১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 8

হাইকোর্টের রায়ে আকিল উদ্দিন সিকদার বক্তাবলীর চেয়ারম্যান হওয়ার নিউজটি সম্পূর্ণ ভূয়া-আব্দুর রশীদ

নিউজ প্রতিদিন ডটনেট : হাইকোর্টের রায়ে আকিলউদ্দিন সিকদারকে বক্তাবলীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার নিউজটি সম্পূর্ণ ভূয়া বলেছেন বক্তাবলীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশীদ।

এ বিষয়ে আব্দুর রশীদ বলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদে ২৭/০১/২০২২ইং তারিখে আকিল উদ্দিন সিকদারকে (প্যানেল-১) চেয়ারম্যান করা হয়। কিন্তু ৫ই আগষ্টে শামীম ওসমানের আস্থাভাজন শওকত চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ১৯/০৩/২০২৫ ইং তারিখে নতুন করে পুনরায় মেম্বারদের মতামতের ভিত্তিতে প্যানের চেয়ারম্যান নির্বাচন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাফর সাদেক চৌধুরী।

একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামি আকিল উদ্দিন সিকদার ২৩/০৩/২০২৫-ইং তারিখে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে, যার নাম্বার ৬৯৯৭/২০২৫। এই পিটিশন দাখিলের প্রেক্ষিতে হাইকোর্ট ০৩ (তিন) সপ্তাহের জন্য একটি রুল জারি করে যে, কেন আখিলউদ্দিন সিকদারকে প্যানেল চেয়ারম্যান থেকে সরিয়ে নতুন প্যানেল চেয়ারম্যান করা হলো?
এখানে হাইকোর্ট আমাকে কারণ দর্শানোর আদেশ করেছেন। আকিল উদ্দিন সিকদারকে প্যানেল চেয়ারম্যান করা হয়নি।

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না

নিউজ প্রতিদিন ডটনেট : হাসপাতালে সরাসরি আর চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেখা করার সুযোগ পাবেন না। চিকিৎসকদেরকে ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে।

আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’প্রণয়ন করতে হবে। যা বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘ মেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

কমিশন তাদের প্রতিবেদনে স্বাধীন ও স্থায়ী ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’গঠনসহ ৭টি আইন প্রণয়নের সুপারিশ করেছে। প্রস্তাবিত নতুন আইনগুলো হলো— বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন।

তিবেদনে স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠনের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিয়মিতকরণ ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠন করতে হবে।

প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবার সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারকে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে (ক্ষেত্রবিশেষ ভর্তুকি মূল্যে) দিতে হবে। যাতে কোনো নাগরিক আর্থিক প্রতিবন্ধকতার কারণে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

প্রতিবেদনের সুপারিশে আরও বলা হয়, উপজেলা পর্যায়ে সেকেন্ডারি স্বাস্থ্যসেবা জোরদার করে জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে হবে। জেলা হাসপাতালগুলোতে বিশেষায়িত (টারশিয়ারি স্তরের) চিকিৎসাসেবা চালু করতে হবে, যাতে সেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত হয়, মেডিকেল কলেজ ও জাতীয় ইনস্টিটিউটগুলোর ওপর রোগীর চাপ কমানো যায়, ভৌগোলিক কারণে কেউ বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত না হন। প্রতিটি বিভাগীয় সদরে অন্তত একটি পূর্ণাঙ্গ, সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ও বিশ্বমানের টারশিয়ারি সেবা হাসপাতালের প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে, যা জটিল ও বিশেষায়িত চিকিৎসার জন্য একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।

গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের সদস্য করা হয় অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সায়েবা আক্তার, অধ্যাপক ডা. নায়লা জামান খান, সাবেক সচিব এস এম রেজা, অধ্যাপক ডা. মোজাহেরুল হক, ডা. আজহারুল ইসলাম খান, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, ডা. আহমেদ এহসানুর রাহমান ও ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফকে।

মুন্সিগঞ্জের ‘কুখ্যাত নৌ ডাকাত’ রিপন ঢাকায় গ্রেপ্তার

নিউজ প্রতিদিন ডটনেট : ডাকাতি, হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ১৫টি মামলার আসামি রিপনকে (৫১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রিপন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এজাহারনামীয় আসামী কুখ্যাত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজ, মাদক ব্যাবসায়ী রিপনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টীম কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।’

‘থানার রেকর্ডপত্র পিসিপিআর যাচাই করে রিপনের নামে ১৫টি মামলা পাওয়া যায়। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো।’

পুলিশ জানায়, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে তার সহোদর একাধিক ভাইসহ সহযোগী নৌ ডাকাতদের সহযোগিতায় মুন্সিগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ইত্যাদির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।’

বক্তাবলীর চিহ্নিত রতন ডাকাত গ্রেফতার

নিউজ প্রতিদিন ডটনেট: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর এলাকার চিহ্নিত ডাকাত মাদক ব্যবসায়ী নানান অপকর্মের হোতা মোহাম্মদ রতন ওরফে ডাকাত রতনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে বিকেল পাঁচটায় ফতুল্লা থানার চৌকস অফিসার শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত রতনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. মোকলেছ দেওয়ানের স্বর্ণ বিক্রির প্রায় ২২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত রতনসহ তার সহযোগীরা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা হলে ফতুল্লা মডেল থানা চৌকস অফিসার এস আই শামীম হোসেনের নেতৃত্বে ইন্ডিয়ার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে।
উল্লেখ্য ডাকাত রতন এলাকায় ডাকাতি, চুরি, মাদক ব্যবসাসহ নানান অপকর্ম করে।  ডাকাত রতন চর প্রসন্ননগর এলাকার তাইজুল ইসলাম এর পুত্র। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এসআই শামীম হোসেন ডাকাত রতনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর পক্ষ থেকে দেশবাসীকে রিয়াজ সিকদারের নববর্ষের শুভেচ্ছা

