৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
Home Blog Page 126

ইয়াবা ৫ গ্রাম বহনের শাস্তি মৃত্যুদণ্ড

বর্তমানে মাদকদ্রব্যে আসক্তির পরিমাণ অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে সমাজে মাদকাসক্তে আসক্তির পরিমাণও বেড়েছে। আর সব থেকে বেড়েছে ইয়াবা সেবনে। কোনভাবেই এই মাদক বা ইয়াবা সেবন বন্ধ করা যাচ্ছে না।

তাই ইয়াবার বিষয়ে কঠোর বিধান রাখা হয়েছে এবারে মন্ত্রিসভা আইনে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে ৫ গ্রামের বেশি ইয়াবা, ২৫ গ্রামের বেশি হেরোইন বা কোকেন উৎপাদন, পরিবহন, বিপণনের পাশাপাশি সেবন করলে এই শাস্তি।

সোমবার (০৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আইনে ইয়াবা, সীসা বার এবং ডোপ টেস্টকে আইনের আওতায় আনা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে ব্যাপক হারে ছড়িয়ে পড়া ইয়াবা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। ৫ গ্রামের বেশি ইয়াবা বহনে সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন রাখা হয়েছে। ৫ গ্রামের কম বহন করলে সর্বোচ্চ ১৫ বছর ও সর্বনিম্ন ৫ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া যে কোনো পানীয়তে শূন্য দশমিক ৫ শতাংশের বেশি পরিমাণ অ্যালকোহল থাকলে সেটি বিয়ার হিসেবে গণ্য করা হবে।

এছাড়া আজকের বৈঠকে শ্রম আইনের সংশোধনীর খসড়াও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ-জুনায়েদ বাবুনগরীকে ৫০১ আলেমের অভিনন্দন

হেফাজতে ইসলামের নায়েবে আমির, দেশের প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী পদত্যাগ করায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৫০১ আলেম। গতকাল যাত্রাবাড়ী আশরাফিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, হক্কানী আলেমরা কখনো ধর্মহীনতা ও নাস্তিকতাকে সমর্থন করতে পারে না।

তারা এ মতবাদকে কুফুরি মতবাদ আখ্যায়িত করে কোনো হক্কানী আলেম নীতি-আদর্শ বিসর্জন দিয়ে বাতিল শক্তির সাথে আঁতাত করতে পারেন না। আল্লামা বাবুনগরী সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত নেয়ায় দেশবাসীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। তারা বলেন, কওমি সনদের স্বীকৃতি ওলামায়ে কেরামের ন্যায্য অধিকার, এ জন্য ওলামায়ে কেরামের ঐতিহ্য বিলীন করে কারো গোলাম হওয়া যাবে না।

বিবৃতিদাতাদের অন্যতম হলেন : মুফতি হিফজুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মফিজুর রহমান, মুফতি আব্দুল বারী, মাওলানা আল আমীন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আশরাফুল হক আমিনী, মাওলানা জাফর আহমদ, মাওলানা আমানুল্লাহ, মাওলানা ইসহাক শরিফ,
মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি রুহুল আমীন, মাওলানা সুলাইমান, মাওলানা অলিউর রহমান, মাওলানা ফারুক আহমদ, মুফতি জসিম উদ্দিন প্রমুখ। ‘আল্লামা শফী আদর্শচ্যুত হননি’ হেফাজতের জরুরি সভায় নেতারা আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্যকে ঘিরে হেফাজতে ইসলামের অভ্যন্তরে তোলপাড় চলছেই।

‘ধর্মনিরপেক্ষতাবাদী আওয়ামী এজেন্টদের’ সাথে না থাকার ঘোষণা দিয়ে সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর হেফাজতের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণার পর তাকে সমর্থন করেন অপর নায়েবে আমির ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান ও নেজাম ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।
এ দু’জনের বক্তব্যকে ঘিরে সারাদেশে হেফাজত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র-তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নেতাকর্মীদের প্রশ্নবাণ আর তোপের মুখে পড়তে থাকেন হেফাজতের শীর্ষ নেতারা। এ প্রেক্ষাপটে গতকাল (রোববার) বিকেলে সিনিয়র নেতাদের সাথে হাটহাজারী মাদরাসায় জরুরি সভায় বসেন হেফাজত আমির শাহ আহমদ শফী।

বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়, হেফাজত আমির আওয়ামী লীগ হয়ে যাননি, যারা তাকে আওয়ামী লীগ বলছেন তারা মিথ্যাবাদী। তিনি হেফাজতের আদর্শে অবিচল এবং অটল রয়েছেন। আদর্শচ্যুত হয়ে যাননি। তিনি কোন প্রকার প্রলোভনে উদ্বুদ্ধ হননি এবং কোন আর্থিক লেনদেনও করেননি।
জানা গেছে, বৈঠকে সিনিয়র নেতারা হেফাজত আমিরকে তার অবস্থান ব্যাখ্যা করতে বলেন। এরপর তিনি তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি হেফাজতের আদর্শ থেকে সরে যাননি। ১৩ দফা দাবির ব্যাপারে তার অবস্থান আগের মতো অনড় রয়েছে। বিশ্বস্তু সূত্রে জানা গেছে, জরুরি সভায় সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর হেফাজতের সাথে সম্পর্ক ছিন্নের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। তবে সভা শেষে দেয়া বিবৃতিতে এ বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।

হেফাজত আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা হাফেয তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা লোকমান হাকিম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মুফতি জসীমুদ্দিন, মাওলানা আশরাফ আলী নেজামপুরী, মাওলানা ইসহাক মেহেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুহাম্মদ আনাস মাদানী ও মাওলানা মুফতি রহিমুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা থেকে আল্লামা শফীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানানো হয়। হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, মুফতি ইজহারুল ইসলাম হেফাজতের কেউ নন। আগেও ছিলো না এখনও নেই।

যিনি হেফাজতের দায়িত্বশীলই নন, তিনি আবার হেফাজত আমীরকে বহিষ্কার করবেন! এটা পাগলের প্রলাপ। তারা বলেন, হেফাজতে ইসলাম দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বৃহৎ অরাজনৈতিক সংগঠন। আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে দেশের ওলামায়ে কেরাম হেফাজতের ব্যানারে ঐক্যবদ্ধ ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। মুফতি ইজহারুল ইসলাম হেফাজতের প্রতিষ্ঠাতা নায়েবে আমীর নন উল্লেখ করে বলা হয়, প্রতিষ্ঠাতা তো অনেক দূরের বিষয়, তিনি হেফাজতেরও কেউ নন।
হেফাজতের প্রতিষ্ঠাতা একমাত্র শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। হেফাজত নেতৃবৃন্দ আরও বলেন, বিগত পহেলা অক্টোবর হাটহাজারী মাদরাসায় চট্টগ্রাম জেলা বেফাক কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফী স্পষ্ট বলেছেন, আমি আওয়ামী লীগ হয়ে যাইনি। যারা তাকে আওয়ামী লীগ বলেছেন তারা মিথ্যাবাদি।

মিথ্যাচার কখনো স্থায়ী হয় না। তিনি তার আদর্শে অবিচল রয়েছেন এবং হেফাজতের সমস্ত দাবি দাওয়ার বিষয়ে অটল রয়েছেন। তিনি আদর্শচ্যুত হয়ে যাননি। প্রকৃত ঘটনা না জেনে না বুঝে কারো বিরুদ্ধে মন্তব্য করা সুস্থ মস্তিষ্কের পরিচায়ক নয়।
হেফাজত নেতারা বলেন, আমরা স্পষ্ট উল্লেখ করতে চাই কওমী মাদরাসা সনদের স্বীকৃতি আদায়ের বিষয়টি দেশের প্রসিদ্ধ ৬টি বোর্ডের নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরকারের সাথে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী এমএ-এর সমমান ঘোষণা করেছেন।

এটি কওমী ওলামাদের দীর্ঘদিনের দাবি। আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে এই দাবি সফলভাবে আদায় করতে সক্ষম হয়েছে। কওমী মাদরাসা সনদের স্বীকৃতি আর হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী এক নয়। তারা আরো বলেন, সনদের স্বীকৃতি এটা আমাদের অধিকার।

নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রে আমাদের অবদানও কম নয়। সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে পাস হওয়ায় বোর্ড চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো মানে সরকারের কাছে কওমী ওলামায়ে কেরামদেরকে বিক্রি করে দেয়া নয়।


আল্লামা শাহ আহমদ শফীর নেতৃতে কওমী ওলামায়ে কেরামের বিজয় নিশ্চিত হওয়াতে কিছু স্বার্থান্বেষী মহল তা মেনে নিতে পারছে না। তারা ইনিয়ে বিনিয়ে আল্লামা শাহ আহমদ শফীকে শাপলার ট্রাজেডির সাথে বিমুখতা প্রদর্শন বলে ব্যর্থ প্রমাণ করার অপপ্রয়াস চালিয়ে আসছে। নেতারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, আল্লামা শাহ আহমদ শফী কোন প্রলোভনে উদ্ধুদ্ধ হননি এবং কারো কাছ থেকে কোন প্রকার আর্থিক লেনদেন করেননি। তিনি হেফাজতের আদর্শ থেকেও চুল পরিমাণ বিচ্যুত হননি।

