীলীগ না এটা আওয়ামীলীগের সরকার। আপনারা জনগণের সেবক আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। এটা মনে রেখে জনগণের সেবক হয়ে কাজ করবেন। আপনারা আমাদের সহযোগীতা করবেন আমরাও আপনাদের সহযোগীতা করব।

পরিচিতি সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিতে¦ সাধারণ সম্পাদক এম শওকত আলীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।

অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভ‚ইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।

আব্দুল হাই আরো বলেন, আওয়ামীলীগ অনেক বড় দল যার কারনে কমিটি গঠনের ক্ষেত্রে সবাইকে খুশি করা সম্ভব হয় না। অনেকে কমিটিতে অন্তর্ভ‚ক্ত না হওয়ার কারনে মনক্ষ‚ন্ন হয়ে পরেন। এটা আমার দৃষ্টিতে মোটেও উচিত নয়। সবাই আওয়ামীলীগের একটি পরিবারের সদস্য। সবাই মিলেমিশেই কাজ করা উচিৎ।

যে চক্র আমার নেতাকে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে যে চক্র আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে যে চক্রটি ১৬ই জুন চাষাড়া আওয়ামীলীগের অফিসে বোমা হামলা করে ২২ জনের প্রান কেড়ে নিয়েছে অনেকেই পঙ্গু হয়েছে সে চক্রটি আবারো মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করেছে। তাদের প্রতিহত করতে আমাদের আওয়ামীলীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, ওয়ালী মাহমুদ খান, একে এম শহিদুল ইসলাম, খন্দকার লুৎফর রহমান স্বপন, গিয়াস উদ্দিন, আশরাফুল আলম, আব্দুল হাকিম চৌধুরী, মঞ্জুরুল ইসলাম, মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, ফরিদ আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোশরাফ উদ্দিন আহমেদ মাসুম, আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক আবু তাহের রানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইউনুছ দেওয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতি প্রধান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম এ ছাত্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আফজাল উন নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল হক খোকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুব আলম মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার বিউটি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রতন, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রাজিব হোসেন মিঠু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহান শরিফ বিন্দু, কোষাধ্যক্ষ জাকির হোসেন মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রমূখ।

রাষ্ট্রের কল্যাণে কোরআনের মাহফিল বেশি করার সুযোগ দিন . পীর সাহেব জৈনপুরী

নিউজ প্রতিদিন ডটনেট : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বনাথের আনরপুর বিশঘর গ্রামের পূর্বের মাঠে বয়ান পেশ করলেন মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেছেন, রাষ্ট্রের অভ্যন্তরে যত বেশি কোরআনের মাহফিলের সুযোগ দেয়া হবে, তত বেশি রাষ্ট্রের কল্যাণ হবে। কোরআনের প্রভাব ব্যক্তি জীবনে প্রবাহিত হলে দুনিয়া ও আখেরাতের অনেক উপকার হবে।

তিনি বলেন, ৩৬০ আউলিয়ার এদেশে মহামারি করোনা আক্রমণ চালাতে পারেনি। বুঝে নিতে হবে এদেশে আল্লাহর রহমত রয়েছে। তাই বৈশাখী উপলক্ষে মঙ্গল শুভা যাত্রাসহ সকল কুসংস্কৃতি অপসংস্কৃতি বন্ধ করে আল্লাহর কোরআনের সংস্কৃতি চালু করতে হবে। কোরআন সুন্নার আলোকে দেশ পরিচালনা করুণ। আমরা বিশ্ব নবীর উম্মত। নবীর আদর্শ অনুস্মরণ করতে হবে। অন্যথায় দেশে গুজব শুরু হয়ে যাবে। আজ কাল আলিম উলামাদের মাহফিলে আসার পূর্বে শর্ত দেয়া হয়ে থাকে। কিন্তু শর্ত দিয়ে আলিম উলামারা ওয়াহ করতে পারেনা। এসব শর্ত বাতিল করে নির্বিঘ্নে কোরআনের মাহফিল করা সুযোগ করে দিতে হবে।

মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পূর্ব নির্ধারিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান করছিলেন। সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী সভাপতিত্বে ওয়াজ মাহফিলে কোরআন তেলোয়াত করেন  পীরজাদা ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দীকি। আরো দেশ বরেন্য উলামায়ে কেরাম বয়ান পেশ করেন।