নিউজ প্রতিদিন ডটনেট: জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন সিকদার বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।

আজ সোমবার ( ১৪ এপ্রিল ) রিয়াজউদ্দিন সিকদার বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

এতে তিনি বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বৈষম্যহীন বক্তাবলী গড়াই হোক বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার-ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ

নিউজ প্রতিদিন ডটনেট: বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বক্তাবলী গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বক্তাবলী  গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।

আজ রোববার ( ১৩ এপ্রিল ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশীদ  বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর, অশুভ ও সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’বাংলা নববর্ষ উপলক্ষে তিনি দেশবাসীসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

বক্তাবলী বাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা মিয়া

নিউজ প্রতিদিন ডটনেট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলীরটেকসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন ৬নং বিএনপির সভাপতি মো. বাদশা মিয়া ।

এক শুভেচ্ছাবার্তায় বাদশা বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। ‘ঈদ’ শব্দটি আরবি, শব্দমূল ‘আউদ’, এর অর্থ এমন উৎসব, যা ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়, রীতি হিসেবে গণ্য হয় প্রভৃতি। এর অন্য অর্থ খুশি-আনন্দ-উচ্ছল-উচ্ছ্বাসে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

ঈদ প্রতিবছর চান্দ্র বর্ষপুঞ্জি অনুযায়ী নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট রীতিতে এক অনন্য আনন্দ-বৈভব বিলাতে ফিরে আসে। এক মাস কঠোর সিয়াম সাধনার মাধ্যমে নানা নিয়মকানুন পালনের পর উদযাপিত হয় ঈদুল ফিতর; অন্য কথায় রোজার ঈদ।

বক্তাবলী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির নেতা মো. বাদশা মিয়া আরে বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে।  সকল ভেদাভেদ ভূলে  মিলেমিশে পালন করুক পবিত্র ঈদুল ফিতর এটাই কামনা। সেই সাথে বক্তাবলী ইউনিয়ন বাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন-ঈদ মোবারক।

বক্তাবলীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ (মঙ্গলবার) মাগরিব পূর্ব চর বয়রাগাদী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এড. দিদারুল ইসলাম ইমনের সভাপতিত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ- সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহবায়ক  মো. আকবর আলী সুমন। প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম ঢালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা মো. সোহরাব ভূইয়া, বক্তাবলী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও বিএনপি নেতা হালিম মাদবর।

বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. মিলন তালুকদার, আনিস মাহমুদ, মো. আসাদুল ইসলাম রানা, রাসেল মাহমুদ ও মো. ঈমান আলীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

না:গঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন রশিদ আহমেদ

নিউজ প্রতিদিন ডটনেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-১ রশিদ আহমেদ।

সোমবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার স্বাক্ষরিত এক পত্রে রশিদ মেম্বারকে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে আর্থিক সহ যেকোনো প্রকারের লেনদেন করার ক্ষমতা প্রদান করা হয়েছে।

এর ফলে দীর্ঘদিন যাবৎ বক্তাবলী ইউনিয়ন পরিষদের কার্যক্রমে যে ধীরগতি ছিল তা দ্রুত কেটে যাবে বলে মনে করেন নাগরিক সেবা পেতে আসা লোকজন।

সাংবাদিকরা দালাল-সার্কেল এসপি হাসিনুজ্জাম

নিউজ প্রতিদিন ডটনেট : ফতুল্লার সব সাংবাদিকরা দালাল। থানায় ওসি ও এসপির রুমে বসে দালালী করেন তারা। আপনারা থানায় ফিজিক্যালী ভাবে আসবেননা,তথ্যের প্রয়োজন হলে ওসি কিংবা তদন্তের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তথ্য নিবেন।

তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকদের সাথে মারমুখী আচরন করেন। তিনি তাৎক্ষনিক তদন্তকে নির্দেশ দেন আপনি এখনই থানার বাহিরে একটি সাইনবোর্ড সাটিয়ে দিবেন এখন থেকে থানায় সাংবাদিকদের প্রবেশ নিষেধ। মঙ্গলবার দুপুরে ফতুল্লায় মডেল থানায় ২য় তলায় অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এমনটাই বললেন অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মো.হাসিনুজ্জামান।

জনা যায়, সোমবার (১৭ মার্চ) দুপরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি থেকে একটির অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এ এস আই আশিকুর রহমান এক সমন্ময়কের পরিচিত এক মেয়েকে ফেসবুক মেসেঞ্জারে কটুক্তি করার অপরাধে মুন্না নামের একজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নিয়ে আসে। ঐদিন সন্ধ্যায় উক্ত সমন্ময়ক পরিচয়ে লুবনা নামে এক মেয়ে থানায় আসেন। এ নিয়ে রাতভর দেন দরবার কার্যকর না হওয়ায় মঙ্গলবার দুপুরে ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন এর কক্ষে তার উপস্থিতিতেই উক্ত কটুক্তকারী জুতা পেটা করতে উদ্যত হন উক্ত মেয়ে সমন্ময়কারী। এ নিয়ে উক্ত যুবকের পক্ষে থানায় আসা স্থানীয়রা তদন্তকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এ বিষয়ে তারা মামলা করবেন। পরবর্তীতে উক্ত মেয়ে সমন্ময়কারীকে নিয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল এর কক্ষে নিয়ে যান। বিষয়টি জানার জন্য কয়েকজন সাংবাদিক তার কক্ষে প্রবেশ করলে তিনি সাংবাদিক নাম শুনতে পেরে ফতুল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপরোক্ত আচরণ করেন।

এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার ক ’ সার্কেল মো.হাসিনুজ্জামান এর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।