শওকত চেয়ারম্যানের ছেলে হৃদয়কে মাদকসহ আটকের ঘটনার দেলোয়ারের নিন্দা জ্ঞাপন।

বক্তাবলী ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলীর ছে‌লে সা‌ব্বির আহম্মদ হ্নদয় রাজনী‌তির প্র‌তি‌হিংসার শিকার ব‌লে দা‌বি কর‌ছেন  বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মো.দেলোয়ার হোসেন । বক্তাবলী ইউনিয়ন প‌রিষ‌দে তিনবার চেয়ারম্যান নির্বা‌চিত হওয়ায়, নারায়গঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হি‌সে‌বে রাষ্ট্রীয় স্বর্নপদক পাওয়ায় এবং নানায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ জন‌নেতা এ কে এম শামীম ওসমানের অধিক শ্রদ্ধাভাজন হওয়ার কার‌ণে হিংসায় বশবর্তী হ‌য়ে আড়াল থে‌কে মো. শওকত আলী সা‌হেব‌কে ঘা‌য়েল করার জন্যই ষড়য‌ন্ত্রকারী‌দের পায়তাড়ার ব‌হিঃপ্রকাশ ব‌লে ম‌নে ক‌রেন সা‌বেক ছাত্র‌নেতা ভি‌পি আলমগীর হো‌সেন।

‌তি‌নি প্র‌তিবাদ জা‌নি‌য়ে ব‌লেন বিশ্ব‌বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী সা‌ব্বির আহম্মদ হ্নদয়‌কে বাসা থে‌কে ডে‌কে এনে পূর্বপ‌রিক‌ল্পিতভা‌বে চেয়ারম্যানকে সামা‌জিক ও রাজনৈ‌তিকভা‌বে হেয় প্র‌তিপন্ন করার জন্যই ষড়যন্ত্রকারীরা ‌র‌্যাবকে ভুল তথ্য দি‌য়ে হ্নদয়‌কে ফেন‌সি‌ডিল দি‌য়ে আটক করা হয়। ঘটনার সা‌থে জ‌ড়িত থাকা কুচ‌ক্রী ও ষড়যন্ত্রকারী‌দের খু‌জে বের ক‌রে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাবসহ আইন প্র‌য়োগকারী সংস্থার প্র‌তি দাবী জানান।‌ দেলোয়ার হো‌সেন আরও ব‌লেন যে, হ্নদয়‌কে ব্য‌ক্তিগতভা‌বে দীর্ঘ বছর ধ‌রে চি‌নি ও জা‌নি। শওকত চেয়ারম্যান ৪০ বছর ধ‌রে  স্বচ্ছ ও প‌রিচ্ছন্ন মানুষ হি‌সে‌বে ফতুল্লা থানা আওয়ামীলী‌গসহ প্র‌তি‌টি ইউনিয়‌ন আওয়ামীলীগের কর্মী‌দের সুসংগ‌ঠিত ক‌রে জন‌নেতা সাংসদ এ কে এম শামী‌ম ওসমা‌নের প‌ক্ষে কাজ ক‌রে আস‌ছেন। শওকত চেয়ারম্যান মাদ‌কের বিরু‌দ্ধে সমা‌জে আপোষহীনভা‌বে কাজ কর‌ছেন। তার ছে‌লে হ্নদয় মাদক বি‌ক্রি ক‌রে এলাকার কেউ বিশ্বাস ক‌রে না। হ্নদয়‌কে ফেন‌সি‌ডিল দি‌য়ে আট‌কের ঘটনায় তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জা‌নি‌য়ে ঘটনার সা‌থে জ‌ড়িত ষড়যন্ত্রকারী‌দের খুঁ‌জে বের করতে এবং রিক্সার গ্যা‌রে‌জের মা‌লিক‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ ক‌রে প্রকৃত ঘটনা বের করার জন্য র‌্যাবের প্র‌তি জোর দাবী জানান বক্তাবলীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো.দেলোয়ার হোসেন।

নিজ শক্তিতে দুই হাজার বছর টিকে থাকতে পারবে সৌদি’-মোহাম্মদ বিন সালমান।

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই নিজ শক্তিতে দুই হাজার বছর টিকে থাকতে পারবে সৌদি আরব, কিন্তু মার্কিনিদের মতো কোনো গৃহযুদ্ধের মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর সহায়তা ছাড়া দুই সপ্তাহও ক্ষমতায় টিকে থাকার মুরোদ নেই সৌদি বাদশাহর। কাজেই যুক্তরাষ্ট্রের ঋণ তাকে শোধ করতে হবে।

ট্রাম্পের এ মন্তব্যের জবাবে যুবরাজ মোহাম্মদ বলেন, আমি তার সঙ্গে কাজ করতে ভালোবাসি। আপনারা জানেন, আপনাকে এটা মানতেই হবে, যে কোনো বন্ধু খারাপ ও ভালো বিষয়গুলোই বলতে পারেন।

‘কাজেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যত অস্ত্র পেয়েছি, তার দাম শোধ করেছি। কোনো কিছুই বিনামূল্যে দেয়া হয়নি। সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শুরু হওয়ার পর থেকে সবকিছুই আমরা অর্থের বিনিময়ে ক্রয় করেছি।’

গত মঙ্গলবার মিসিসিপিতে এক সমাবেশে মিত্রদেশ সৌদি আরব নিয়ে সবচেয়ে তিক্ত কথাটি বলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন কঠিন বাক্যবিনিময়ের পরেও দেশদুটির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে। মধ্যেপ্রাচ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের আধিপত্য রুখতে যেটাকে সুরক্ষাপ্রাচীর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

শুক্রবার ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এমবিএস নামে খ্যাত মোহাম্মদ বিন সালমান বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তাহলে দেখবেন, তারা বিনামূল্যে দাস পেতে চেয়েছে। কিন্তু গৃহযুদ্ধ দিয়ে তার মূল্য শোধ করতে হয়েছে। এতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র বিভক্ত ছিল।

এমনকি যুক্তরাষ্ট্রে দাসত্ব থেকে মুক্তি পেতে হাজার হাজার মানুষকে জীবন বিলিয়ে দিতে হয়েছে বলেও মন্তব্য করেন এমবিএস।

‘কিন্তু আমরা কোনো গৃহযুদ্ধ ছাড়াই উগ্রবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে চাই। আমাদের দেখতে হচ্ছে, যাতে দেশের উৎপাদন ব্যাহত না হয় এবং সবকিছুতে উন্নয়ন অব্যাহত থাকে,’ বলেন এমবিএস।

আওয়ামীগ নেতা শওকত চেয়ারম্যানের ছেলে হৃদয়কে মাদকসহ আটকের ঘটনায় ভিপি আলমগীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

বক্তাবলী ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.শওকত আলীর ছে‌লে সা‌ব্বির আহম্মদ হ্নদয় রাজনী‌তির প্র‌তি‌হিংসার শিকার ব‌লে দা‌বি কর‌ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সি‌নিয়র সহসভাপ‌তি ভি.‌পি আলহাজ্ব মো. আলমগী হো‌সেন। বক্তাবলী ইউনিয়ন প‌রিষ‌দে তিনবার চেয়ারম্যান নির্বা‌চিত হওয়ায়, নারায়গঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হি‌সে‌বে রাষ্ট্রীয় স্বর্নপদক পাওয়ায় এবং নানায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ জন‌নেতা এ কে এম শামীম ওসমানের অধিক শ্রদ্ধাভাজন হওয়ার কার‌ণে হিংসায় বশবর্তী হ‌য়ে আড়াল থে‌কে মো. শওকত আলী সা‌হেব‌কে ঘা‌য়েল করার জন্যই ষড়য‌ন্ত্রকারী‌দের পায়তাড়ার ব‌হিঃপ্রকাশ ব‌লে ম‌নে ক‌রেন সা‌বেক ছাত্র‌নেতা ভি‌পি আলমগীর হো‌সেন।

‌তি‌নি প্র‌তিবাদ জা‌নি‌য়ে ব‌লেন বিশ্ব‌বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী সা‌ব্বির আহম্মদ হ্নদয়‌কে বাসা থে‌কে ডে‌কে এনে পূর্বপ‌রিক‌ল্পিতভা‌বে চেয়ার ম্যান সা‌হেব‌কে সামা‌জিক ও রাজনৈ‌তিকভা‌বে হেয় প্র‌তিপন্ন করার জন্যই ষড়যন্ত্রকারীরা ‌রেব‌কে ভুল তথ্য দি‌য়ে হ্নদয়‌কে ফেন‌সি‌ডিল দি‌য়ে আটক করা হয়। ঘটনার সা‌থে জ‌ড়িত থাকা কুচ‌ক্রী ও ষড়যন্ত্রকারী‌দের খু‌জে বের ক‌রে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রেবসহ আইন প্র‌য়োগকারী সংস্থার প্র‌তি দাবী জানান।‌ ভি‌পি‌ আলমগীর হো‌সেন আরও ব‌লেন যে, হ্নদয়‌কে ব্য‌ক্তিগতভা‌বে দীর্ঘ বছর ধ‌রে চি‌নি ও জা‌নি। শওকত চেয়ারম্যান ৪০ বছর ধ‌রে সামা‌জিক স্বচ্ছ ও প‌রিচ্ছন্ন মানুষ হি‌সে‌বে ফতুল্লা থানা আওয়ামীলী‌গসহ প্র‌তি‌টি ইউনিয়‌ন আওয়ামীলীগের কর্মী‌দের সুসংগ‌ঠিত ক‌রে জন‌নেতা সাংসদ এ কে এম শামী‌ম ওসমা‌নের প‌ক্ষে কাজ ক‌রে আস‌ছেন। শওকত চেয়ারম্যান মাদ‌কের বিরু‌দ্ধে সমা‌জে আপোষহীনভা‌বে কাজ কর‌ছেন। তার ছে‌লে হ্নদয় মাদক বি‌ক্রি ক‌রে এলাকার কেউ বিশ্বাস ক‌রে না। হ্নদয়‌কে ফেন‌সি‌ডিল দি‌য়ে আট‌কের ঘটনায় তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জা‌নি‌য়ে ঘটনার সা‌থে জ‌ড়িত ষড়যন্ত্রকারী‌দের খুঁ‌জে বের করতে এবং রিক্সার গ্যা‌রে‌জের মা‌লিক‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ ক‌রে প্রকৃত ঘটনা বের করার জন্য রে‌বের প্র‌তি জোর দাবী জানান সা‌বেক ছাত্র‌নেতা ভি‌পি আলমগীর হো‌সেন।

পুলিশের উপর হামলায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নিউজ প্রতিদিন : উল্টোপথে মোটরসাইকেল চালানোয় বাধা দিলে দায়িত্বরত পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় আমির ফরহাদ আদর (২৭) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোরে চট্টগ্রাম নগরীর সদরঘাট মোড় থেকে আদরকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় করা মামলার এজাহারভুক্ত চারজন আসামি গ্রেফতার হলেও দুজন এখনও পলাতক আছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতার হওয়া আদর নিজেকে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দিয়েছে।
ওসি জানান, ‘মামলার আসামিদের মধ্যে আদর ও ফয়সাল গ্রেফতার হয়েছে। মেহেরাজ ও এনামুল হক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তবে শিবু ভট্টাচার্য ও রাসেল উদ্দিন জয় এখনও পলাতক।’
প্রসঙ্গত, গত ১২ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ে এক পুলিশ সদস্যকে কয়েকজন যুবকের ধাওয়া দেওয়ার ছবি গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়। আসামি মেহেরাজের সঙ্গে মূলত ঘটনার সূত্রপাত হয়। নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা মেহেরাজ মোটরসাইকেল নিয়ে উল্টোপথে নিউমার্কেট এলাকায় আসেন। তার মাথায় হেলমেটও ছিল না। নিউমার্কেট মোড়ে দায়িত্বরত সার্জেন্ট মেহেরাজের বিরুদ্ধে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেরাজ তার কথিত রাজনৈতিক বড় ভাইদের ফোন দিয়ে নিয়ে আসে। তারা এসে নিউমার্কেট মোড় পুলিশ বক্সে গিয়ে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে। খবর পেয়ে কোতোয়ালী থানা থেকে পুলিশের টিম গেলে তাদেরও ধাওয়া দেয় তারা।

ছাত্রনেতা রনি আবারও রিমান্ডে

কারাগারে থাকা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ডান্ডা বেরী পড়িয়ে আদালতে হাজির করেছে পুলিশ। (৭ অক্টোবর) রবিবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নাশকতার মামলায় রিমান্ড চেয়ে রনিকে আদালতে হাজির করা হয়। আদালত ফতুল্লা থানার একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ডান্ডা বেরী লাগিয়ে আদালতে হাজির করায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করে বলছেন, রনি একজন রাজনীতিক। তিনি কোন দাগী আসামি নন যে তাকে ডান্ডা বেরী লাগিয়ে আদালতে হাজির করতে হবে। তিনি জেলা ছাত্রদলের সভাপতি। ছাত্রদলের আইকন। অথচ তাকে সাঁজানো মামলায় আসামি করে আজকে তাকে ডান্ডা বেরী লাগিয়ে আদালতে আনলো পুলিশ। নেতাকর্মীরা, এ ঘটনায় নিন্দা জানান।

তিনটি অস্ত্র মামলায় টানা ৭ দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গত ২৪ সেপ্টেম্বর কারাগারে পাঠান আদালত। ২৪ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি কার্তুজ উদ্ধারের মামলায় দুই দিনের রিমান্ড শেষে রনিকে হাজির করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আদালত রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে দুইটি অস্ত্র মামলায় টানা দ্বিতীয় দফায় ৫দিন রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর ৫টি কার্তুজ উদ্ধারের মামলায় তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেয় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২২ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহামুদুল মোহসীনের আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে ডিবি পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও জানাগেছে, গত ২০ সেপ্টেম্বর তিন দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আরেকটি অস্ত্র উদ্ধার দেখিয়ে আরেকটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে একটি মামলা দায়ের করে ফতুল্লা মডেল থানা পুলিশ। ওই মামলায় আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

পুলিশ দাবি করে-রিমান্ডের আসামি মশিউর রহমান রনিকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর ভোরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর ওরিয়ন গ্রুপের মাঠে একটি পাইপ গান উদ্ধার করে। পরে এসআই কামরুল ইসলাম বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা দায়ের করে রনিকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ মামলায় দুইদিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহামুদুল মোহসীনের আদালতে ফতুল্লা মডেল থানা পুলিশ একটি বিদেশী অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার মামলায় ৭ দিনের রিমান্ডে আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ডে মঞ্জুর করেন। তার কাছ থেকে একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় ফতুল্লা মডেল থানা পুলিশ।

রনির পরিবারের দাবি গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নিখোঁজ হন রনি। তাকে ডিবি পুুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করা হয়। এরপর গত ১৭ সেপ্টেম্বর সোমবার ভোরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে ফতুল্লা মডেল থানা পুলিশ। তার কাছ থেকে বিদেশী একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পরে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আব্দুল শাফিউল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে গত ১৭ সেপ্টেম্বর সোমবার ভোরে তাকে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রনির পরিবার দাবি করে আসছিল- গত ১৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে ডিবি পুলিশ পরিচয়ে রাজধানী বাড্ডা এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে তুলে নিয়ে যাওয়া হয়। ১৬ সেপ্টেম্বর বিকেলে রনির সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রনির স্বজনেরা।

উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি একেএম শামীম ওসমানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মশিউর রহমান রনি তার ফেসবুকে একটি স্টাট্যাজ দেন। ওই স্টাট্যাজটি স্থানীয় মিডিয়াতে প্রকাশিত হলে রনিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়।

শওকত চেয়ারম্যানের ছেলে হৃদয়কে মাদকসহ আটকের ঘটনায় নাজিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

অপরাজনীতির ভীরে পরিছন্ন রাজনীতিবীদ ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলীর ছেলে সাব্বির আহম্মেদ হৃদয়েকে কে সাজানো ও পরিকল্পিতভাবে র‌্যাব  দিয়ে ফেন্সিডিলসহ আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও বক্তাবলীর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মো.নাজির হোসেন।

তিনি প্রতিবাদ জানিয়ে বলেন,বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী সাব্বির আহম্মেদ হৃদয়কে বাসা থেকে ডেকে এনে পূর্বপরিকল্পিত ভাবে ভুল তথ্য দিয়ে হৃদয়কে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত থাকা খলনায়কদের খুজে বের করতে র‌্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবি জানান।

নাজির হোসেন আরো বলেন,শওকত চেয়ারম্যান ৪০ বছর যাবৎ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি ও সামাজিক কাজে পরিছন্ন মানুষ হিসেবে পরিচিত এবং মাদকের বিরুদ্ধে আপোষহীন তার ছেলে মাদক বিক্রী করে কেউ বিশ্বাস করবে না। শওকত চেয়ারম্যানকে রাজনীতি ও সামাজিক ভাবে হেয় করতে একটি বৃহৎ কুচক্র মহল র‌্যাবকে ভূল তথ্য দিয়ে হৃদয়কে আটক করানো হয়। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে র‌্যাবের প্রতি জোর দাবি জানান মো.নাজির হোসেন।

 

মাদক দিয়ে শওকত চেয়ারম্যানের ছেলে হৃদয়কে ফাঁসানো হয়েছে দাবি এলাকাবাসি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

র‌্যাব-১১ এর হাতে আটককৃত শওকত চেয়ারম্যানের ছেলে হৃদয়কে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ফতুল্লার স্থানীয় এলাকাবাসি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এলাকাবাসি দাবি করে বলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী দীর্ঘদিন যাবৎ সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ফতুল্লা এলাকায় তার ক্লীন ইমেজ রয়েছে। তার ছেলে মোঃ সাব্বির আহমেদ হৃদয় একটি বেসরকারী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। সে একজন মেধাবী ছাত্র। মাদকের সাথে কোন রকম সম্পৃক্ততা এলাকাবাসী কখনো দেখেনি বলে দাবি করেন। শওকত আলীকে সমাজে তার সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রি মহল তার ছেলে হৃদয়কে ফাসিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনা সঠিক তদন্ত করে বের করার দাবি জানাচ্ছি।
এদিকে র‌্যাবের ভাষ্য মতে হৃদয় ও তাদের গাড়ির ড্রাইভার হাবিবের কাছ থেকে ১৯ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। যার মূল্য ৩৮ হাজার টাকা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৬০ টাকা ও ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব আরো দাবি করে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
হৃদয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় করছে বিষয়টি সঠিক নয় বলে জানায় হৃদয়ের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এমন কোন বিষয় এলাকাবাসীর কখনো চোখে পরেনি। র‌্যাবের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। তাদের মন্তব্যে প্রশ্ন ঘোরপাক খাচ্ছে এলাকাবাসীর মাঝে। তারা বলছে মাদক বিক্রির ১৬০ টাকা কিভাবে হয়। র‌্যাবের মতে ৩৮ হাজার টাকা মাদকের মূল্য হলে একটা ফেন্সিডিলের মূল ২ হাজার টাকা।তাহলে ১৬০ টাকা হয় কিভাবে? ন্ধদয় যদি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় করে থাকে। তাহলে অবশ্যই আমাদের একটু হলেও চোখে পরতো। আর ফতুল্লা থানা পুলিশ ও সোর্সদের কাছেও তথ্য থাকতো। হৃদয়ের নামে কোন থানায় কিংবা কোন জায়গায় মাদক বিক্রি করার অভিযোগ নেই। তাহলে কিভাবে সে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে। হৃদয়দের ড্রাইভার হাবিব ২ মাস যাবৎ তাদের এখানে চাকরী করছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শওকত চেয়ারম্যানের ড্রাইভারকে আটকের সময় হৃদয় সেখানে ছিল না। ড্রাইভারকে দিয়ে গাড়ি চালু করার কথা বলে তাকে ঘটনাস্থলে ফোন করে আনা হয়। ফোন পেয়ে ঘনাস্থলে আসার পর হৃদয়কে র‌্যাব আটক করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, র‌্যাবের হাতে আটককৃত মোঃ সাব্বির আহমেদ হৃদয়ের বিরদ্ধে অতীতে মাদক বিক্রির অভিযোগ নেই। তার বিরুদ্ধে থানায় কোন প্রকার মাদক ব্যবসায়ী হিসেবে মামলা নেই। যেহেতু র‌্যাব আটক করে ফতুল্লা থানায় মামলা দিয়েছে। বিষয়টি আমি তদন্ত করে এর সত্য ঘটনা বলতে পারবো।
র‌্যাব-১১ নারায়ণগঞ্জ আর এসপি বাবুল আক্তার জানান, আটককৃত হৃদয়ের নামে থানায় মাদক মামলা বা অভিযোগ আছে কিনা তা আমরা জানিনা। আমরা আমাদের সোর্সদের তথ্য নিয়ে হৃদয়কে তার ড্রাইভার সহ আটক করি। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বিষয়টি আমরা সোর্সের মাধ্যমে জানতে পারি।
ধৃত সাব্বির হোসেন (হৃদয়) সম্পর্ক ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী সৈয়দ ওবায়েদ উল্ল্যাহ্, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোঃ নূরুল ইসলাম (নূরু),যুগ্ন সাধারন সম্পাদক মোঃ খোকন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক কুতুবে আলম, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুল ইসলাম (শহীদ), ফতুল্লা থানা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি আলহাজ্ব মীর মোজাম্মেল আলী, ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইকবাল হোসেন জানায়, আমাদের জানামতে শওকত আলী চেয়ারম্যান সাহেবের ছেলে সাব্বির হোসেন মাদক ব্যবসায়ী নয়, এই ছেলেটা হয়তো কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে বলো তাদের দাবী। ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী সৈয়দ ওবায়েদ উল্ল্যাহ্ বলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সাহেবের ছেলে সাব্বির হোসেন (হৃদয়) মাদক ব্যবসার সাথে জড়িত নয় এটা আমি শতভাগ নিশ্চিত তবে আমি শুনেছি ইদানীং কয়েক জন মাদক সেবী বন্ধুদের সাথে হৃদয় চলাফেরা করছে। ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোঃ নূরুল ইসলাম (নুরু) বলেন, শওকত আলী চেয়ারম্যানের ছেলে হৃদয় মাদক ব্যবসা কিনবা মাদকের সাথে জড়িত এটা সত্য নয়, আমার জানামতে এবং বিভিন্ন তথ্যের মতে হৃদয়ের মাদকের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই।ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও স্হানীয় শিক্ষক কুতুবে আলম জানায়, শওকত আলী সাহেবের ছেলে হৃদয় কে আমি ছোট বেলা থেকে চিনি এবং জানি, মাদকের সাথে তার কোনো সংশ্লিষ্ঠতা নেই, আমার ধারনা শওকত আলী সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি ষড়যন্ত্রের মাধ্যমে তার ছেলে সাব্বির হোসেন (হৃদয়) কে ফাসাঁনো হয়েছে। ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি’র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ খোকন প্রধান জানায়, শওকত আলী সাহেব বক্তাবলী ইউনিয়নের সফল ও স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, আমার বিশ্বাস একটি অদৃশ্য মহল শওকত আলী মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে শামীম ওসমান এটা চিন্তা করেই শওকত আলীর ছেলে সাব্বির হোসেন (হৃদয়) কে পূর্ব পরিকল্পিত ভাবে মাদক দিয়ে ফাসিঁয়েছে, এটি শওকত আলী, এমপি শামীম ওসমান এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টার একটি অংশ বলে আমি মনে করছি। আমার জানা মতে সাব্বির হোসেন (হৃদয়) মাদকের সাথে কোনো ভাবেই জড়িত নয়, এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানাচ্ছি । ফতুল্লা মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুল ইসলাম (শহীদ) বলেন শওকত আলী চেয়ারম্যান একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি, একটি মহল শওকত আলী, এমপি শামীম ওসমান এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পূর্ব পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে সাব্বির হোসেন হৃদয় কে মাদক দিয়ে ফাসিঁয়েছে । আমার জানা মতে হৃদয় মাদকের সাথে কোনো ভাবেই জড়িত নয় এটা আমি হলফ করে বলতে পারি। ফতুল্লা থানা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি আলহাজ্ব মীর মোজাম্মেল আলী বলেন আমার জানা মতে শওকত আলী চেয়ারম্যানের ছেলে সাব্বির হোসেন হৃদয় মাদকের সাথে জড়িত নয়। ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইকবাল হোসেন বলেন, শওকত আলী চেয়ারম্যান সাহেবের ছেলে সাব্বির হোসেন (হৃদয়) মাদক ব্যবসায়ী নয় আর সে মাদক ব্যবসার সাথে জড়িত এমন কথা আগে কখনো আমি শুনি ও নাই।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় ফতুল্লা থানধীন ডিআইটি মাঠ এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে শওকত চেয়ারম্যানের ছেলে হৃদয় ও তার ড্রাইভার হাবিবকে ১৯ বোতল ফেন্সিডিল সহ আটক দেখানো হয়। পরে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে আনা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরন করেন।

বিশ্ব নেতৃবৃন্দ চায় আমি যেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতিসংঘ অধিবেশনে গিয়ে আন্তর্জাতিক যত নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে বৈঠক হয়েছে তারা সবাই প্রত্যাশা করেছেন আমি যেন আবার ক্ষমতায় আসি। বিশ্ব নেতৃবৃন্দ চায় আমি যেন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখি।’

এসময় উপস্থিত সাংবাদিকরা করতালি দিলে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, ‘হাততালি দেয়ার কিছু নেই। জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো, না দিলে আসবো না।’

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ভূমিকা ইস্যুতে শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তবে সমস্যা হচ্ছে মিয়ানমার সব কথায় ‘হ্যাঁ’ বলে, কিন্তু কাজের বেলায় করে না।’

বুধবার (০৩ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিজেদের ব্যক্তিস্বার্থে নয়, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নয়- মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মনের টানে আমরা দেশের জন্য কাজ করছি। এখন প্রত্যেকের জীবনমান উন্নত হচ্ছে। দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করেছি। প্রত্যেক জায়গায় আজ উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আজ দশটা বছর একটানা ক্ষমতায় আছি বলেই সবাই শান্তিতে আছে। আমি মানুষের জন্য কাজ করবো। সে চিন্তা নিয়ে কাজ করছি বলেই আমি এগিয়ে যাচ্ছি।’

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যেসব সাংবাদিকেরা মিথ্যা ও ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকবেন তাদের তো ভয়ের কিছু নেই। উদ্বেগের কিছু নেই। এটা তো বানোয়াট তথ্য প্রচারকারী সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য। ভয় নেই, আমি যতক্ষণ আছি। সাংবাদিকরা স্বাধীনভাবেই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবেন।’

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী সফরে তুলে ধরা বিভিন্ন বিষয় ও বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সফরকালে অনুষ্ঠিত বৈঠকের বিষয়গুলো তুলে ধরেন।